সেপ্টেম্বরেই লঞ্চ হচ্ছে iPhone 17 সিরিজ! কত হতে পারে দাম?

Published on:

iPhone 17

সৌভিক মুখার্জী, কলকাতা: iPhone প্রেমীদের জন্য বিরাট সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর সামনে আসলো iPhone 17 সিরিজ। জানা যাচ্ছে, আগামী সেপ্টেম্বর মাসেই অ্যাপলের পরবর্তী ফ্ল্যাগশিপ সিরিজ iPhone 17 লঞ্চ হতে চলেছে। আর এই সিরিজের সবথেকে বড় আকর্ষণ iPhone 17 pro এবং নতুন মডেল iPhone 17 Air, যা হতে চলেছ iPhone-র ইতিহাসে সবথেকে পাতলা ফোন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কবে লঞ্চ হতে পারে iPhone 17 সিরিজ?

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, আগামী 8 থেকে 11 সেপ্টেম্বরের মধ্যেই বিশ্ব বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে iPhone 17 সিরিজ। সাধারণত সেপ্টেম্বর মাসেই কোম্পানি তাদের নতুন iPhone লঞ্চ করে, আর তার কিছুদিনের মধ্যেই শুরু হয় প্রি-অর্ডার। এবারও তার ব্যাতিক্রম ঘটবে না বলেই মনে করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, লঞ্চের প্রথম সপ্তাহেই শুরু হবে প্রি-অর্ডার। এমনকি থাকবে বিভিন্ন রকম অফার।

iPhone 17 সিরিজে কী কী মডেল থাকছে?

জানা গিয়েছে, এবারের সিরিজে মোট চারটি নতুন মডেল দেখা যাবে। আর সেগুলি হল—iPhone 17, iPhone 17 Pro, iPhone 17 Pro Max এবং নতুন মডেল iPhone 17 Air। যার মধ্যে এখনো পর্যন্ত iPhone 17 Air মডেলটি বিশ্বের সবথেকে পাতলা স্মার্টফোন হতে চলেছে। 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

দাম কত হবে?

ভারতের বাজারে iPhone 17 Pro-এর সম্ভাব্য দাম হতে পারে মোটামুটি 1,45,000 টাকা মতো। অন্যদিকে iPhone 17-এর বেস মডেলের দাম শুরু হবে 79,900 টাকা থেকে এবং iPhone 17 Air-এর দাম ধরা হতে পারে 90,000 টাকার আশেপাশে। পাশাপাশি এই মডেলটির মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দাম 899 মার্কিন ডলার এবং সংযুক্ত আরব আমিরাতে 3799 দিরহাম। যদিও এখনো পর্যন্ত অ্যাপলের তরফ থেকে কোনোরকম ঘোষণা করা হয়নি। সবকিছু লঞ্চের ইভেন্টেই জানা যাবে।

আরও পড়ুনঃ রিল বানিয়ে পান নগদ ১৫ হাজার টাকা পুরষ্কার! কেন্দ্র সরকার চালু করল বিশেষ কনটেস্ট

নতুন কী থাকছে এই সিরিজে?

একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এবারের আইফোনের সিরিজের চমক দিচ্ছে নতুন ডিজাইন। হ্যাঁ, পুরনো মডেলে এবার অ্যাপল লোগো পরিবর্তন করতে পারে। আর ক্যামেরা মডিউলে আসতে পারে ডিজাইনের কিছু পরিবর্তন। পাশাপাশি ফোনগুলি আসবে ছয়টি রঙের ভেরিয়েন্টে, যা আগের থেকে আরো আকর্ষণীয় হবে। তাই শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা। কবে ভারতের বাজারে iPhone 17-এর নতুন সিরিজ লঞ্চ হয়, সেটাই দেখার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group