পার্থ সারথি মান্না, কলকাতাঃ ভারতের সমস্ত গাড়ি প্রেমীদের জন্য বড় খবর। আপনি যদি নতুন বছরে গাড়ি নেওয়ার কথা ভেবে থাকেন তাহলে সাবধান! কারণ ২০২৫ সাল থেকেই দেশের সবচেয়ে বড় গাড়ি কোম্পানি Maruti Suzuki ইন্ডিয়া তাঁর সমস্ত গাড়ির দাম বাড়াতে চলেছে। অবশ্য মারুতি একা নয়, প্রায় প্রতিটা গাড়ি প্রস্তুতকারক সংস্থাই দাম বাড়াতে চলেছে। হ্যাঁ ঠিকই দেখছেন, দাম বাড়ছে চারচাকা গাড়ির। কতটা বাড়বে? আর কবে থেকে বাড়বে দাম? বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়তে হবে।
গাড়ির দাম বাড়াচ্ছে মারুতি
সম্প্রতি মারুতির তরফ থেকে এক্সচেঞ্জ ফাইলিং করা হয়েছে। সেখান থেকেই জানা যাচ্ছে ২০২৫ সালে কোম্পানির তরফ থেকে ৪% পর্যন্ত দাম বাড়ানো হতে পারে। মূলত গাড়ি তৈররি খরচ বেড়ে যাওয়ার কারণেই এই মূল্যবৃদ্ধি বলে জানা যাচ্ছে কোম্পানির তরফ থেকে।
বলে রাখা ভালো ২০২৪ সালে ভারতে সবচেয়ে বেশি গাড়ি বিক্রি করেছে মারুতি সুজুকি। শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী ২০২৪ সালে এখনও পর্যন্ত ১,৫২,৮৯৮ গাড়ি বিক্রি করেছে মারুতি। যেটা গতবছরের তুলনায় ১১,৪০৯ টি বা গড়ে ১০.৩% বেশি।
২৫,০০০ টাকা বাড়বে হুন্ডাইয়ের গাড়ির দাম
মারুতির মত হুন্ডাইও গাড়ির দাম বাড়াতে চলেছে। রিপোর্ট অনুযায়ী জানুয়ারি মাস থেকেই হুন্ডাইয়ের গাড়ির দাম ২৫,০০০ টাকা পর্যন্ত বাড়তে পারে। বাড়তে থাকা উৎপাদন খরচ, লজিস্টিক্সের খরচকেই এই মূল্যবৃদ্ধির জন্য দায়ী করেছে কোম্পানি।
দামি হবে Nissan কোম্পানির গাড়িও
মারুতি ও হুন্ডাইয়ের মত আরও এক গাড়ি উৎপাদক সংস্থা নিসান নিজেদের গাড়ির দাম বাড়ানোর কথা জানিয়েছে। নতুন বছরে ২% মত বাড়তে পারে নিসানের গাড়ির দাম। কিছুদিন আগেই কোম্পানিটি দেশের মোট ৫ লক্ষ গাড়ি বিক্রির মাইলস্টোন পার করেছে। তবে এবার দাম বাড়লে সেটা বিক্রির উপর কতটা প্রভাব ফেলে সেটাই দেখার।
বাড়বে BMW ও Mercedes-Benz গাড়ির দাম
বাকিরা দাম বাড়ালেও BMW প্রেমীদের জন্য রয়েছে ঝটকাদার খবর। কারণ আগামী বছর অর্থাৎ জানুয়ারি ২০২৫ থেকেই দাম বাড়তে চলেছে। এপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ৩% বাড়তে পারে বিএমডাব্লুউ গাড়ির দাম।
এদিকে Mercedes-Benz কোম্পানির তরফ থেকেও দাম বাড়ার ইঙ্গিত মিলেছে। BMW এর মত মার্সিডিসও ৩% দাম বাড়াতে পারে নিজেদের গাড়ির। এক্ষেত্রেও লজিস্টিকস আর্থার ট্রান্সপোর্টের খরচ ও গাড়ি তৈরির খরচ বেড়ে যাওয়াকেই কারণ হিসাবে দেখানো হয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |