সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে মোবাইল রিচার্জের (Recharge Plan) দাম হু হু করে বাড়ছে। একেবারে সাধারণ মানুষের লাগামের বাইরে চলে যাচ্ছে। বিশেষ করে যারা বেশি পরিমাণে ডেটা ব্যবহার করেন, এবং দীর্ঘমেয়াদি প্ল্যান খোঁজেন, তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে টেলিকম সংস্থাগুলি।
আর এই পরিস্থিতিতে গ্রাহকদের চাহিদা মেটাতে রিলায়েন্স জিও বিরাট সুখবর নিয়ে আসলো। তারা বরাবরই গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান নিয়ে আসে। আর এবারও তার ব্যাতিক্রম কিছু হলো না। এবার তারা এমন এক প্ল্যান নিয়ে এসেছে, যার বৈধতা 200 দিন এবং প্রতিদিন মিলবে প্রচুর পরিমাণে ডেটা।
JIo-র 2025 এর বিশেষ প্ল্যান
বেশ কয়েকটি সুত্র খতিয়ে জানা গেল, জিওর এই নতুন প্ল্যানের দাম মাত্র 2025 টাকা। আর এই প্ল্যানটি একবার রিচার্জ করলেই আপনি নিশ্চিন্তে 200 দিন আনলিমিটেড সব সুবিধা উপভোগ করতে পারবেন। এমনকি প্রতিদিন 2.5GB করে হাই-স্পিড ডেটা মেলবে। অর্থাৎ, মোট 500GB ডেটা পাবেন এই প্ল্যানে, যা ইন্টারনেট প্রেমীদের জন্য হতে চলেছে এক কথায় সোনায় সোহাগা।
থাকছে কল ও মেসেজের সুবিধা
শুধু ইন্টারনেট নয়। জিওর এই প্ল্যান রিচার্জ করলে পাবেন যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এর সুবিধা। এমনকি প্রতিদিন 100 টি করে SMS-র সুবিধাও পাওয়া যাবে এই প্ল্যানে। তাই আলাদা করে কোনোরকম টপ-আপের প্রয়োজন হবে না।
থাকছে অন্যান্য সুবিধাও
কল, ইন্টারনেটের পাশাপাশি জিও এই প্ল্যানে দিচ্ছে JioCinema Premium বা Jio Hotstar এর 90 দিনের সাবস্ক্রিপশন। ফলে একটি প্ল্যান রিচার্জ করলেই আপনি মুঠোফোনে দেখতে পাবেন পছন্দের সিনেমা, ওয়েব সিরিজ, স্পোর্টস সবকিছু।
এছাড়াও জিও এই প্ল্যানে এক্কেবারে ফ্রিতে দিচ্ছে 50GB JioAICloud স্টোরেজ। এমনকি যারা ৫জি ফোন ব্যবহার করেন, তাদের জন্য থাকছে আনলিমিটেড 5G ডেটার সুবিধা। মানে ভাবতে পারছেন! এখানেই শেষ নয়। এই প্ল্যানে থাকছে JioTV এর সাবস্ক্রিপশনও।
আরও পড়ুনঃ ট্রাম্পকে বুড়ো আঙুল দেখিয়ে ৫ দিনে ভারতে ১২৮০০০০০০০০০ টাকার বিনিয়োগ
কাদের জন্য সেরা এই প্ল্যান?
বিশেষ করে যারা বেশিদিন রিচার্জ করতে চান না বা দীর্ঘমেয়াদি কোনও রিচার্জ প্ল্যান খুঁজে থাকেন এবং প্রতিদিন বেশি পরিমাণে ইন্টারনেট ব্যবহার করেন, তাদের জন্য এই প্ল্যানটি নিঃসন্দেহে সেরা। এমনকি যারা OTT সাবস্ক্রিপশন পেতে চান এবং 5G ব্যবহার করছেন, তাদের জন্যও সেরা বিকল্প এই প্ল্যান।
তাই আজই My Jio অ্যাপ বা জিওর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই প্ল্যানটি রিচার্জ করে ফেলুন এবং 200 দিন আনলিমিটেড সব সুবিধা উপভোগ করুন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |