মিলবে বিরাট ছাড়, ২২ সেপ্টেম্বর থেকে অনেক সস্তায় পাবেন Honda Shine

Published on:

GST

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি বাইক বা স্কুটি কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ আগামী 22 অক্টোবর থেকে কার্যকর হচ্ছে নতুন জিএসটি (GST) স্ল্যাব, যার ফলে 350 সিসি বা তার কম ইঞ্জিন যুক্ত বাইক বা স্কুটারে এবার 28% নয়, বরং 18% জিএসটি ধার্য করা হবে। এমনকি এর সঙ্গে 1% সেসও বাতিল করা হচ্ছে। ফলে মোট 10% ট্যাক্সের ছাড় পাবে গ্রাহকরা।

তবে এর সুপ্রভাত সরাসরি পড়ছে হোন্ডা সাইন সিরিজে। উদাহরণস্বরূপ, Shine 100-তে 5672 টাকা, Shine 100 DX-এ 6256 টাকা, Shine 125-এ 7443 টাকা পর্যন্ত ছাড় মিলবে। অর্থাৎ, বাইক প্রেমীদের জন্য হতে পারে হোন্ডা সাইন কেনার সোনায় সোহাগা সময়।

নতুন সংস্করণে বিরাট আপডেট Shine 100 DX

প্রসঙ্গত, গত মাসে হোন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া বাজারে এনেছিল Shine 100 DX। আর এক্স-শোরুম প্রাইস ধরা হয়েছিল ৭৪৯৫৯ টাকা। তবে নতুন জিএসটির নিয়ম কার্যকর হওয়ার পর সেই দাম আরো তলানিতে ঠেকবে। এই বাইকের বিশেষত্বের মধ্যে রয়েছে—

  • 98.98cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন, যা 7.3 bhp পাওয়ার এবং 8.04 Nm টর্ক উৎপন্ন করতে পারে।
  • বাইকটিতে রয়েছে 4-স্পিড গিয়ার বক্স।
  • ফুয়েল ট্যাঙ্কের ক্ষমতা এখন বাড়িয়ে 10 লিটার করা হয়েছে, যেখানে আগে ছিল 9 লিটার।
  • নতুন ফিচারের মধ্যে দেওয়া হয়েছে 17 ইঞ্চির টিউবলেস টায়ার, প্রিলোড-অ্যাডজাস্টেবল রিয়ার সাসপেনশন, ডিজিটাল ডিসপ্লে, রিয়েল-টাইম মাইলেজ ও ডিস্ট্যান্স-টু-এম্পটি রিডআউটস।
  • কসমেটিক আপডেট হিসেবে এই বাইকটিতে হেডলাইট ও মাফলারে ক্রোম অ্যাকসেন্ট, কালো ইঞ্জিন ও গ্র্যাব রেলসপ্রযুক্তি যুক্ত করা হয়েছে।
  • পাশাপাশি বাইকটি চারটি কালারে পাওয়া যাবে। সেগুলি হল— কালো, লাল, নীল এবং ধূসর।

ছোট এবং বিলাসবহুল গাড়ির জিএসটি-তেও বিরাট পরিবর্তন

তবে শুধুমাত্র বাইক নয়, বরং নতুন জিএসটি স্ল্যাব কার্যকর হলে ছোট গাড়ি ও বিলাসবহুল গাড়ির দামেও আসবে বদল। যেমন 1200cc এর নীচে এবং 4 মিটার দৈর্ঘ্যের কম ছোট পেট্রোল ও হাইব্রিড সিএনজি ও এলপিজি গাড়ির ক্ষেত্রে জিএসটি 18% করা হচ্ছে। পাশাপাশি 1500cc বা তার কম এবং ৪ মিটারের কম দৈর্ঘ্যের ডিজেল গাড়ির ক্ষেত্রে 18% জিএসটি কার্যকর করা হচ্ছে।

আরও পড়ুনঃ ওয়াকফ আইনে পুরোপুরি স্থগিতাদেশ নয়, তবে এই ৫ নিয়মে বদলের পক্ষে সুপ্রিম কোর্ট

তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, বড় ইঞ্জিনের পেট্রোল ও ডিজেল গাড়ি এবং SUV, MUV, XUV গাড়িগুলোর উপর জিএসটি 40% করা হচ্ছে। আগে বিলাসবহুল গাড়িতে 50% ট্যাক্স দিতে হত। এবার সেই বোঝা কমিয়ে 40% আনা হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥