মাত্র ২৯৯ টাকায় প্রতিদিন ৩ জিবি ডেটা! সেরার সেরা প্ল্যান আনল BSNL

Published on:

Recharge Plan

সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি জিও, এয়ারটেল এবং Vi তাদের রিচার্জ প্ল্যানগুলোর (Recharge Plan) দাম যে হারে বাড়িয়েছে, তাতে গ্রাহকরা শুধু হা-হুতাশ করে বেড়াচ্ছে। তবে এরই মাঝে সাধারণ মানুষের নজর পড়েছে সরকারি টেলিকম সংস্থা BSNL-এর উপর। কারণ একটাই – কম খরচে প্রচুর সুবিধা দিতে পারছে এই সংস্থা। BSNL-র রিচার্জ প্ল্যানগুলি একদিকে যেমন সস্তা, তেমনই গ্রাহকদের জন্য দিচ্ছে আকর্ষণীয় সব সুবিধা। 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তবে আজ আমরা এমন এক রিচার্জ প্ল্যানের কথা বলব, যার দাম মাত্র 2099 টাকা। কিন্তু এই প্ল্যানে আপনি পাবেন প্রতিদিন 3GB করে ডেটা, আনলিমিটেড কলিং ও SMS-র সুবিধা। তো চলুন জেনে নেওয়া যাক, এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত।

299 টাকার প্ল্যানে কী কী থাকছে?

যারা প্রতিদিন প্রচুর পরিমাণে ইন্টারনেট ব্যবহার করেন এবং ফোনে কথা বলেন, তাদের জন্য এই প্ল্যানটি এক্কেবারে সেরা। BSNL-র 299 টাকার এই প্ল্যানে 30 দিন ভ্যালিডিটি মিলবে। পাশাপাশি আনলিমিটেড কলিং-র সুবিধা মিলবে যেকোনো নেটওয়ার্ক। সবথেকে বড় ব্যাপার, এই প্ল্যানে প্রতিদিন 3GB করে ডেটার সুবিধা পাওয়া যাবে এবং দৈনিক 100 টি করে SMS-র সুবিধা পাওয়া যাবে। 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

জানিয়ে রাখি, এই প্ল্যানে ডেটা শেষ হয়ে গেলেও ইন্টারনেট বন্ধ হবে না। হ্যাঁ, 40 kbps স্পিডে ইন্টারনেট চলবে। আর এটি এমন একটি প্ল্যান, যেখানে দৈনিক মাত্র 10 টাকা খরচ করেই আপনি পাবেন প্রচুর পরিমাণে ডেটা, কলিং সুবিধা এবং SMS। এই প্ল্যানটি স্টুডেন্ট, শিক্ষক-শিক্ষিকা বা ওয়াক ফ্রম হোম যারা করে, তাদের জন্য হতে পারে সেরা বিকল্প।

আরও পড়ুনঃ আমন্ত্রণ করেও ইউনূসকে চরম অপমান ফ্রান্সের! বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ

BSNL-র আরও এক চমৎকার প্ল্যান

শুধু 299 টাকার প্ল্যান নয়। ঠিক একইরকম BSNL-র আরও একটি জনপ্রিয় প্ল্যান রয়েছে। প্ল্যানটির দাম মাত্র 411 টাকা। যারা একটু বেশি মেয়াদ চান, তাদের জন্য এই প্ল্যানটি একেবারে পারফেক্ট। এই প্ল্যানে 90 দিনের ভ্যালিডিটি মেলে। পাশাপাশি প্রতিদিন 2GB করে ইন্টারনেট মিলবে এবং যেকোনো নেটওয়ার্ক আনলিমিটেড কলিং-র সুবিধা পাওয়া যাবে। এমনকি এই প্ল্যানেও প্রতিদিনের ডেটা শেষ হয়ে গেলে 40 kbps স্পিডে ইন্টারনেট চলবে।

তাই যারা কম খরচে কলিং এবং বেশি পরিমাণে ডেটার প্ল্যান খুঁজছেন, তাদের জন্য BSNL-র এই প্ল্যানগুলি হতে পারে নিঃসন্দেহে সেরা। তাই আজই পছন্দের মতো একটি প্ল্যান রিচার্জ করে ফেলুন এবং উপভোগ করুন আনলিমিটেড সব সুবিধা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group