বিক্রম ব্যানার্জী, কলকাতা: ধর্মীয় ক্ষেত্রেও ঢুকে পড়ল কৃত্রিম বুদ্ধিমত্তা। শোনা যাচ্ছে, অনিয়ন্ত্রিত ভিড় এড়াতে এবার AI এর হাত ধরতে চলেছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দির কর্তৃপক্ষ (Tirupati Temple AI)। DD News এর রিপোর্ট অনুযায়ী, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে মন্দির চত্বরে শরণার্থীদের লাগামহীন ভিড় নিয়ন্ত্রণ করা হবে। সেই মর্মে, ইতিমধ্যেই তৈরি হয়েছে কমান্ড কন্ট্রোল সেন্টার।
শীঘ্রই হবে ভারতের প্রথম AI মন্দিরের কমান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
জানা গিয়েছে, তিরুপতি মন্দিরের বৈকুণ্ঠম 1 কমপ্লেক্সে একটি কমান্ড কন্ট্রোল সেন্টার নির্মাণ করা হয়েছে। সেখানেই বসানো হবে একটি বিরাট স্ক্রিন। তারপরই, কম্যান্ড কন্ট্রোল সেন্টারটি উদ্বোধন করবেন অন্ধের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। রিপোর্ট বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এই স্ক্রিনের মাধ্যমেই রিয়াল টাইম তথ্য মন্দির কর্তৃপক্ষের হাতে আসবে। এই স্ক্রিনে চোখ রেখেই চলবে ভক্তদের উপর নজরদারি।
সূত্রের খবর, কৃত্রিম বুদ্ধিমত্তা সমন্বিত বিশেষ কমান্ড কন্ট্রোল সেন্টারটি চালাতে এবং গোটা বিষয়টি পরিচালনার জন্য 25 জনের একটি বিশেষজ্ঞ দল গঠন করা হবে। সেই সাথে, ওই কন্ট্রোল সেন্টারে বসানো হবে কৃত্রিম বুদ্ধিমত্তা সমন্বিত ক্যামেরা। আসলে এই ক্যামেরাই জানিয়ে দেবে, মন্দিরে ঠিক কতজন দর্শনার্থী রয়েছেন, লাইনে কতজন করে দর্শনার্থী দাঁড়িয়ে, তীর্থযাত্রীদের পরিচয় সহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য।
কীভাবে হবে সব?
জানা যাচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যামেরার মাধ্যমে দর্শনার্থীদের উপর নজরদারি চালানোর সময় কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে একটি থ্রিডি মানচিত্র তৈরি করা হবে। সেটাই বলে দেবে, কীভাবে ভিড় নিয়ন্ত্রণ করা যাবে। একইভাবে মন্দির চত্বরে যদি দর্শনার্থীদের ভিড় মাত্রা ছাড়িয়ে যায়, সেক্ষেত্রে ওই থ্রিডি মানচিত্র দেখেই তা প্রতিকারের উপায় খুঁজে পাবেন মন্দির কর্তৃপক্ষ।
অবশ্যই পড়ুন: SBI সহ ৩৮টি ভারতীয় ব্যাঙ্কের লেনদেন সংক্রান্ত লক্ষাধিক তথ্য ফাঁস
প্রসঙ্গত, ভারতের প্রথম ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে তিরুপতি মন্দিরে বসানো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সমন্বিত ক্যামেরা। সে প্রসঙ্গেই মন্দিরের এক আধিকারিক জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা যে শুধুই মন্দিরের ভিড় এড়াতে সাহায্য করবে সেটাই নয়, সেই সাথে মন্দির কর্তৃপক্ষের উপর থেকেও চাপ কমাবে। একই সাথে, AI এর মাধ্যমে সহজে ভিড় নিয়ন্ত্রণ করা গেলে তীর্থযাত্রীদেরও মন্দির ভ্রমণের অভিজ্ঞতাও মধুর হবে।