পার্থ সারথি মান্না, কলকাতাঃ নতুন গাড়ি কেনার প্ল্যান করছেন ২০২৫ সালে? তাহলে বাজেটের পাশাপাশি আরেকটা জিনিস যেটা সবার জানতে ইচ্ছা করে সেটা হল গাড়ির মাইলেজ কত? আসলে যে হারে জ্বালানি তেলের খরচ বেড়ে চলেছে তাতে গাড়ি নেওয়ার সময়েই মাইলেজের কথাটা মাথায় রাখতেই হয়। তাই আজকের প্রতিবেদনে আপনাদের জন্য রইল এমন কিছু গাড়ির তালিকা যেগুলো SUV হলেও ১ লিটারে অনেকটা দূরত্ব অতিক্রম করতে সক্ষম।
Maruti Suzuki Ignis : ছোট আর কম্প্যাক্ট এসইউভি এর মধ্যে অনেকেই মারুতি সুজুকির ইগনিসকে বেশ পছন্দ করেন। ১.২ লিটার K সিরিজের এই পেট্রল ইঞ্জিনের গাড়িটি প্রতি লিটারে ২০.৮৯ কিমি মাইলেজ দিতে সক্ষম তবে ম্যানুয়াল ও অটোমেটিক গিয়ারের ক্ষেত্রে মাইলেজের কিছুটা পার্থক্য রয়েছে।
Renault Kwid : আপনার যদি পছন্দ হয়ে থাকে কম্প্যাক্ট এসইউভি যেটা দেখতেও হবে বেশ ঝাকাস তাহলে রেনাউলটের কুইড নিতেই পারেন। গাড়িটিই ১ লিটারের পেট্রল ইঞ্জিন রয়েছে যেটা কোম্পানির মত অনুযায়ী ২২.৫ কিলোমিটারের রেঞ্জ দিতে সক্ষম।
Maruti Fronx ও Toyota Taisor: এই দুই গাড়িতেই ১.২ লিটারের পেট্রল ইঞ্জিন পাওয়া যাবে। আর গাড়ীগুলি ১ লিটার পেট্রোলে ২২.৮৯ কিমি রাস্তা যেতে সক্ষম।
Maruti Baleno ও Toyota Glanza : বর্তমানে মারুতির সবচেয়ে সুন্দর দেখতে গাড়িগুলিরই মধ্যে অন্যতম বালিনো। এছাড়া টয়োটা গ্ল্যানজাও কোনো অংশে কম নয়। এই দুই গাড়িতেও ১.২ লিটারের পেট্রল ইঞ্জিন রয়েছে যা ২২.৯৪ কিমি মাইলেজ দেয় ১ লিটার পেট্রোলে।
Maruti Suzuki Alto K10 : গাড়ির দুনিয়ায় Alto ছোট থেকে বড় সবার কাছেই চেনা। একসময় রাস্তায় সবচেয়ে বেশি এই গাড়িটিকেই দেখতে পাওয়া যেত। এমনকি এখনও অনেকেই প্রথম গাড়ি হিসাবে আল্টো কিনতে পছন্দ করেন। গাড়িটিতে ১ লিটারের ইঞ্জিন রয়েছে যেটা ২৪.৯ কিমি মাইলেজ দিতে সক্ষম।
Maruti Suzuki S-Presso : বর্তমানে অল্টোর পর গ্রাহকদের প্রথম পছন্দ হল সুজুকি এসপ্রেসো মডেলটি। এই গাড়িটিতেও ১ লিটারের ইঞ্জিন রয়েছে তবে কোম্পানির মত অনুযায়ী এটি ২৫.৩ কিমির মাইলেজ দিতে সক্ষম।
Maruti Suzuki Wagon R : দেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ি গুলির মধ্যে অন্যতম একটি হল Wagon R। গাড়িটিতে ১ লিটারের ইঞ্জিন রয়েছে আর এটি ২৫.১৯ কিমি মাইলেজ দিতে সক্ষম ১ লিটার পেট্রোলে।
Maruti Suzuki Dzire : এই গাড়িটি ম্যানুয়াল ও অটোমেটিক দুটি ভার্শনে উপলব্ধ, যা দেহসের সবচেয়ে বেশি মাইলেজের সিডান গাড়ি হিসাবেও পরিচিত। গাড়িটির ম্যানুয়াল মডেলটি ১ লিটারে ২৪.৭৯ কিমি ও অটোমেটিক মডেলটি ১ লিটারে ২৫.৭১ কিমি মাইলেজ দিতে সক্ষম।
Maruti Suzuki Swift : বর্তমানে রাস্তায় বেরোলেই যে গাড়িগুলি সবচেয়ে বেশি চোখে পড়ে তার মধ্যে অন্যতম হল সুইফট। মারুতির এই গাড়িটিতে ১.২ লিটারের পেট্রোল ইঞ্জিন রয়েছে যেটা ২৫.৭৫ কিমির মাইলেজ দিতে সক্ষম।
Maruti Suzuki Celerio : চারচাকা গাড়ির তালিকায় এই গাড়িটি দুর্দান্ত মাইলেজ দিতে সক্ষম। কোম্পানরি মতে, এক লিটার পেট্রোলে মারুতি সিলারিও ২৫.৭৫ কিলোমিটার চলতে পারে। তবে সেক্ষেত্রে গাড়িটিকে অটোমেটিক মডেলের হতে হবে।