৩৪ কিমি মাইলেজ, দাম ৭ লাখেরও কম! বাজেটের মধ্যে সেরা এই তিনটি CNG গাড়ি

Published on:

Top 3 CNG Cars at Low Prices

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে দেশজুড়ে ইলেকট্রিক গাড়ি (Electric Vehicle) কেনার দিকে সবার আগ্রহ বেড়ে চলেছে। তবে উচ্চমূল্যের কারণে এখনো এই গাড়ি সাধারণ মানুষের প্রথম পছন্দ হয়ে উঠতে পারেনি। তাই যারা প্রতিদিন 50 কিমি বা তার বেশি যাতায়াত করেন তাদের জন্য এখনও CNG গাড়ি সব থেকে সাশ্রয়ী বিকল্প। 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ভারতে বর্তমানে ন্যূনতম বাজেট থেকে প্রিমিয়াম সেগমেন্ট পর্যন্ত বিভিন্ন ধরনের CNG গাড়ি রয়েছে। তবে যদি আপনার বাজেট কম হয় এবং দৈনন্দিন ব্যবহারের জন্য একটি সাশ্রয়ী মূল্যের CNG গাড়ি কিনতে চান, তাহলে আমরা এই প্রতিবেদনে তিনটি সেরা বিকল্প (Top 3 CNG Car) সম্পর্কে আলোচনা করছি।

Tata Tiago iCNG | নিরাপত্তা ও শক্তিশালী ইঞ্জিনের জন্যে সেরা বিকল্প

Tata Tiago iCNG গাড়িটি আপনার জন্য একটি ভালো অপশন হতে পারে। 1.2 লিটার ইঞ্জিন সমৃদ্ধ এই গাড়িটি CNG মোডে 73 HP পাওয়ার এবং 95Nm টর্ক উৎপন্ন করে থাকে। এই গাড়িতে 5-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন গিয়ারবক্স যুক্ত হয়েছে। এই গাড়ির মাইলেজের দিকে তাকালে আমরা দেখতে পাব, প্রতি কেজি CNG-তে এই গাড়ি 27 কিমি. পর্যন্ত যায়। 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এই গাড়ির দাম শুরু হচ্ছে 5.65 লক্ষ টাকা থাকে। নিরাপত্তার দিক থেকে Maruti CNG গাড়ির তুলনায় এটি বেশি নিরাপদ এবং শক্তিশালী বডি যুক্ত। যদি আপনার জন্য নিরাপত্তা এবং গাড়ির শক্তি বেশি গুরুত্বপূর্ণ হয়, তবে Tata Tiago iCNG আপনার জন্য সেরা একটি বিকল্প হতে পারে।

Maruti Celerio CNG | দুর্দান্ত মাইলেজ ও কমপ্যাক্ট ডিজাইন

Maruti Celerio CNG গাড়িটি কম্প্যাক্ট ডিজাইন এবং দুর্দান্ত মাইলেজের জন্য বেশি জনপ্রিয়। এতে 1.0 লিটার পেট্রোল ইঞ্জিন যুক্ত রয়েছে, যা CNG মোডে দারুন পারফরম্যান্স দেয়। এই গাড়ির মাইলেজ সম্পর্কে জানলে চমকে উঠবেন। এই গাড়িটি 1 কেজি CNG-তে 34.43 কিমি. পর্যন্ত যায়। এই গাড়ির দাম শুরু হচ্ছে 5.64 লক্ষ টাকা থেকে। 

এই গাড়িতে পাঁচজন যাত্রী সহজেই বসে যেতে পারবেন। EBD ও এয়ারব্যাগসহ অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS) যুক্ত হয়েছে এই গাড়িতে। এছাড়া ট্রাফিকের মধ্যে সহজেই চালানো যায় এই গাড়ি। যারা দৈনন্দিন ব্যবহারের জন্য সহজে চালানো যায় এমন একটি CNG গাড়ি খুঁজছেন, তাদের জন্য সাশ্রয়ী মূল্যের এই গাড়িটি দুর্দান্ত বিকল্প হতে পারে।

Maruti Wagon R CNG | পরিবারের জন্য সেরা গাড়ি

Maruti Wagon R CNG এখনকার দিনে প্রত্যেকটি পরিবারের পছন্দের একটি গাড়ি। এই গাড়ির ভিতরের ডিজাইন এবং স্বাচ্ছন্দ্য অন্য যেকোন গাড়িকে হার মানিয়ে দেবে। এই গাড়িতে 1.0 লিটার পেট্রোল ইঞ্জিন যুক্ত রয়েছে। এই গাড়ির মাইলেজ প্রতি কেজি CNG-তে 34 কিমি. পর্যন্ত। এই গাড়ির দাম শুরু হচ্ছে 6.54 লক্ষ টাকা থেকে। 

নিরাপত্তার দিকে তাকালে আমরা দেখতে পাব এই গাড়িতে রয়েছে EBD ও এয়ারব্যাগ সহ অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS)। দৈনন্দিন ব্যবহারের জন্য দারুণ উপযোগী এই গাড়িটি। যদি আপনি দৈনন্দিন যাতায়াতের জন্য বেশি স্পেসসহ একটি নির্ভরযোগ্য সাশ্রয়ী মূল্যের গাড়ি খুঁজে থাকেন, তাহলে Maruti Wagon R CNG গাড়িটি নিঃসন্দেহে আপনার জন্য একটি সেরা অপশন হতে পারে।

আরও পড়ুনঃ Ertiga প্রেমীদের ঝটকা, অনেকটাই দাম বাড়াল Maruti, আজ বুক করলে কত বেশি দিতে হবে?

বর্তমানে ইলেকট্রিক গাড়ির জনপ্রিয়তা বাড়লেও CNG গাড়িগুলি এখনো দৈনন্দিন ব্যবহারের জন্য সেরা বিকল্প। Tata Tiago iCNG নিরাপত্তার জন্য ভালো। Maruti Celerio CNG মাইলেজের দিক থেকে সেরা এবং Maruti Wagon R CNG বড় পরিবারের জন্য সেরা বিকল্প। তাই যদি আপনি সাশ্রয়ী মূল্যে একটি CNG গাড়ি কিনতে চান তাহলে আপনার চাহিদা অনুযায়ী এই তিনটি বিকল্পের মধ্যে থেকে একটি বেছে নিতে পারেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group