পার্থ সারথি মান্না, কলকাতাঃ যতদিন যাচ্ছে ততই নিত্যনতুন ফিচারের স্মার্টফোন (Smartphone) রিলিজ হচ্ছে। আজ থেকে একবছর আগেও যেখানে ফোরজি ছিল সবচেয়ে হাইস্পিড ইন্টারনেট সেখানে বর্তমানে 5G চলে এসেছে। তাই অনেকেই পুরোনো স্মার্টফোন আপগ্রেড করার কথা ভাবছেন। আপনিও যদি এমনটা পরিকল্পনা করে থাকেন তাহলে আজ আপনার জন্য রইল ভিভো কোম্পানির কয়েকটি ফোনের তালিকা।
Vivo T3 X
দুর্দান্ত ডিজাইনের 6.72 ইঞ্চি লম্বা 120Hz আইপিএস এলসিডি ডিসপ্লের এই ফোনটিতে 50MP এর ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনের পিছনের ক্যামেরার সেটআপ রীতিমত নজর কেড়ে নেওয়ার মত। প্রসেসর হিসাবে থাকছে Snapdragon 6 Gen 1, আর তার সাথে থাকবে 8GB Ram। সারাদিন ফোনটিকে চালানোর জন্য 6000 mAh এর বড় ব্যাটারি থাকছে। বর্তমানে এই ফোনটি অনলাইনে অ্যামাজনে কিনতে পেরে যাবেন। কার্ড ডিসকাউন্ট সমেত ১২,৩৯৯ টাকায় কিনে নিতে পারেন এই ফোনটি।
Vivo T3 5G
ভিভো কোম্পানির আরেকটি ভালো ফোন হল Vivo T3 5G। এই ফোনটিতে 6.67 ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে। যেটার রিফ্রেশ রেট 120 Hz। ফোনটিতে প্রসেসর হিসাবে থাকছে MediaTek Dimensity 7200, সাথে থাকছে 8GB Ram ও 128 GB স্টোরেজ। সমস্ত কিছুকে সারাদিনের পাওয়ার দেওয়ার জন্য থাকছে 5000 mAh এর ব্যাটারি ও 44Watt এর ফাস্ট চার্জিং। চাইলে অনলাইন শপিং প্লাটফর্ম ফ্লিপকার্ট থেকে ১৮,৪৯৯ টাকায় এই ফোনটি কিনে নিতে পারেন।
Vivo Y58 5G
সুন্দর লুকস আর দমদার পারফর্মেন্সের ফোন নিতে চাইলে আপনাকে Vivo Y58 5G অবশ্যই দেখতে হবে। এই ফোনটিতে 6.72 ইঞ্চির বড় IPS এলসিডি ডিসপ্লে থাকছে, যার রিফ্রেশ রেট 120 Hz। পিছনে থাকছে 50MP ডুয়াল ক্যামেরা সেটআপ আর সামনে থাকছে 8MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে Dimensity Snapdragon 4 Gen 2 5G প্রসেসর, 8GB Ram ও 128GB স্টোরেজ থাকছে। এছাড়াও ফোনটির ব্যাটারির ক্যাপাসিটি 6000 mAh যেটাকে চার্জ দেওয়ার জন্য ফাস্ট চার্জিংয়ের সাপোর্টও থাকছে। এই ফোনটি বর্তমানে অনলাইনে ১৮,৪৯৯ টাকায় কিনতে পাওয়া যাচ্ছে।
Vivo Y200E 5G
চোখ ধাঁধানো প্রিমিয়াম ডিজাইন আর ফিচার্স ভরা ফোন কিনতে চাইলে এটা সেরা অপশন হতে পারে। Vivo Y200 E 5G ফোনটিতে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে থাকছে, যার রিফ্রেশ রেট 120 Hz। ফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য Snapdragon 4 Gen 2 প্রসেসর ও 8GB RAM থাকছে। পিছনে 50MP এর ডুয়াল ক্যামেরা সেটআপ ও সামনে 16MP সেলফি ক্যামেরা থাকছে। একইসাথে 5000 mAh এর বড় ব্যাটারি ও সেটাকে চার্জ দেওয়ার জন্য 44 Watt এর ফাস্ট চার্জার থাকছে। ফোনটিকে আপনি বর্তমানে ১৯,৯৯৯ টাকায় কিনে নিতে পারেন।
Vivo Y28S
কম বাজেটে প্রিমিয়াম ডিজাইনের ফোন কিনতে চান? তাহলে Vivo Y28S একেবারে আদর্শ ফোন হতে পারে। এই ফোনটিতে 6.56 ইঞ্চির বড় এলসিডি ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট হবে 90 Hz। এছাড়া প্রসেসর হিসাবে Dimensity 6300 5G থাকবে, সাথে মিলবে 6GB বা 8GB এর RAM অপশন। বাকি ফোনগুলির মত এতেও 50MP ডুয়াল ব্যাক ক্যামেরা সেটআপ থাকছে আর সামনে থাকছে 8MP এর সেলফি ক্যামেরা। এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি হল 5000 mAh, যেটা 15 Watt পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে।