শ্বেতা মিত্র, কলকাতা: স্প্যাম কল নিয়ে মোবাইল ব্যবহারকারীরা অতিষ্ঠ। ভুয়ো কলের মাধ্যমে প্রতারণার মতো ঘটনাও নতুন নয়। প্রতারণা রোধ করার জন্য আগেও বড় পদক্ষেপ নিয়েছিল টেলিকম রেগুলেটরি অথারিটি অব ইন্ডিয়া (Telecom Regulatory Authority of India)। সমস্যা আগের থেকে হয়তো অনেকটা কমেছে। কিন্তু একেবারে নির্মূল হয়নি।
নতুন নির্দেশিকা TRAI-র
স্প্যাম কলের কারণে সাধারণ মানুষকে আর যাতে বিব্রত না হতে হয়, সে জন্য আরো একবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে TRAI। এই সিদ্ধান্ত মানতে হবে দেশের সমস্ত টেলিকম অপারেটর কোম্পানিগুলোকে। নির্দেশ না মেনে চললে জরিমানা দিতে হবে টেলিকম কোম্পানিগুলোকেই। সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, চলতি সপ্তাহেই টেলিকম সংস্থাগুলিকে হুঁশিয়ারি দিয়ে ট্রাই জানিয়েছে, যদি স্প্যাম কল বন্ধ না হয় এবং বারবার গ্রাহকদের কাছে এই ধরনের ফোন আসতেই থাকে, তবে এবার টেলিকম কোম্পানিগুলিকে জরিমানা করা হবে।
স্প্যাম কল কী রোখা যাবে?
কোম্পানিগুলো স্প্যাম কলের রেকর্ড নিয়ে যাতে সঠিক তথ্যই জমা দেয়, সে ব্যাপারেও সতর্ক করেছে ট্রাই। ভুল রিপোর্ট জমা দিলে টেলিকম সংস্থাগুলোকে দিতে হবে মোটা অংকের জরিমানা। খবরে প্রকাশ, প্রথমবার নিয়মভঙ্গের ক্ষেত্রে ২ লক্ষ, দ্বিতীয়বার নিয়মভঙ্গে ৫ লক্ষ টাকা এবং পরবর্তী ক্ষেত্রে ১০ লক্ষ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাই।
আরও পড়ুনঃ মাত্র ৫০ টাকায় ৭টি চ্যানেল, Netflix এর সমস্যা বাড়াল JioHotstar
আর কীভাবে স্প্যাম কল বন্ধ করতে চাইছে ট্রাই? ফোন কলের প্যাটার্ন চেক করতে বলছে ট্রাই। কোথা থেকে ফোন আসছে, কতক্ষণ কলের মেয়াদ, ইনকামিং ও আউটগোয়িং কলের হিসাব, ইত্যাদি সব কিছুই টেলিকম সংস্থাগুলোকে নজরে রাখতে বলেছে ট্রাই। এই উপায়ে স্প্যাম কল রোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
আরও একটি জরুরি সিদ্ধান্ত ট্রাই নিয়েছে। ট্রাইয়ের নির্দেশ, সাধারণ মানুষের জন্য নূন্যতম ১০ টাকা দামের রিচার্জ প্ল্যানের ব্যবস্থা করতে হবে। যাদের একের বেশি সিম কার্ড রয়েছে, তাদের জন্য শুধু ভয়েজ রিচার্জ প্ল্যান রাখতে হবে। রিচার্জ প্ল্যানের মেয়াদ যাতে পুরো ৩৬৫ দিনের হয়, সে ব্যাপারেও নির্দেশ দেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |