Indiahood-nabobarsho

১০ টাকার রিচার্জ, ৩৬৫ দিনের ভ্যালিডিটি! TRAI-র ৫ নিয়ম মানতে হবে Airtel, Jio সহ সবাইকে

Published on:

trai new rules

শ্বেতা মিত্র, কলকাতাঃ বর্তমান সময়ে এমন কোনও মানুষ হয়তো বাকি নেই যিনি কিনা মোবাইল ফোন ব্যবহার করেন না। আপনিও কি বছরের পর বছর ধরে মোবাইল ব্যবহার করছেন? তাহলে আপনার জন্য রইল অত্যন্ত জরুরি খবর। আসলে নতুন বছরে ট্রাই-র (Telecom Regulatory Authority of India) তরফে এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার দরুন উপকৃত হবেন ফোন ব্যবহারকারীরা। এখন নিশ্চয়ই ভাবছেন যে TRAI কী এমন সিদ্ধান্ত নিয়েছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর। TRAI দেশের ১২০ কোটিরও বেশি মোবাইল ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম ঘোষণা করেছে, যার মধ্যে মাত্র ১০ টাকার রিচার্জ ও ৩৬৫ দিনের বৈধতা রয়েছে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

নতুন বছরে বড় ঘোষণা TRAI-র

নতুন বছরে যাদের ডুয়েল SIM কার্ড রয়েছে তাদের ভয়েস অনলি প্ল্যান জারি করা বাধ্যতামূলক করা হয়েছে। Airtel, Jio, ভোডাফোন আইডিয়া এবং BSNL-কে TRAI-র এই নতুন নির্দেশিকা অনুসরণ করতে হবে। টেলিকম ক্রেতা সুরক্ষা বিধিমালার দ্বাদশ সংশোধনী এনে ট্রাই গ্রাহকদের স্বার্থে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। টেলিকম নিয়ন্ত্রক কয়েক মাস আগে সমস্ত অংশীদারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিল। সূত্রের খবর, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে কার্যকর হতে পারে নতুন নির্দেশিকা সংক্রান্ত নিয়ম।

TRAI-র কিছু নতুন নিয়ম

ট্রাইয়ের তরফে আগামী দিনে যে নিয়মগুলি লাগু করবে সেটার একটা তালিকা আজকের লেখায় তুলে ধরা হল। দেখে নিন আপনিও।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

১) ট্রাই গ্রাহক সুরক্ষা বিধিমালা সংশোধন করেছে যাতে 2G ফিচার ফোন ব্যবহারকারীদের ভয়েস এবং এসএমএসের জন্য একটি পৃথক বিশেষ ট্যারিফ ভাউচার (STV) থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে ফোন ব্যবহারকারীরা তাদের প্রয়োজনীয় পরিষেবাগুলির জন্য একটি পরিকল্পনা পেতে পারেন। বিশেষ করে ফিচার ফোন ব্যবহারকারীরা, যাতে সমাজের কিছু অংশ, প্রবীণ এবং গ্রামীণ এলাকার মানুষ সুবিধা পেতে পারেন।

২) এছাড়া ব্যবহারকারীদের সুবিধার্থে এসটিভি তথা স্পেশাল ট্যারিফ ভাউচারের মেয়াদ ৯০ দিন থেকে বাড়িয়ে ৩৬৫ দিন অর্থাৎ ১ বছর করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

৩) অনলাইন রিচার্জের গুরুত্ব বিবেচনা করে ট্রাই ফিজিক্যাল ভাউচারের কালার কোডিং বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। আগে প্রতিটি ক্যাটাগরির রিচার্জের জন্য আলাদা আলাদা কালার কোডিং সিস্টেম ছিল।

৪) এর পাশাপাশি ট্রাই আবার ২০১২ সালে টিটিও (টেলিকম ট্যারিফ অর্ডার) এর ৫০ তম সংশোধনীতে কমপক্ষে ১০ টাকার মূল্যের একটি টপ-আপ ভাউচারের প্রয়োজনীয়তা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

৫) সেইসঙ্গে কমপক্ষে ১০ টাকার মূল্যের একটি টপ-আপ ভাউচারের প্রয়োজনীয়তা দূর করার সিদ্ধান্ত নিয়েছে। টেলিকম কোম্পানিগুলো এখন ১০ বছরের পুরনো কোম্পানি।

উপকৃত হবেন কোটি কোটি মানুষ

২০২৪ সালের জুলাই মাস থেকে এমনিতে ফোনে রিচার্জ করতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটে যাচ্ছে সকলের। বিশেষ করে যাদের ফোনে ডুয়েল সিম রয়েছে। যদিও আর চিন্তা নেই। ব্যবহারকারীদের সমস্যার কথা বুঝতে পেরে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা এখন শুধু ভয়েস ও এসএমএস সেবা ব্যবহারে ব্যবহারকারীদের স্বস্তি দিয়েছে। টেলিকম সংস্থাগুলি এখন এই ব্যবহারকারীদের জন্য সস্তা রিচার্জ প্ল্যান চালু করতে পারে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group