পার্থ সারথি মান্না, কলকাতাঃ বর্তমান সময়ে দাঁড়িয়ে মোবাইল জোগাজোয়ার অত্যাবশ্যক মাধ্যমে পরিণত হয়েছে। আগে একটা সময় ছিল যখন রিচার্জ না থাকলেও ফোন নাম্বার দিব্যি চালু থাকত। কিন্তু এখন আর তেমনটা নয় না। রিচার্জ শেষ হওয়ার পর দু এক দিনের মধ্যে যদি পুনরায় রিচার্জ না করা হয় তাহলে ইনকামিং কল আসা বন্ধ হয়ে যাবে। এমনকি ১ বা দু মাস যদি রিচার্জ না করে ফেলে রাখেন তাহলে নাম্বার পর্যন্ত বন্ধ করে দেওয়া হতে পারে। যার ফলে একপ্রকার বাধ্য হয়েই দামি রিচার্জ করতে হচ্ছে আমজনতাকে।
তবে এবার এই সমস্যার সমাধান করতে গিয়ে এল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা (Telecom Regulatory Authority of India)। TRAI এর কাজই হল গ্রাহকদের যাতে অপ্রয়োজনীয় কারণে বেশি খরচ না করতে হয় সেটা দেখা। তাই সম্প্রতি বেশ কিছু নিয়মের বদল করা হয়েছে ট্রাই এর পক্ষ থেকে। এর মধ্যে সিম কার্ড ভ্যালিডিটির নতুন নিয়ম অনেকটাই স্বস্তি দেবে দেশের কোটি কোটি মোবাইল গ্রাহকদের।
রিচার্জ না করলে সিম কার্ডের ভ্যালিডিটি কতদিন থাকে?
এই প্রশ্নটা নিশ্চই একবার হলেও সকলের মনেই এসেছে। তবে এর সঠিক উত্তর হয়তো অনেকেই জানেন না। চিন্তা নেই আজকের প্রতিবেদনে সবটাই জানাবো আপনাদের। আপনি যদি জিও (Jio) এর সিমকার্ড ব্যবহার করেন তাহলে রিচার্জ না করলেও ৯০ দিনের জন্য আপনারটি চালু থাকবে। যদি আপনি Airtel ব্যবহারকারী হন তাহলে ৬০ দিনের জন্য আপনার নাম্বার বৈধ থাকবে। VI গ্রাহকদের জন্য এই সময় ৯০ দিন। তবে সবচেয়ে বেশি সিম কার্ড অ্যাকটিভেট থাকে BSNL এর। রিচার্জ না করলেও ১৮০ দিন পর্যন্ত BSNL এর নাম্বার অ্যাকটিভ থাকে। এই সময়ের মধ্যে আপনাকে ভ্যালিডিটি রিচার্জ করাতেই হবে যদি নাম্বারটিকে চালু রাখতে চান।
আরও পড়ুনঃ শিয়ালদা স্টেশনে ওরা কারা? টিটি ধরতেই যা তথ্য উঠে এল! আতঙ্ক বাংলা জুড়ে
সিম কার্ডের ভ্যালিডিটি নিয়ে নয়া নিয়ম জারি করল TRAI
সম্প্রতি TRAI এর তরফ থেকে কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে টেলিকম অপারেটরদের জন্য। কি বলছে ট্রাই এর নতুন নিয়ম? জানা যাচ্ছে, নতুন নিয়ম অনুযায়ী রিচার্জের মেয়াদ ফুরিয়ে গেলেও চিন্তার কোনো কারণ নেই। ১ মাস বা ৩০ দিন পর্যন্ত নাম্বার চালু থাকবে। এর আগে কোনো কোম্পানিই আপনার নাম্বার ডিঅ্যাকটিভেট করতে পারবে না।
আরও পড়ুনঃ প্রেম-কূটকচালি অতীত! শিশুকেন্দ্রিক মেগা আনছে জি বাংলা, প্রকাশ্যে নায়িকার নাম সহ স্টোরি
প্রসঙ্গত, আপনি যদি ডেটা, কলিংয়ের মত সুবিধা না চান সেক্ষেত্রে নূন্যতম ভ্যালিডিটি রিচার্জ করতে হয়। তবে নূন্যতম ভ্যালিডিটি রিচার্জ রীতিমত বন্ধই করে দেওয়া হয়েছে। BSNL বাদে সমস্ত কোম্পানির রিচার্জের দাম ২০০ পেরিয়ে গিয়েছে। তবে যদি আপনি বিএসএনএল গ্রাহক হন তাহলে ১৯৭ টাকার রিচার্জে ৭০ দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন।