Jio, Airtel, BSNL গ্রাহকদের জন্য বড় খবর! ১০ দিন পর মেসেজিং নিয়মে বদল আনছে TRAI

Published on:

trai jio bsnl airtel

শ্বেতা মিত্র, কলকাতাঃ নতুন মাস পড়ে গিয়েছে। আর নতুন মাস মানেই হল একের পর এক নিয়মে পরিবর্তন হওয়া। আজ ১ ডিসেম্বর থেকে LPG গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে নানা ব্যাংকিং পরিষেবা ও অন্যান্য নিয়মে পরিবর্তন ঘটেছে। তবে এখানেই শেষ নয়, এই ডিসেম্বর মাসে আরও কিছু নিয়মে পরিবর্তন ঘটতে চলেছে। বিশেষ করে টেলিকম সেক্টরের কিছু নিয়মে পরিবর্তন ঘটতে চলেছে। আপনার কাছেও যদি Jio, Airtel, Vi কিংবা BSNL- এর সিম থেকে থাকে তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। এবার TRAI -এর তরফ থেকে নিয়ম বেঁধে দেওয়া হল। আর সেই নিয়ম সকলকে মেনে চলতে হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

TRAI -এর নতুন নিয়ম

আপনিও যদি ভুয়ো মেসেজ কিংবা ফোন কল আসা নিয়ে ক্লান্ত, বিরক্ত হয়ে থাকেন তাহলে আপনার সব চিন্তার অবসান ঘটতে চলেছে। আসলে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (Telecom Regulatory Authority of India) শীঘ্রই একটি নতুন নিয়ম কার্যকর করতে চলেছে। ট্রাই সম্প্রতি ‘মেসেজ ট্রেসেবিলিটি’ নিয়ম আনার কথা ঘোষণা করেছে যা কিনা ২০২৪ সালের ১১ ডিসেম্বর থেকে কার্যকর হতে চলেছে।

এর আগে ১ ডিসেম্বর থেকে এই নিয়ম লাগু হওয়ার কথা বলা হলেও তার আগেই ট্রাই প্রেস বিজ্ঞপ্তি জারি করে সময়সীমা বাড়িয়ে দেয়। আসলে এই নিয়মটি জাল এবং অবাঞ্চিত মেসেজ প্রতিরোধ করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বড় সিদ্ধান্ত TRAI -এর

ট্রাই স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ১১ ডিসেম্বর ২০২৪ থেকে এমন কোনও বার্তা গ্রহণ করা হবে না, যেখানে টেলিমার্কেটারদের দ্বারা নির্ধারিত নম্বর সিরিজ ব্যবহার করা হয়নি। এই পরিবর্তনটির ফলে ভুয়ো মেসেজ পাওয়ার হাত থেকে রেহাই পাবেন মোবাইল ব্যবহারকারীরা।

কীভাবে কাজ করবে নতুন নিয়ম?

নতুন নিয়ম কার্যকর হওয়ার পরে, একটি বৈধ সিরিজ ছাড়া মেসেজগুলি সহজেই উপেক্ষা করা যাবে। ব্যাংক, কোম্পানি বা অন্যান্য টেলিমার্কেটার সেজে ভুয়ো মেসেজ পাঠানো আর সহজ হবে না। শুধু তাই নয়, এটি স্প্যাম কল এবং প্রতারণামূলক বার্তাগুলির মাধ্যমে হওয়া জালিয়াতি হ্রাস করা সম্ভব হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group