মোদীর জন্মদিনে তাঁর সাথেই বানিয়ে ফেলুন নিজের AI ফটো! রইল প্রসেস ও প্রম্পট

Published on:

Trending Gemini Image

সৌভিক মুখার্জী, কলকাতা: এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বা টুইটার, যাই খোলেন না কেন, সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই ট্রেন্ডিং ছবির (Trending Gemini Image) ঝড় উঠেছ। AI দিয়ে এই ধরনের ছবি বানিয়ে রাতারাতি সবাই ট্রেন্ডে গা ভাসাচ্ছে। কেউ নিজের সেলফি ফটো দিয়েই শাড়ি পরা ছবি বানাচ্ছে, আবার কেউ কেউ 3D ফটো বানাচ্ছে।

তবে সম্প্রতি আরও একটি ট্রেন্ডিং ইমেজ বাজারে এসেছে। তা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফটো (AI Picture With Narendra Modi)। ভাবছেন কীভাবে বানাবেন? চিন্তার কোনও কারণ নেই। আজকের এই প্রতিবেদনে আমরা এই ট্রেন্ডিং ছবি বানানোর A টু Z টিপস এবং ছবি বানানোর প্রম্পট দিয়ে দিচ্ছি। ফলে আপনিও এক ক্লিকে এই ভাইরাল ফটো বানিয়ে ট্রেন্ডে গা ভাসাতে পারবেন।

কীভাবে বানাবেন এই ট্রেন্ডিং ছবি?

এই ট্রেন্ডিং ছবি মূলত AI বা Gemini অ্যাপ দিয়ে বানাতে হয়। এর জন্য শুধুমাত্র আপনার ফোন থেকে গুগল Gemini অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, কিংবা ওয়েব ব্রাউজারের মাধ্যমেই আপনি Gemini ওপেন করতে পারবেন। এরপর নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—

  • নতুন ইউজার হলে অবশ্যই একটি ইমেইল আইডি দিয়ে লগইন করে নিতে হবে।
  • তারপর নিজের গ্যালারি থেকে পছন্দ মতো একটি ফটো আপলোড করতে হবে।
  • এরপর আপনি যেহেতু মোদীর সঙ্গে ফটো বানাবেন, তাই আমরা নিচে সেই ফটো বানানোর প্রম্পট দিয়ে দিয়েছি। সেটা কপি করে পেস্ট করতে হবে।
  • তারপর “Generate Image” অপশনে ক্লিক করতে হবে বা “Send” অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এরপর কিছুক্ষণ অপেক্ষা করলেই মোদীর সঙ্গে আপনার ফটো বানিয়ে AI পাঠিয়ে দেবে।

আরও পড়ুনঃ ফোনে মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

মোদীর সঙ্গে ফটো বানানোর AI প্রম্পট

“Generate a high-quality realistic photo of Indian Prime Minister Narendra Modi standing and shaking hands with a young man. Modi is wearing his signature white kurta with a grey sleeveless jacket. The young man is wearing a plain white kurta with subtle embroidery. They are standing indoors in front of a white wall with the Indian national flag, the Ashoka emblem, and the Hindi text ‘सत्यमेव जयते’ visible in the background. Replace the young man’s face with the face from the uploaded image while keeping the same hairstyle, outfit, pose, and setting.”

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥