সৌভিক মুখার্জী, কলকাতা: গরমের কামড় যেন দিনের পর দিন বাড়ছে। দিন যত গড়াচ্ছে, সূর্য যেন আরও আমাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। আর যারা অফিসে যান বা রাস্তায় কাজ করেন, তাদের তো রীতিমতো কালঘাম ছুটছে। এমনকি যারা সারাদিন বাড়িতে থাকেন, তাদের কাছেও এই গরমে টেকা দুষ্কর হয়ে পড়েছে।
তবে না, চিন্তার কোন কারণ নেই। এই ভ্যাঁপসা গরমের বাজারে এসেছে দারুণ এক সমাধান। আর তা হলো TRIDEO পোর্টেবল এসি ফ্যান (TRIDEO Portable AC Fan)। এটিতে নেই কোন ইনস্টলেশনের ঝামেলা, নেই বড় খরচ। আর দাম শুনলে তো আরো চমকে উঠবেন, মাত্র 1299 টাকায় পাওয়া যাচ্ছে এই এসি ফ্যান।
একটি ছোট ফ্যানেই এসির মত ঠান্ডা হাওয়া
আসলে পোর্টেবল এসি মানে আপনি যেখানে যাবেন সেখানে এসিটিকে নিয়ে যেতে পারবেন। আর TRIDEO কোম্পানির এই মিনি এসিটি স্বস্তির আরেক নাম। হ্যাঁ, আপনি এটিকে টেবিলের উপর রাখতে পারবেন, কিংবা শোয়ার ঘরে রাখতে পারবেন, পড়ার ঘরে কিংবা অফিসে, যেখানে খুশি নিয়ে যেতে পারবেন। এমনকি এটি লাগানোর জন্য আলাদা করে দেয়াল ভাঙ্গারও প্রয়োজন নেই।
TRIDEO পোর্টেবল এসি ফ্যানের মূল বৈশিষ্ট্য
প্রথমত, এই ফ্যানটিতে আপনার প্রয়োজন অনুযায়ী বাতাসের গতি কমানো ও বাড়ানো যাবে। দ্বিতীয়ত, রাতে ঘুমানোর পর বা পড়ার সময় কোন বিরক্তিকর শব্দ পাওয়া যাবে না এই ফ্যানটিতে। তৃতীয়ত, নির্দিষ্ট সময় পর এই ফ্যানটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। চতুর্থত, এই ফ্যানটিতে পাওয়া যাবে এলইডি লাইট ফিচার। আর এই সমস্ত ফিচার দিয়ে ফ্যানটির দাম শুরু হচ্ছে মাত্র 1299 টাকায়।
মিলছে 15 বছরের ওয়ারেন্টি
ফ্যানটির সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, কোম্পানিটি এই মিনি এসি ফ্যানটির উপর 15 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। হ্যাঁ একদম ঠিকই পড়েছেন। এমনকি অ্যামাজনে এই ফ্যানটি ফ্রী ডেলিভারি এবং 10 দিনের রিটার্ন পলিসিও দিচ্ছে। এছাড়া ব্যাংক অফারে পেমেন্ট করলে আরও বেশি পরিমাণে ছাড় পাওয়া যাচ্ছে।
আরও পড়ুনঃ বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং করিয়ে চাকরি দিচ্ছে Lenskart! প্রতি মাসে মিলবে মোটা স্টাইপেন্ড
কোথা থেকে কিনবেন ফ্যানটি?
ফ্যানটি বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে পাওয়া যাচ্ছে। যেমন অ্যামাজন ইন্ডিয়াতে TRIDEO পোর্টেবল এসি ফ্যানটি এখন মাত্র 1299 টাকা দিয়ে অর্ডার করতে পারবেন। তাই এই কাটাফাটা গরমের হাত থেকে মুক্তি পেতে চাইলে অর্ডার করুন ফ্যানটি এবং গরম থেকে মুক্তি পান।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |