Indiahood-nabobarsho

কলকাতা থেকে বর্ধমান মাত্র ২০ টাকায়! বাজারে হইচই ফেলে দিল এই ইলেকট্রিক স্কুটার

Published on:

TVS iQube Electric Scooter

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে পেট্রোলের দাম তো আগুনছোঁয়া। আবার অন্যদিকে পরিবেশ রক্ষার তাগিদ। এই দুইয়ের মাঝে যেন আশীর্বাদ হয়ে উঠেছে ইলেকট্রিক যানবাহন। হ্যাঁ, ভারতের বাজারে নিজেদের জায়গা পাকাপোক্ত করে নিচ্ছে এবার TVS iQube Electric Scooter। কলকাতার রাস্তায় রীতিমতো নজর কাড়ছে এই স্কুটার। যারা পরিবেশবান্ধব এবং কম খরচে বেশি রেঞ্জের একটি স্কুটি খোঁজ করছেন, তাদের জন্য TVS iQube Electric Scooter হয়ে উঠেছে সেরা বিকল্প।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মাত্র 15 টাকায় 70 কিলোমিটার রাইড!

হ্যাঁ, ঠিকই পড়েছেন। একবার চার্জ দিলে TVS iQube Electric Scooter চলতে পারবে 70 থেকে 75 কিলোমিটার। আর চার্জ দিতে খরচ পড়বে মাত্র 15 থেকে 20 টাকা। যেখানে পেট্রোলচালিত স্কুটিতে এই একই দূরত্ব রাইড করতে প্রায় 80 থেকে 100 টাকা খোয়াতে হয়, সেখানে এই একই দুরত্ব এই স্কুটার আপনাকে একধাক্কায় সাত থেকে আটগুণ খরচ কমিয়ে দেবে।

কেন দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে এই স্কুটারটি?

কলকাতার বাজারে নাম প্রকাশে অনিচ্ছুক একজন শোরুমের ম্যানেজার জানিয়েছেন, বিশেষ করে মহিলাদের মধ্যে TVS iQube Electric Scooter এর চাহিদা দিনের পর দিন বাড়ছে। হ্যাঁ, হালকা ওজন, স্টাইলিস ডিজাইন আর স্মার্ট ফিচার, সবমিলিয়ে এটি একদম পারফেক্ট অপশন। আর এই স্কুটার শহরের ট্রাফিক এবং দৈনন্দিন রাইডের জন্য একদম সেরা বিকল্প।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ফিচারগুলি নজর কাড়বে

প্রথমত TVS iQube স্কুটারে ফুল ডিজিটাল ডিসপ্লে থাকছে, যেখানে ব্যাটারি স্ট্যাটাস, স্পিড রেঞ্জ সবকিছুই খুব সহজে দেখা যাবে। দ্বিতীয়ত, এই স্কুটারে থাকছে মোবাইল কানেক্টিভিটি। অর্থাৎ, স্কুটিতে ফোনের সঙ্গে কানেক্ট করে নেভিগেশন, কল এলার্টের সুবিধা পাওয়া যাবে। তৃতীয়ত, এই স্কুটারটি খুবই হালকা, যা ট্রাফিকের মধ্যে ঘোরাফেরা বা পার্কিং-এর জন্য উপযুক্ত। এছাড়া ব্যাটারিতে চলায় এই স্কুটারটি ইকো-ফ্রেন্ডলি।

দাম কত পড়বে?

এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, TVS iQube স্কুটারের এক্স-শোরুম দাম মাত্র 1,17,000 টাকা। তবে সরকার তরফ থেকে 10,000 টাকা ভর্তুকে মিলছে। আর এই ভর্তুকির পর দাম দাঁড়াচ্ছে মাত্র 1,07,000 টাকা। অনেকে আবার মাত্র 30,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে EMI করে এই স্কুটার বাড়ি নিয়ে আসছে।

আরও পড়ুনঃ অবশেষে জল্পনা কাটল! DA-সহ এবার মাইনে ঢুকল ‘যোগ্য’ শিক্ষকদের অ্যাকাউন্টে

কলকাতা থেকে বর্ধমান মাত্র 20 টাকায়…

না, এটা কোন অবিশ্বাস্য নয়। এই স্কুটারটি 20 থেকে 25 টাকায় 100 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিচ্ছে। অর্থা,ৎ আপনি যদি কলকাতা থেকে বর্ধমান পর্যন্ত এই স্কুটার চালিয়ে যান, তাহলে আপনার খরচ হবে মাত্র 20 থেকে 25 টাকা। হ্যাঁ, যাতে ট্রেনের টিকিটও হয় না। এমনকি যারা প্রতিদিন অফিস বা কলেজে যাতায়াত করেন, তাদের জন্য এই স্কুটি মাসে হাজার হাজার টাকা সাশ্রয় করে দিচ্ছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group