বাড়িতে বসেই পেয়ে যাবেন BSNL 4G/5G সিম, জেনে নিন গোটা পদ্ধতি

Published on:

Upgrade BSNL 2G or 3G SIM to BSNL 4G/5G SIM in this way

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের সরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থা BSNL সম্প্রতি দেশে Q-5G বা Quantum 5G পরিষেবা চালু করেছে। ধীরে ধীরে দেশের প্রতিটি ক্ষেত্রে পৌঁছে যাবে ভারত সঞ্চার নিগম লিমিটেডের 4G, 5G পরিষেবা। এমতাবস্থায়, এমন অনেকেই রয়েছেন যাঁদের লোকালিটিতে BSNL 4G বা 5G সুবিধা রয়েছে কিন্তু সিম কার্ড 2G বা 3G হওয়ায় সেই সুবিধা উপভোগ করতে পারছেন না।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সেক্ষেত্রে 4G বা 5G তে আপগ্রেড করা ছাড়া দ্বিতীয় কোনও বিকল্প নেই। কিন্তু কীভাবে করবেন? কোন উপায় অবলম্বন করে নিজের BSNL 3G সিমটিকে 4G বা 5G নেটওয়ার্কে কনভার্ট করবেন? রইল বিস্তারিত।

BSNL 2G/3G সিমটিকে 4G/5G-তে কনভার্ট করুন

প্রথমেই বলে রাখি, ভারত সরকারের টেলিকম নেটওয়ার্ক সংস্থা BSNL এর 2G বা 3G সিম কার্ডটিকে 4G বা 5G নেটওয়ার্কে কনভার্ট করতে হলে অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতেই করা যায়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সে ক্ষেত্রে অফলাইন পদ্ধতিতে করতে হলে প্রথমে নিজের নিকটবর্তী BSNL CSC বা কাস্টমার সার্ভিস সেন্টার খুঁজে সেখানে নিজের প্রয়োজনীয় নথিপত্র এবং পরিচয় পত্র দেখিয়ে গ্রাহক প্রতিনিধির সাথে কথা বলে নিজের পুরনো সিম কার্ডটিকে BSNL 4G/5G নেটওয়ার্কে আপগ্রেড করে নিতে পারবেন।

সেক্ষেত্রে অবশ্যই KYC করার সময় নিজের প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট সঙ্গে রাখুন। ভেরিফিকেশন সম্পূর্ণ হলে BSNL এর 4G/5G সিম হাতে পেয়ে যাবেন।

অবশ্যই পড়ুন: 130GB ডেটা দিচ্ছে Vi, সহজেই করুন ক্লেম

বাড়িতে বসেই পেয়ে যাবেন BSNL 4G/5G সিম কার্ড

যদিও বর্তমানে এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি 4G/5G সিম কার্ডের ডোরস্টেপ ডেলিভারি চালু করেছে। ফলত, এখন বাড়িতে বসেই কোনও রকম অতিরিক্ত ঝক্কি ছাড়াই BSNL এ পোর্ট করা যায়। চাইলে নতুন 5G সিম কার্ডও অর্ডার করতে পারেন গ্রাহক। সেক্ষেত্রে বলি, বাড়িতে বসে অনলাইন মাধ্যমে BSNL 4G/5G সিম কার্ড পেতে হলে প্রথমে BSNL এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। এরপর সেখান থেকে e-KYC অপশনটিতে ক্লিক করে গোটা ফর্ম পূরণ করুন।

সেক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় তথ্য এবং নথিপত্র কাছে রাখবেন। এরপর প্রিপেড নাকি পোস্টপেইড সার্ভিস পেতে চান সেই অপশনটি বেছে নিন। পরবর্তী পৃষ্ঠায় পিন কোড, আবেদনকারীর নাম, একটি অল্টারনেটিভ বা বিকল্প মোবাইল নম্বর লিখে, গোটা প্রক্রিয়াটি যাচাই করার জন্য OTP অপশনে ক্লিক করে নিজের মোবাইল নম্বরে আসা OTP বা ওয়ান টাইম পাসওয়ার্ড লিখে সবকিছু যাচাই করে সাবমিট করে দিন। এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার বাড়িতে পৌঁছে যাবে BSNL এর 4G/5G সিম কার্ড।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group