ব্যাঙ্কে জিরো ব্যালেন্স থাকলেও করা যাবে UPI পেমেন্ট, জানুন প্রসেস

Published:

UPI Payment
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান ডিজিটাল যুগে ইউপিআই লেনদেনের (UPI Payment) জনপ্রিয়তা দিনের পর দিন বাড়ছে। ছোট ব্যবসায়ী থেকে শুরু করে দোকানদার বা সাধারণ মানুষ, এখন প্রত্যেকেই ব্যবহার করে ইউপিআই। Phonepe থেকে শুরু করে Paytm, Google Pay এর মতো অ্যাপগুলি এখন বিপুল জনপ্রিয়তা লাভ করেছে।

তবে অনেক সময় পর্যাপ্ত পরিমাণে ব্যাঙ্ক ব্যালেন্স থাকে না। আর তখনই মানুষ পড়ে বিপাকে। তবে চিন্তার কোনও কারণ নেই। কারণ ব্যাঙ্কে যদি কোনও ব্যালেন্স না থাকে অর্থাৎ শূন্য ব্যালেন্স থাকলেও আপনি ইউপিআই পেমেন্ট করতে পারবেন। ভাবছেন কীভাবে? সেটাই জানাবো আজকের এই প্রতিবেদনে।

শূন্য ব্যালেন্স থাকলেও কীভাবে করবেন পেমেন্ট?

যদি আপনার ব্যাঙ্কে কোনও টাকা না থাকে, তাহলেও আপনি অন্যদের কাছে ইউপিআই-এর মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। এর জন্য আপনাকে BHIM ইউপিআই অ্যাপ ব্যবহার করতে হবে। তবে এই অ্যাপে আপনাকে ইউপিআই সার্কেল ফিচার চালু করতে হবে। আর এই ফিচারের মাধ্যমেই আপনি অ্যাকাউন্টে ব্যালেন্স না রেখে টাকা পাঠাতে পারবেন। তবে কীভাবে চালু করবেন, জানতে হলে সম্পূর্ণ লেখাটি পড়ুন।

কী এই ইউপিআই সার্কেল?

ইউপিআই সার্কেল মূলত একটি অংশীদার হিসেবে কাজ করে। এই ফিচার আপনার অ্যাকাউন্ট থেকে পরিবারের সদস্য কিংবা বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনদের অর্থ প্রদানের অনুমতি দেয়। আর এই ফিচার ব্যবহার করে আপনি একজন ব্যক্তিকে কত টাকা দিতে পারবেন, তার সীমাও নির্ধারণ করতে পারবেন। এমনকি আপনি প্রতিটি ইউপিআই লেনদেনের সময় অনুমতিও দিতে পারবেন। ফলে আপনার আত্মীয়-স্বজন বা বন্ধুবান্ধবরা তাদের ইউপিআই ব্যবহার করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। এমনকি আপনি নিজেও এই কাজ করতে পারবেন।

কীভাবে চালু করবেন ইউপিআই সার্কেল?

ইউপিআই সার্কেল চালু করার জন্য আপনাকে কিছু ধাপ অবলম্বন করতে হবে।

  • প্রথমে গুগল প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে BHIM ইউপিআই অ্যাপটিকে ডাউনলোড করতে হবে।
  • এরপর আপনার ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত নম্বরটিকে দিয়ে লগইন করতে হবে।
  • এরপর সেখানে আপনি ইউপিআই সার্কেল অপশন দেখতে পারবেন। সেটাতে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার কন্টাক্টের নম্বরগুলো দেখতে পাবেন।
  • যে ব্যক্তিকে যোগ করতে চান, তার ফোন নম্বর, ইউপিআই আইডি অথবা কিউআর কোড স্ক্যান করে যোগ করতে পারবেন।
  • এরপর টাকা প্রদানের সীমা নির্ধারণ করতে হবে।
  • এমনকি আপনি প্রতিটি লেনদেনের জন্য আপনার অনুমোদন দেওয়ার বিকল্প বেছে নিতে পারবেন।
  • এরপর আপনার ইউপিআই পিন দিয়ে সাবমিট করতে হবে।

ব্যাস, এটুকু করলেই আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনরা আপনার ইউপিআই সার্কেলে যুক্ত হয়ে যাবে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে যে কোনও জায়গা থেকে টাকা ট্রান্সফার করতে পারবে। এমনকি আপনিও এই কাজ করতে পারবেন।

রয়েছে আরও বিকল্প

তবে আপনি যদি BHIM ইউপিআই অ্যাপ ব্যবহার না করেন, তাহলেও রয়েছে অন্যান্য বিকল্প। আপনি UPI Lite ব্যবহার করে খুব সহজেই পেমেন্ট করতে পারবেন, যদি আপনার ব্যাঙ্কে কোনও ব্যালেন্স না থাকে। সম্প্রতি এনপিসিআই UPI Lite নামের একটি অন ডিভাইস ওয়ালেট চালু করেছে। এতে আপনি 5000 টাকা পর্যন্ত রেখে দিতে পারবেন আর 1000 টাকা পর্যন্ত পেমেন্টও করতে পারবেন, যার জন্য কোনও ইউপিআই পিন লাগে না।

আরও পড়ুনঃ ‘এবার ভোট খুব টাফ হবে!’ ২৬ এর নির্বাচনের আগে আশঙ্কার বাণী অনুব্রতর কণ্ঠে

এমনকি এটি ব্যবহার করার জন্য আপনি যে কোনও ইউআই অ্যাপ যেমন Phonepe, Paytm, Google Pay ব্যবহার করতে পারেন। আর আপনার UPI Lite-এ 5000 টাকা পর্যন্ত রেখে দিতে পারবেন, যার জন্য কোনওরকম কেওয়াইসি বা ইউপিআই পিনের দরকার পড়ে না। এমনকি এর মাধ্যমে আপনি একবারে সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন। ফলত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যালেন্সের দরকার পড়বে না।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join