আর এই নম্বরগুলিতে করা যাবে না UPI পেমেন্ট! বড় ঘোষণা কেন্দ্রের

Published on:

UPI Transaction Rules

প্রীতি পোদ্দার, কলকাতা: চায়ের দোকান থেকে শপিং মল, অনলাইন লেনদেনই এখন সাধারণ মানুষের কাছে ভরসার জায়গা হয়ে উঠেছে। তাইতো প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ মানুষ UPI-র মাধ্যমে ছোট-বড় পেমেন্ট করে চলেছেন। কিন্তু এই ডিজিটাল লেনদেন যতটা সুবিধাজনক ঠিক ততটাই ভীষণ ক্ষতিকারক। কারণ সাইবার প্রতারকরা গ্রাহকদের প্রতারিত করতে এই ডিজিটাল লেনদেন প্রক্রিয়াকে টার্গেট করে। এবার সেই প্রতারণা রুখতে কেন্দ্রীয় সরকার ব্লক করতে চলেছে একাধিক নম্বর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ কেন্দ্রের

সম্প্রতি অনলাইন পেমেন্টের ক্ষেত্রে প্রতারণা রুখতে একাধিক নিয়ম (UPI Transaction Rules) জারি করেছে। কিন্তু প্রতারণার পথ বন্ধ করা যায়নি। তাই সেক্ষেত্রে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক, দেশে নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত করার জন্য একটি ফিনান্সিয়াল ফ্রড রিস্ক ইন্ডিকেটর প্রযুক্তি চালু করেছে। আশা করা যাচ্ছে এই নতুন FIR সিস্টেম ভিত্তিক ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মটি আন-অথারাইজড বা অস্বীকৃত লেনদেন রুখতে এবং প্রতারণা রুখতেই বড় ভূমিকা পালন করতে চলেছে।

এইমুহুর্তে যে সমস্ত জনপ্রিয় অনলাইন ট্রানজাকশন রয়েছে তার মধ্যে অন্যতম হল PhonePe, Paytm, GooglePay। প্রায় ৯০ শতাংশ পেমেন্ট করা হয়। সেক্ষেত্রে গ্রাহকরা টাকা লেনদেন করার সময় নানাভাবে প্রতারিত হচ্ছে। তার জন্যই এবার কেন্দ্রীয় সরকার বড় পদক্ষেপ গ্রহণ করল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ব্লক করা হবে নম্বরগুলো!

কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক এই নয়া প্রযুক্তি সম্পর্কে বিশ্লেষণ করে জানিয়েছে যে এই FIR সিস্টেম মূলত সেই সমস্ত মোবাইল নম্বরগুলিকে চিহ্নিত করবে যেগুলি কোনও সাইবার অপরাধের সঙ্গে যুক্ত কিংবা নিয়ন্ত্রক সংস্থার নিয়ম ভঙ্গ করেছে। তারপর এই চিহ্নিত সমস্ত নম্বরগুলিকে ঝুঁকির ভিত্তিতে বিভক্ত করা হবে। ন্যাশনাল সাইবারক্রাইম রিপোর্টিং পোর্টালের তথ্য অনুসারে মধ্যম, উচ্চ এবং তীব্র উচ্চ বিভাজন করা হবে। সমস্ত স্টেকহোল্ডারদের এই বিভাজন তালিকা পাঠানো হবে রিয়েল-টাইম ভিত্তিতে।

গ্রাহকদের পাঠানো হবে সতর্কবার্তা

এর ফলে যদি কোনও ব্যক্তি অনলাইন কোনও তীব্র উচ্চ-ঝুঁকিপূর্ণ মোবাইল নম্বরে UPI পেমেন্ট করতে যান, তাহলে সেই ইউপিআই অ্যাপ নিজের থেকেই সমস্ত লেনদেন বন্ধ করে দেবে। এবং সঙ্গে সঙ্গে গ্রাহককে একটি সতর্কবার্তা দেওয়া হবে। শুধু তাই নয় ওই নম্বরটি ব্লক করে দেওয়া হবে গ্রাহকের ওই অ্যাপ থেকে। অন্যদিকে মধ্যম মানের ঝুঁকিযুক্ত নম্বরে UPI তে টাকা পাঠাতে গেলে গ্রাহকদের একটি সতর্কবার্তা দেখানো হবে, এবং এই লেনদেন সম্পন্ন করার জন্য সতর্ক করা হবে। অর্থাৎ এই নয়া প্রযুক্তি সাইবার প্রতারণার হাত থেকে গ্রাহকদের অনেকটাই রক্ষা করতে পারবে।

আরও পড়ুন: ১ জুন থেকে দিঘায় নতুন নিয়ম, ঘুরতে যাওয়ার আগে জানা আবশ্যিক

কেন্দ্রের এই নয়া প্রযুক্তির ফলে যদি আপনার নম্বরটি বিনা কারণেই অনলাইন লেনদেন করার সময় ব্লক হয়ে যায় তাহলে অ্যাপ থেকে লগ আউট করে আবার ওই একই অ্যাপে লগইন করুন। এর পরে, KYC এবং ব্যাঙ্কের বিবরণ আপডেট করুন। এরপরেও যদি সমস্যাটি এখনও থেকে যায়, তাহলে ব্যাঙ্কের নোডাল অফিসার বা NPCI-এর কাছে অভিযোগ করুন।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group