Indiahood-nabobarsho

৬ লাখের গাড়িতে ৭৭০০০ ছাড়, এই SUV গাড়িতে বাম্পার অফার দিচ্ছে Maruti Suzuki

Published on:

maruti ignis offer

পার্থ সারথি মান্না, কলকাতাঃ নতুন বছরে নতুন গাড়ি কেনার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রইল সুখবর। ২০২৫ সালের পয়লা মাসে প্রায় লাখ টাকার কাছাকাছি ছাড় মিলতে চলছে মারুতি কোম্পানির গাড়িতে (Maruti Suzuki)। কোন মডেলে ঠিক কি টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে? আর কিভাবে অফারের সুযোগ নেবেন? সবটা জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

Maruti IGNIS গাড়িতে ৭৭,০০০ টাকার ছাড়

সম্প্রতি গাড়ির ওয়েবসাইট রাশলেনের তরফ থেকে জানানো হয়েছে যে মারুতি ইগনিস গাড়িটির উপর ৭৭,০০০ টাকা পর্যন্ত ছাড় ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে ক্যাশ ডিসকাউন্ট থেকে শুরু করে এক্সচেঞ্জ অফারের মত সুবিধা পাওয়া যাবে। তবে এক্সচেঞ্জ রেটের সম্পর্কে সঠিক ধারণা পেতে হলে আপনাকে নিকটবর্তী ডিলারশিপ হাজির হতে হবে।

মারুতি ইগনিস গাড়ির ফিচার্স | Maruti Ignis Features |

কম্প্যাক্ট SUV সেগমেন্টে মারুতি ইগনিস গ্রাহকদের বিশেষ নজর কাড়তে সক্ষম হয়েছে এর দুর্দান্ত ডিজাইনের জন্য। সামনের বড় বক্স টাইপ ডিজাইন ও উঁচু বাম্পারের সাথে বড় হেডলাইট ও ডিআরএল লুকস আরও আকর্ষণীয় করে তোলে। এছাড়া গাড়ির ভিতরে ৭ ইঞ্চির টাচ ইনস্ট্রুমেন্ট প্যানেল রয়েছে। একইসাথে অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল থাকছে। এছাড়া সেফটির জন্য গাড়ির সামনের দিকে দুটি এয়ারব্যাগ থাকছে, পার্কিং সেন্সর ও থাকছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

গাড়িটিতে ১.২ লিটারের একটি পাওয়ারফুল পেট্রল ইঞ্জিন থাকছে। যেটা ৮৩ বিএইচপি পাওয়ার ও ১১৩ এনএম টর্ক তৈরী করতে সক্ষম। তবে এটা একমাত্র অপশন নয়। গাড়িটি অটোমেটিক, ম্যানুয়েল ট্রান্সমিশন থেকে শুরু করে মোট চারটি আলাদা আলাদা ভেরিয়েন্টে পাওয়া যাবে। এর মধ্যে নিজের পছন্দমত যে কোনো একই বেছে নিতে পারবেন।

মারুতি ইগনিসের দাম

মারুতি ইগনিসের বেস মডেলটি ৫ লক্ষ ৮৪ হাজার থেকে শুরু। সর্বোচ্চ মডেলটি ৮ লক্ষ টাকা পর্যন্ত যেতে পারে। তবে বর্তমানে যে অফার চলছে তার দরুন অনেকটাই কমে পেয়ে যেতে পারবেন গাড়িটিকে। তাই দেরি না করে শীঘ্রই নিকটবর্তী মারুতি ডিলারশিপ যোগাযোগ করে নতুন বছরে Maruti Ignis ঘরে আনতেই পারেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group