সস্তার প্ল্যানে মিলবে না আসল সুবিধাই! কোটি কোটি গ্রাহকদের বড় ঝটকা দিল Jio

Published on:

jio voice only recharge plans can not be recharged with data add ons

পার্থ সারথি মান্না, কলকাতাঃ গতবছর মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি পাওয়ার পর বেশ ক্ষুদ্ধ হয়েছিলেন গ্রাহকেরা। তবে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এর তরফ থেকে নয়া নিয়ম জারি করা হয়। যার জেরে ডেটা ছাড়া শুধুমাত্র কলিংয়ের জন্য রিচার্জ প্ল্যান বের করা হয়েছে। তবে এখানেও রয়েছে টুইস্ট, তাই শুধুমাতে কলিং রিচার্জ করে ফেঁসে যাওয়ার আগে শর্তগুলি সম্পর্কে জেনে নেওয়াটা প্রয়োজন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ডেটা ছাড়া কলিংয়ের রিচার্জ প্ল্যান লঞ্চ করল Jio

জিও এর তরফ থেকে ইতিমধ্যেই দুটি প্ল্যান লঞ্চ করা হয়েছে। যেখানে আনলিমিটেড কলিং থাকলেও কোনো ডেটা পাওয়া যাবে না। যার ফলে বর্তমান রিচার্জের তুলনায় খরচ বেশ কিছুটা কমবে। ৪৪৮ টাকার রিচার্জ করলে ৮৪ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে সাথে বিনামূল্যে কথা বলতে পারা যাবে আর ১০০০টি এসএমএস পাওয়া যাবে। এছাড়া ১৭৪৮ টাকার প্ল্যানে একই সুবিধা মিলবে, তবে ৩৩৬ দিনের বৈধতা ও ৩৬০০ ফ্রি এসএমএস পাওয়া যাবে।

নতুন প্ল্যানে থাকছে শর্ত

নতুন রিচার্জ প্ল্যান সামনে আসার পর অনেকেই হয়তো ভাবছেন আপাতত ভয়েস রিচার্জ করে নিলেই হবে। পরবর্তীকালে প্রয়োজন হলে আলাদা কে ডেটা প্যাক রিচার্জ করে নেওয়া যাবে। কিন্তু তেমনটা হবে না। ভাবছেন কেন? কারণ নতুন ভয়েস অনলি প্ল্যান দিয়ে রিচার্জ করলে সেই নাম্বারে আলাদা করে কোনো ডেটা প্ল্যানও রিচার্জ করা যাবে না। কোম্পানির এই সিদ্ধান্ত রীতিমত চমকে দিয়েছে গ্রাহকদের।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ইতিমধ্যেই জিও এর তরফ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে, যদি ৪৪৮ টাকার রিচার্জ কোনো নাম্বারে করা হয় বা চালু থাকে তাহলে ৬৯ টাকা বা ১৩৯ টাকার কোনো ডেটা অ্যাড-অন প্যাক রিচার্জ করা যাবে না। যার ফলে যে সমস্ত গ্রাহকেরা আপাতত ৪৪৮ টাকার রিচার্জ করিয়ে ফেলেছেন তারা আগামী ৮৪ দিন চাইলেও ডেটা রিচার্জ করতে পারবেন না।

আরও পড়ুনঃ ১ লাখ ৬০ হাজার! অষ্টম পে কমিশনে যেই অনুপাতে বেতন পাবেন সরকারি কর্মীরা

আসলে গতমাসেই TRAI এর তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। যার ফলে শুধুমাত্র Jio নয় বরং Airtel, VI থেকে BSNL এর মত সমস্ত কোম্পানিগুলিই ভয়েস অনলি প্ল্যান বের করেছে। এছাড়া রিচার্জ না করলেই মোবাইল নাম্বারে ইনকামিং কল ও OTP বন্ধ করে দেওয়া হচ্ছিল। সেই ক্ষেত্রেও বেশ কিছু বদল করা হয়েছে। রিচার্জ না করলেও নির্দিষ্ট একটা সময় পর্যন্ত নাম্বার যেমন চালু রাখতে হবে, তেমনি ২০ টাকা দিয়েই ১  মাসের ভ্যালিডিটি পাওয়া যাবে বলেও জানানো হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group