সস্তার ও জনপ্রিয় রিচার্জ প্ল্যান বন্ধ করল Vi

Published:

Vi Recharge Plan
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: Vi গ্রাহকদের জন্য এবার বিরাট দুঃসংবাদ। কারণ দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া এবার হঠাৎ করে 249 টাকার রিচার্জ প্ল্যান (Vi Recharge Plan) বন্ধ করে দিল। আর এই সিদ্ধান্তে বহু গ্রাহক বিপাকে পড়তে পারে। কারণ এই প্ল্যানটি ছিল সংস্থার সবথেকে সস্তা ও জনপ্রিয় প্ল্যান।

কী পাওয়া যেত 249 টাকার প্ল্যানে?

এই প্ল্যানে গ্রাহকরা পেত প্রতিদিন 1GB করে ডেটা, 100টি করে এসএমএস এবং আনলিমিটেড আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা। পাশাপাশি এই প্ল্যানের বৈধতা ছিল 28 দিন। অর্থাৎ এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য সবথেকে উপযুক্ত সাশ্রয়ী প্ল্যানগুলোর মধ্যে একটি ছিল। তবে এখন Vi-এর ওয়েবসাইট থেকে এই প্ল্যান সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া হয়েছে।

কেন বন্ধ করা হয়েছে জনপ্রিয় প্ল্যান?

টেলিকম টকের একটি রিপোর্ট অনুযায়ী, Vi এই প্ল্যানটি বন্ধ করেছে মূলত গ্রাহকদের আরও বেশি দামের প্ল্যানের প্রতি আকৃষ্ট করে তুলতে। সংস্থাটি এখন সেই সমস্ত প্ল্যানের উপর জোর দিচ্ছে, যেগুলি 1.5GB করে ডেটা বা তার বেশি ডেটা দিচ্ছে। অর্থাৎ, তারা চাইছে এখন গ্রাহকরা বড় প্ল্যান বেছে নিক, যা একটু দামি। ফলে সংস্থার আয়ও বাড়বে। এদিকে জিও এবং এয়ারটেল ইতিমধ্যে তাদের 1GB দৈনিক ডেটা যুক্ত সস্তার প্ল্যানগুলো বন্ধ করে দিয়েছে। তাই Vi এখন সেই একই পথে হাঁটল।

রয়েছে বিকল্প প্ল্যান

তবে Vi এখন 239 টাকার একটি প্ল্যান অফার করছে, যেটি এই 249 টাকার প্ল্যানের বিকল্প হতে পারে। এই প্ল্যানে মিলবে 28 দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড ভয়েস কলিং। 300টি SMS এর সুবিধা এবং সঙ্গে Disney+ Hotstar Mobile এর সাবস্ক্রিপশন। তবে এই প্ল্যানে প্রতিদিনের ডেটা নিয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। সাধারণ ব্যবহারকারীদের জন্য এটিও হতে পারে কার্যকর বিকল্প।

আরও পড়ুনঃ লক্ষ্মীপুজোর দিন প্রিয়জনকে এভাবে জানান শুভেচ্ছা, রইল ৩০টি মন ছুঁয়ে যাওয়া বার্তা

প্রতিযোগিতায় রয়েছে অন্যান্য সংস্থাও

উল্লেখ্য, জিও এখনও তাদের কম দামের প্ল্যান বাজারে রেখেছে। তার মধ্যে একটি হল ২০৯ টাকার প্ল্যান, যেটিতে গ্রাহকরা পাচ্ছে 22 দিনের ভ্যালিডিটি, প্রতিদিন 1GB করে ডেটা, 100টি SMS এবং আনলিমিটেড কলিং-এর সুবিধা। পাশাপাশি রয়েছে 149 টাকার প্ল্যান, যাতে গ্রাহকরা মোট ২ জিবি ডেটা সহ আনলিমিটেড কলিং-এর সুবিধা পাচ্ছে 28 দিন। পাশাপাশি 799 টাকার প্ল্যান রয়েছে, যেটি 84 দিনের ভ্যালিডিটি সহ প্রতিদিন 1.5GB দিচ্ছে।

আরওVodafone Idea
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join