অতিরিক্ত ডেটা, বেশি দিনের ভ্যালিডিটি! কম দামেই নতুন অফার VI-র

Published on:

Vi Offer

সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন দেশের টেলিকম সংস্থাগুলি একের পর এক নতুন নতুন প্ল্যান নিয়ে এসে চমক দিচ্ছে। আর সেখানেই বাজিমাত করলো Vi। 5G পরিষেবা একটু দেরি করে শুরু হলেও গ্রাহকদের মন জয় করতে Vi নিয়ে এসেছে এক আকর্ষণীয় পদক্ষেপ (Vi Offer)। একদিকে জিও এবং এয়ারটেল যেখানে প্ল্যানের দাম বাড়াচ্ছে, সেখানে Vi যাচ্ছে উল্টো পথে, তাও সস্তার প্ল্যানের মাধ্যমে। 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কী এই Vi-র নতুন ধামাকা?

সম্প্রতি Vi তাদের জনপ্রিয় 199 টাকা এবং 179 টাকার রিচার্জ প্ল্যানে বিরাট পরিবর্তন এনেছে। হ্যাঁ, এবার এই দুটি প্ল্যানে মিলছে অতিরিক্ত ডেটা বেশি দিনের ভ্যালিডিটি, তাও কোনোরকম অতিরিক্ত খরচ ছাড়াই। তাদের এই পদক্ষেপে রীতিমতো ঘুম উড়েছে জিও এবং এয়ারটেলের মতো সংস্থার। 

199 টাকার প্ল্যানে কী কী বদল?

প্রসঙ্গত এই প্ল্যানগুলি মূলত তাদের জন্য, যারা বেশি পরিমাণে ডেটা ব্যবহার করে না, কিন্তু কলিং আর মেসেজের জন্য ব্যবহার করে। Vi-র 199 টাকার প্ল্যানে এখন ভ্যালিডিটি দেওয়া হচ্ছে 28 দিন। সাথে আনলিমিটেড কলিং-এর সুবিধা থাকছে, পাশাপাশি 300টি SMS-এর সুবিধা দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, এই প্ল্যানে আগে 2GB ডেটা ছিল, আর এখন বিশেষ অফারে তা 3GB করা হয়েছে। তবে  এটি কোনোরকম ডেইলি ডেটা প্ল্যান নয়। অর্থাৎ, প্রতিদিন ডেটা পাওয়া যাবে না। 3GB ডেটা 28 দিনের জন্য ব্যবহার করতে হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

179 টাকার প্ল্যানে কী চমক?

এই প্ল্যানটি মূলত কলিং ফাস্ট ইউজারদের জন্য। আগে যেখানে এই প্ল্যানে 24 দিনের ভ্যালিডিটি মিলত, এখন তা বাড়িয়ে 28 দিন করা হয়েছে। এই প্ল্যানে দেওয়া হচ্ছে আনলিমিটেড কলিং, 300টি SMS-এর সুবিধা এবং 1GB ডেটা। যারা শুধুমাত্র কল করার জন্য রিচার্জ করেন, তাদের জন্য এটি সত্যিই লাভজনক। আজকের দিনে দাঁড়িয়ে 179 টাকায় 28 দিন পরিষেবা সত্যিই সোনায় সোহাগা।

আরও পড়ুনঃ বাংলাদেশ বিমান দুর্ঘটনায় নিজের জীবন দিয়ে ২০ পড়ুয়াকে বাঁচান! চিনে নিন মেহেরীন চৌধুরীকে

তবে Vi জানিয়েছে, তাদের অফিসিয়াল অ্যাপের মাধ্যমে রিচার্জ করলে কিছু প্ল্যানে আরো এক্সক্লুসিভ ডিসকাউন্ট পাওয়া যাবে। তাই আগ্রহী Vi গ্রাহককে অবশ্যই তাদের অ্যাপ অথবা ওয়েবসাইটে গিয়ে রিচার্জ করুন। তাহলে বেশি সাশ্রয় হবে। কারণ, একদিকে যখন জিও ও এয়ারটেল ধীরে ধীরে তাদের অফার কমিয়ে দিচ্ছে ও প্ল্যানের দাম বাড়াচ্ছে, সেখানে Vi সম্পূর্ণ উল্টো রাস্তায় হাঁটছে। দেরিতে 5G পরিষেবা শুরু করলেও, তারা এমন সব প্ল্যান নিয়ে আসছে, যা রীতিমতো গ্রাহকদের টনক নাড়িয়ে দিচ্ছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group