প্রতিদিন ১২ ঘন্টা আনলিমিটেড ডেটা, Jio, Airtel-র ব্যবসা লাটে তুলবে Vi-র এই প্ল্যান!

Published on:

Vi recharge plan offers unlimited data for 12 hours every day

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের টেলিকম নেটওয়ার্ক দুনিয়ায় কার্যত একাই রাজত্ব করছে Jio! তবে দেশের বাজারে দাপট দেখালেও রিলায়েন্স সংস্থার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এখন Airtel। অন্যদিকে শত চেষ্টা করেও ভারতের দুই জায়ান্টের সাথে কিছুতেই পেরে উঠছে না ভোডাফোন আইডিয়া। তাই নেটওয়ার্ক সহ বিনিয়োগ সংক্রান্ত একাধিক সমস্যা সত্বেও রিচার্জ প্ল্যানে চমক দিচ্ছে Vi।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আসলে ভারতীয় ক্রেতাদের নিজেদের দিকে টানতে একাধিক আকর্ষণীয় রিচার্জ প্ল্যান রেখেছে ভোডাফোন আইডিয়া। অনেকেই হয়তো জানেন না, Vi তাদের রিচার্জ সেগমেন্টে স্বল্প মূল্যে এমন একটি রিচার্জ প্ল্যান রেখেছে যা একবার রিচার্জ করে নিলে প্রতিদিন 12 ঘন্টা করে আনলিমিটেড ডাটা পেয়ে যাবেন গ্রাহক। আজ জানব সেই প্ল্যানেরই খুঁটিনাটি।

Vi-এর আকর্ষণীয় রিচার্জ প্ল্যান

ভারতের অতি পরিচিত টেলিকম নেটওয়ার্ক সংস্থা ভোডাফোন আইডিয়া তাদের প্রিপেড রিচার্জ সেগমেন্টে 28 দিনের বৈধতা যুক্ত একটি দুর্দান্ত প্ল্যান রেখেছে। যেখানে, 28 দিনের মেয়াদে প্রতিদিন 2GB করে হাই স্পিড ডেটা, 100 SMS, আনলিমিটেড কলিং সহ একাধিক সুবিধা পাবেন গ্রাহক।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

তবে সবচেয়ে মজার বিষয়, ভোডাফোন আইডিয়ার এই রিচার্জ প্ল্যানটি একবার কিনে নিলে, প্রতিদিন 12 ঘন্টা করে আনলিমিটেড ডেটা পেয়ে যাবেন আপনি। হ্যাঁ, রাত 12 টা থেকে দুপুর 12টা পর্যন্ত আনলিমিটেড ডাটা পাবেন Vi গ্রাহকরা।

এবার আসা যাক দামের প্রসঙ্গে, Vi তাদের 28 দিনের বৈধতা যুক্ত এই আকর্ষণীয় রিচার্জ প্ল্যানটির দাম রেখেছে মাত্র 365 টাকা। এই অর্থের মধ্যেই, আপনি 28 দিনের জন্য আনলিমিটেড ডেটার পাশাপাশি SMS, আনলিমিটেড কলিং সহ সমস্ত সুবিধা পেয়ে যাবেন।

আনলিমিটেড ডেটা সহ রিচার্জ প্ল্যান রেখেছে Airtel-ও!

বলে রাখি, ভোডাফোন আইডিয়ার পাশাপাশি আনলিমিটেড ডেটা সহ আনলিমিটেড কলিং, SMS সুবিধা দিয়ে 28 দিনের বৈধতা যুক্ত রিচার্জ প্ল্যান রেখেছে Airtel-ও। যদিও Airtel তাদের এই রিচার্জ প্ল্যানের দাম ধার্য করেছে 379 টাকা। এই দামের মধ্যে আপনি 28 দিনের জন্য প্রতিদিন 2GB করে ডেটা, আনলিমিটেড কলিং, 100 SMS সহ 5G আনলিমিটেড ডেটা, স্প্যাম অ্যালার্ট ও ফ্রি হ্যালোটিউনের মতো সুবিধা পেয়ে যাচ্ছেন।

অবশ্যই পড়ুন: দুই স্ট্রাইকারকে নিয়ে মাথায় আকাশ ভাঙল ইস্টবেঙ্গলের!

উল্লেখ্য, ভোডাফোন আইডিয়া ও Airtel এর পাশাপাশি Jio তাদের প্রিপেড রিচার্জ সেগমেন্টেও 28 দিনের বৈধতা যুক্ত একটি আকর্ষণীয় রিচার্জ প্ল্যান রেখেছে। বলে রাখি, 399 টাকার ওই রিচার্জ প্লানে প্রতিদিন 2.5GB করে ডেটা, আনলিমিটেড কলিং, দৈনিক 100 SMS সহ 50GB ক্লাউড স্টোরেজের মতো একাধিক সুবিধার পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group