সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোনের দুনিয়ায় একের পর এক চমক দিচ্ছে Vivo। আর এবার দুর্দান্ত ফিচার্স নিয়ে আবারও বাজারে হাজির হয়েছে Vivo V60e। যারা অসাধারণ ফটোগ্রাফি আর দ্রুত চার্জিং ও শক্তিশালী পারফরম্যান্স চান, তাদের জন্য এই ফোনটি একেবারে সেরা বিকল্প। কারণ মাত্র 29,999 টাকা থেকে এই ফোনের দাম শুরু হচ্ছে, যাতে রয়েছে 200MP ক্যামেরা আর 90W ফাস্ট চার্জিং সহ বড় ধরনের ব্যাটারি।
200MP ক্যামেরা
বরাবরই ক্যামেরার দিকে একটু বেশি প্রাধান্য দেয় Vivo। আর নতুন Vivo V60e ফোনটিতেও রয়েছে 200MP একটি প্রাইমারি ক্যামেরা। সাথে 8MP আলট্রা-ওয়াইড লেন্স রয়েছে, যা 4K ভিডিও রেকর্ডিং করতে পারবে। এমনকি সেলফির জন্য দেওয়া রয়েছে 50MP একটি ফ্রন্ট ক্যামেরা, যা আলোর অভাবেও ঝাঁ-চকচকে ছবি তুলতে পারবে।
ব্যাটারি ও চার্জিং-এ চমক
Vivo V60e ফোনটিতে রয়েছে একটি 6500mAh বিশাল ব্যাটারি, যা দিনে একবার চার্জ দিলেই যথেষ্ট। আর যদি ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাও কোনও সমস্যা নেই। কারণ এই ফোনটিতে দেওয়া রয়েছে একটি 90 ওয়াটের ফাস্ট চার্জিং। ফলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনার ফোন ফুল চার্জ হয়ে যাবে।
ডিসপ্লে ও ডিজাইনে চমক
এই ফোনটিতে রয়েছে একটি 6.77 ইঞ্চির FHD+ Quad-Curved AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 2392×1080 এবং রিফ্রেশ রেট 120Hz। পাশাপাশি পিক ব্রাইটনেস 1900 nits পর্যন্ত। ফলে রোদ্দুরের মধ্যেও ঝকঝকে দেখা যাবে ফোনটি। আরে ডিসপ্লেতে দেওয়া রয়েছে Diamond Shield Glass Protection, যা স্ক্র্যাচ থেকে রক্ষা করবে। এদিকে ফোনটির ডিজাইনও রয়েছে প্রিমিয়াম এবং রঙের দিক থেকে দুটি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে। সেগুলি হল Noble Gold এবং Elite Purple।
পারফরম্যান্সে চমক
এই ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 7360 Turbo চিপসেট প্রসেসর, যা 4-ন্যানোমিটার প্রযুক্তি দিয়েই তৈরি। আর RAM এর দিক থেকে সর্বোচ্চ 12GB পর্যন্ত RAM এবং সর্বোচ্চ 256GB পর্যন্ত স্টোরেজ উপলব্ধ। এদিকে ফোনটি Android 15 ভিত্তিক Funtouch OS 15 সফটওয়্যারের উপরেই বেস করে চলবে। ফলে গেমিং-এর দিক থেকে সেরা পারফরম্যান্স দেবে।
তবে এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, ফোনটিতে IP68 এবং IP69 রেটিং দেওয়া হচ্ছে, যা জলের ছিটে বা ধুলো থেকে সম্পূর্ণ সুরক্ষা দেবে।
রয়েছে অন্যান্য ফিচার
জানিয়ে রাখি, এই ফোনটিতে পাওয়া যাবে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টেরিও স্পিকার, USB Type-C পোর্ট, ডুয়াল সিম সাপোর্টের মতো সব চমক দেওয়া ফিচার। মোদ্দা কথা, বাজেটের দিক থেকে যারা সেরা ফোন কিনতে চান, তাদের জন্য এই ফোনটি হতে চলেছে একেবারে সেরার সেরা বিকল্প।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদের সালারে ১৪ বছরের নাবালিকাকে গণধর্ষণ, গ্রেপ্তার ২
দাম কত এই মডেলের?
যেহেতু এই ফোনটি তিনটি ভ্যারিয়েন্টে বাজারে আসছে, তাই প্রতিটি ভ্যারিয়েন্টের এর দামও ভিন্ন ভিন্ন। যেমনটা জানা যাচ্ছে, 8GB + 128GB ভ্যারিয়েন্টের এর দাম মাত্র 29,999 টাকা, 8GB + 256GB ভ্যারিয়েন্টের দাম 31,999 টাকা এবং 12GB + 256GB ভ্যারিয়েন্টের দাম 33,999 টাকা। আর ফোনটি আগামী 10 অক্টোবর থেকেই বাজারে পাওয়া যাবে। Amazon, Flipkart এবং Vivo India এর অনলাইন স্টোর কিংবা অফলাইন আউটলেটের মাধ্যমে এই ফোনটি কিনতে পারবেন।