6000mAh ব্যাটারি, ভরে ভরে ফিচার্স! ১১ হাজারের কমে লঞ্চ হল Vivo Y19s

Published:

Vivo Y19s
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি একটু স্বল্প বাজেটের মধ্যে কোনও ভাল স্মার্টফোন খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ, সম্প্রতি চায়না ব্র্যান্ড Vivo মাত্র 11 হাজার টাকার নীচে লঞ্চ করেছে Vivo Y19s ফোন, যাতে পাওয়া যাচ্ছে 6000mAh ব্যাটারি থেকে শুরু করে উন্নত প্রসেসর এবং ফিচার। আজকের প্রতিবেদনে এই ফোন সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা হল।

Vivo Y19s এর দাম এবং ভেরিয়েন্ট

রিপোর্ট অনুযায়ী, Vivo Y19s ফোনটি বর্তমানে তিনটি ভেরিয়েন্টে বাজারে পাওয়া যাচ্ছে। আর প্রত্যেকটি ভেরিয়েন্টের দাম ভিন্ন ভিন্ন। সেগুলি হল-

  • 4GB RAM + 64GB স্টোরেজ: 10,999 টাকা
  • 4GB RAM + 128GB স্টোরেজ: 11,999 টাকা
  • 6GB RAM + 128GB স্টোরেজ: 13,499 টাকা

Vivo Y19s এর ফিচার

ডিসপ্লে- দেশ কোনটিতে রয়েছে একটি 6.74-ইঞ্চি LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 1600×720 এবং এর রিফ্রেশ রেট এর 90Hz। পাশাপাশি ব্রাইটনেস পাওয়া যাবে 700 nits পর্যন্ত।

প্রসেসর- এই ফোনটিতে দেওয়া হবে একটি MediaTek Dimensity 6300 প্রসেসর, যা গেমিং-এর জন্য একেবারে সেরার সেরা বিকল্প।

RAM ও স্টোরেজ- ফোনটিতে সর্বোচ্চ 6GB RAM এবং 64GB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করবে। তাই যারা বেশি স্টোরেজের ফোন খুঁজছেন, তাদের জন্য এটি মোটামুটি ভালো বিকল্প।

ব্যাটারি এবং চার্জিং- এই ফোনটি সবথেকে বেশি চমক দিচ্ছে ব্যাটারিতে। কারণ, এই ফোনটিতে পাওয়া যাবে একটি 6000mAh এর বিশাল ব্যাটারি, যার সঙ্গে 15W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।

ক্যামেরা- এই ফোনটিতে পাওয়া যাবে একটি 13MP প্রাইমারি ক্যামেরা, যার সঙ্গে 0.08MP ডেপথ সেন্সর থাকবে। পাশাপাশি সেলফির জন্য একটি 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হচ্ছে যা ভিডিও কলের জন্যও ভালো পারফরমেন্স দেবে

অন্যান্য ফিচার- এই ফোনটিতে পাওয়া যাবে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডিসপ্লের TUV লো ব্লু লাইট ড্যাশ সার্টিফিকেসান এবং 200% সুপার লাউড ভলিউম। সবথেকে বড় ব্যাপার, ফোনটিতে IP64 রেটিং দেওয়া হচ্ছে, যা জল ও তুলো থেকে সুরক্ষা দেব। এমনকি এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক FunTouchOS 15 অপারেটিং সিস্টেমের উপর বেস করেই চলবে।

আরও পড়ুনঃ কখনও ব্যবসায় যুক্ত হতে দেননি! টাটা ট্রাস্টের অশান্তির মধ্যে মুখ খুললেন রতন টাটার বোনেরা

তাই যদি আপনি বাজেটের মধ্যে ধামাকাদার কোনও স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে এটিই হতে পারে আপনার জন্য নিঃসন্দেহে সেরা বিকল্প। কারণ, এত কম দামে এত ফিচার সচরাচর দেখা যায় না।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join