প্রীতি পোদ্দার, কলকাতা: সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে ভোডাফোন আইডিয়ার (Vodafone Idea) বকেয়া মকুবের আবেদন খারিজ হওয়ার পর, কোম্পানির ভবিষ্যৎ নিয়ে একের পর এক প্রশ্ন উঠে এসেছে। গ্রাহক এবং কর্মীদের ভবিষ্যৎ নিয়েও দেখা গিয়েছে অনিশ্চয়তা। কিন্তু এদিকে, সরকারও ভোডাফোন আইডিয়ার পুরোপুরি দায়িত্ব নিতে একদমই আগ্রহী নয়। এমনকি Jio, Airtel এর মত বেসরকারি বিনিয়োগকারীদের কাছ থেকেও সহায়তা পাওয়ার সম্ভাবনা কম। তাই অনেকের ধারণা এবার হয়ত ব্যবসা গোটাতে চলেছে Vi।
বিপুল আর্থিক চাপ Vi এর ওপর!
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, Vi-তে মোট AGR বা অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ দাঁড়িয়েছে প্রায় ৮৩,৪০০ কোটি টাকা। এর মধ্যে প্রকৃত বকেয়ার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১২,৭৯৭ কোটি টাকা। সুদের পরিমাণও ২৮,২৯৪ কোটি টাকা। এদিকে জরিমানা বাবদ ধরা হয়েছে ৬,০১২ কোটি টাকা। তবে এতেও থামেনি। জরিমানার উপর সুদের প্রকোপ পড়েছে। কোম্পানিটিকে ১১,১৫১ কোটি টাকার জরিমানার সুদও দিতে হবে বলে জানা গিয়েছে। অর্থাৎ রীতিমত আর্থিক বোঝা বেড়েই চলেছে সংস্থার উপর।
দিনের পর দিন বেসরকারী টেলিকম সংস্থাগুলির গ্রাহক আকর্ষণের দৌড় প্রতিযোগিতা এতটাই বেড়ে গিয়েছে, যে একে অপরকে টক্কর দেওয়া খুব চাপের হয়ে যাচ্ছে। আর এই আবহে Vi এর গ্রাহকের সংখ্যা বেশ কমেছে। আসলে অন্যান্য টেলিকম সংস্থাগুলি যেমন জিও, এয়ারটেল বা টাটা একের পর এক চমকপ্রদক প্ল্যান নিয়ে আসছে তাতেই Vi এর প্রতি আগ্রহ কমছে গ্রাহকদের। অর্থাৎ খুবই খারাপ সময় যাচ্ছে এই টেলিকম সংস্থার।
BSNL-এর সাথে যুক্ত হবে Vi?
এদিকে Vi কে বাঁচাতে ইতিমধ্যেই সরকার ৪৯ শতাংশ অংশীদারিত্ব নিয়েছে। আর তাতেই সকলের প্রশ্ন তবে কি এই টেলিকম সংস্থা সম্পূর্ণরূপে সরকারি হয়ে যাচ্ছে? আসলে সরকার যেহেতু আগেই অংশীদারিত্ব নিয়ে নিয়েছে, সেক্ষেত্রে বাকি অংশীদারিত্ব কিনে নিলেই এটি সম্পূর্ণ সরকারি কোম্পানিতে পরিণত হবে। যদি এই সম্ভাবনা বাস্তবে পরিণত হয় তাহলে Vi-কে BSNL-এর সাথে সংযুক্ত করা হবে। এর ফলে, বিএসএনএলের নেটওয়ার্ক এবং গ্রাহক উভয়ই বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন: বদলে গেল নিয়ম, উচ্চ মাধ্যমিকে যুক্ত হচ্ছে একগাদা বিষয়! বড় পদক্ষেপ শিক্ষা সংসদের
অন্যদিকে BSNL যদি Vi এর সঙ্গে যুক্ত হয় তাহলে ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি হয়ে উঠতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা। কিন্তু সেক্ষেত্রে কেবল দুটি বড় বেসরকারি টেলিকম কোম্পানি Jio এবং Airtel অবশিষ্ট থাকবে। তবে দেখার পালা সরকার এই প্রস্তাব মেনে নেয় কিনা। অর্থাৎ সরকার এই বেসরকারি সংস্থার সঙ্গে হাত মেলায় কিনা। তাই সেক্ষেত্রে বিশেষজ্ঞরা Vi গ্রাহকদের পরামর্শ দিচ্ছে এখনই তাঁরা যেন টেলিকম সংস্থা পরিবর্তন না করে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |