কামাল দেখাল Maruti! Tata Punch কে টপকে গেল Wagon R

Published on:

Maruti Suzuki Wagon R

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের বাজারে সাশ্রয়ী মূল্যের গাড়ির চাহিদা বরাবরই আকাশছোঁয়া। আর এদিক থেকে Maruti Suzuki Wagon R এবং Tata Punch দুটোই সাধারণ মানুষের কাছে জনপ্রিয়। তবে সুরক্ষার দিক থেকে Maruti Suzuki Wagon R নাকি Tata Punch-কে ছাড়িয়ে গিয়েছে। হ্যাঁ ঠিকই পড়েছেন। কিন্তু কেন? চলুন আজকের প্রতিবেদনে জানিয়ে দিচ্ছি।

Maruti Suzuki Wagon R-র নয়া আপডেট

সম্প্রতি Maruti Suzuki তাদের গাড়িগুলির সুরক্ষা ফিচারে বিশেষ জোর দিয়েছে। আর সেই দিক থেকে সেরা গাড়ি Wagon R, যাতে এখন আরও উন্নত ফিচার যুক্ত করা হয়েছে। বিশেষ করে Wagon R-এ এবার স্ট্যান্ডার্ড সুরক্ষা ফিচার হিসেবে 6টি এয়ারব্যাগ দেওয়া হয়েছে, যা Tata Punch-র তুলনায় অতিরিক্ত সুরক্ষা প্রদান করে।

Tata Punch-র সুরক্ষা ফিচার

এদিকে আমরা যদি Tata Punch নিয়ে আলোচনা করি, তাহলে দেখতে পাবো, এই গাড়িটি টাটা মোটরসের একটি জনপ্রিয় এন্ট্রি লেভেল SUV। আর এতে স্ট্যান্ডার্ড সুরক্ষা ফিচার হিসাবে দুটি এয়ারব্যাগ দেওয়া রয়েছে, যদিও Wagon R-র চেয়ে কম, তবে এই গাড়ির এমন কিছু উন্নত ফিচার রয়েছে যা সবাইকে তাক লাগিয়ে দেবে।

Wagon R-র স্ট্যান্ডার্ড সুরক্ষা ফিচার

Wagon R-এ এখন যে সমস্ত ফিচার দেওয়া হচ্ছে, তা শুনলে চোখ কপালে উঠবে। হ্যাঁ, এই গাড়িতে থাকছে ABS, EBD ব্রেকিং সিস্টেম, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম, সিট বেল্ট প্রি-টেনশনর, সিট বেল্ট রিমাইন্ডার, স্পিড অ্যালার্ট সিস্টেম, রিয়ার পার্কিং সেন্সর ও সেন্ট্রাল লকিং এর মতো সব সুরক্ষা ফিচার, যা গাড়িটিকে অন্যান্য গাড়ির তুলনায় একধাপ এগিয়ে রেখেছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

Tata Punch-র স্ট্যান্ডার্ড সুরক্ষা ফিচার

Wagon R তো হলো, এবার আসি Tata Punch-র কথায়। এই গাড়িতে এমন কিছু সুরক্ষা ফিচার দেওয়া হয়েছে, যা অন্যান্য যেকোন গাড়িকে হার মানাবে। হ্যাঁ, সেগুলি হল- কন্ট্রোল স্টেবিলিটি কন্ট্রোল, ইমোবিলাইজার, ISOFIX চাইল্ড আঙ্কোরেজ, স্পিড অ্যালার্ট সিস্টেম, পারিমেট্রিক অ্যালার্ম সিস্টেম, রিয়ার পার্কিং সেন্সর, সিট বেল্ট রিমাইন্ডার, অটো ডোর লকের মতো সব চোক ধাঁধানো ফিচার।

মূল্যের তুলনা

দেখুন, Maruti Suzuki Wagon R গাড়িটির দাম শুরু হচ্ছে মাত্র 5.78 লক্ষ টাকা থেকে। আর এর টপ ভেরিয়েন্টের দাম 7.49 লক্ষ টাকা। এদিকে Tata Punch-র এক্স-শোরুম প্রাইস 6 লক্ষ টাকা এবং এর টপ ভেরিয়েন্টের এর দাম 10.32 লক্ষ টাকা। তাই সাশ্রয়ের দিক থেকে Wagon R এগিয়ে থাকবে।

আরও পড়ুনঃ হাওড়া থেকে মেট্রো করে সল্টলেক যেতে কত টাকা খরচ? দেখে নিন সম্ভাব্য ভাড়ার তালিকা

এমনকি Wagon R এখন উন্নত সুরক্ষা ফিচারের জন্য এখন Tata Punch-কে টপকে গিয়েছে। তাই এটিই এখন ক্রেতাদের কাছে সঠিক বিকল্প হয়ে উঠেছে। এই গাড়ির ছয়টি এয়ারব্যাগের মতো উন্নত ফিচারের দিকে তাকিয়ে এখন যে কেউ পা বাড়াবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥