সৌভিক মুখার্জী, কলকাতা: WhatsApp ব্যবহারকারীদের জন্য এবার বিরাট সুখবর। এবার জনপ্রিয় মেসেজিং অ্যাপটি নতুন একটি ফিচার যুক্ত করেছে, যার মাধ্যমে আপনি এক ক্লিকেই ফোনের স্টোরেজ ম্যানেজ করতে পারবেন। হ্যাঁ, এই নতুন আপডেটটি আপনার ফোনে থাকা বড় বড় মিডিয়া ফাইল খুঁজে বার করতে সাহায্য করবে। এমনকি মুছে ফেলার সুযোগও তৈরি করে দেবে, তাও সরাসরি চ্যাটের ভিতর থেকেই। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপডেট সম্পর্কে।
স্টোরেজ ম্যানেজমেন্ট এবার আরও সহজে
সম্প্রতি WABetaInfo এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে, হোয়াটসঅ্যাপের এই ফিচারটি প্রথমে অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে দেখা গিয়েছিল। তবে এবার তা iOS ব্যবহারকারীদের জন্যও চালু হয়েছে। আর এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন যে কোনও চ্যাটে গিয়ে সরাসরি সেই চ্যাটের চ্যাট ইনফো থেকে স্টোরেজ ম্যানেজ করতে পারবে।
📝 WhatsApp beta for iOS 25.31.10.70: what’s new?
WhatsApp is rolling out a feature that lets users manage storage from the chat info screen, and it’s available to some beta testers!https://t.co/eKi3119O9c pic.twitter.com/fetvlnIGdd
— WABetaInfo (@WABetaInfo) October 24, 2025
তবে আগেই কাজ করার জন্য আলাদা করে সেটিংসে যেতে হতো। তারপর Storage and Data এবং Manage Storage-এ যেতে হতো। তবে এখন আর সেই ঝক্কি পোহানোর ঝামেলা নেই। নতুন শর্টকাটের মাধ্যমে আপনি আপনার চ্যাটের থেকেই জানতে পারবেন যে কোন ফাইল কতটা জায়গা দখল করে রেখেছে এবং তা সহজেই মুছে ফেলতে পারবেন।
মিডিয়া ফাইল রিভিউ করাও যাবে দ্রুত
হোয়াটসঅ্যাপ এবার চ্যাটের ভিতর থেকেই বড় বড় মিডিয়া ফাইল দেখা এবং মুছে ফেলার সুযোগ তৈরি করে দিচ্ছে। নতুন আপডেট অনুযায়ী, এবার ব্যবহারকারীরা যে কোনও চ্যাটে শেয়ার করা ছবি, ভিডিও বা ডকুমেন্ট গ্রিড আকারে দেখতে পাবে। এমনকি ফাইলগুলির আকার অনুযায়ী সাজানো থাকবে। এছাড়াও Newest, Oldest ও Largest নামের শর্টেড ফিল্টার অপশন থাকবে। ফলত আপনি খুব সহজেই বুঝে নিতে পারবেন যে কোন ফাইল সবথেকে বেশি স্টোরেজ দখল করে রেখেছে। আর এই ফিচারটি বিশেষ করে তাদের জন্যই কার্যকর, যারা ফোনে বাড়তি মিডিয়া ফাইল জমা রাখতে চায় না।
আরও পড়ুনঃ কুলটিতে গৃহবধূকে ধর্ষণ প্রতিবেশীর! গণধোলাই দিয়ে ধর্ষককে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসী
উল্লেখ্য, নতুন আপডেটটি বর্তমানে iOS ও Android এর বিটা টেস্টিং পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই স্টেবল ভার্সনে ব্যবহারকারীদের মধ্যে পৌঁছে দেওয়া হবে। বিশেষজ্ঞরা মনে করছে, এই ফিচার শুধুমাত্র স্টোরেজ বাঁচাতে সাহায্য করবে না, বরং ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতাও আরও একধাপ এগিয়ে রাখবে।












