বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভোডাফোন আইডিয়ার বেহাল দশার মাঝে ভারতের বাজারে দাপট দেখাচ্ছে দুই টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio এবং Airtel। বিভিন্ন আকর্ষণীয় প্ল্যানের প্রশ্নে সারা বছরই জোর টক্কর চলে এই দুই টেলিকম নেটওয়ার্ক সংস্থার মধ্যে। যদিও অল্প দামে অতিরিক্ত সুবিধা ও নানান আকর্ষণীয় প্ল্যানের নিরিখে অনেক ক্ষেত্রেই এগিয়ে যায় আম্বানি সংস্থা Jio।
কিন্তু তা সত্ত্বেও ভারতের বাজারে Jio-কে প্রায় সমানে সমানে টক্কর দিয়ে চলেছে Airtel। সেই সূত্রেই আজকের প্রতিবেদনের মূল আলোচ্য বিষয়, Jio নাকি Airtel, প্রিপেড সিমের ক্ষেত্রে কোন সংস্থার দৈনিক 1.5GB ডেটা সহ 28 দিনের প্ল্যান সবচেয়ে সস্তা? জেনে নিন বিস্তারিত।
Jio-র দৈনিক 1.5GB ডেটার 28 দিনের প্ল্যান
ভারতের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio তাদের জনপ্রিয় দৈনিক 1.5GB ডেটা সহ 28 দিনের প্ল্যানের দাম রেখেছে মাত্র 299 টাকা। যেখানে গ্রাহকরা, প্রতিদিন 1.5GB এটা তো পাবেনই সেই সাথে রয়েছে আনলিমিটেড কলিং, দৈনিক 100 SMS ও 90 দিনের জন্য JioHotstar সাবস্ক্রিপশনের সুবিধা। এছাড়াও আম্বানি সংস্থার এই প্ল্যানের সাথে 50GB Jio AI ক্লাউড স্টোরেজের সুবিধাও পাওয়া যায়।
Airtel-র দৈনিক 1.5GB ডেটার 28 দিনের প্ল্যান
জানিয়ে রাখি, ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম নেটওয়ার্ক সংস্থা Airtel তাদের 1.5GB দৈনিক ডেটার 28 দিনের প্রিপেড প্ল্যানটির দাম রেখেছে 349 টাকা। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 1.5GB ডেটা তো পাচ্ছেনই, সেই সাথে থাকছে প্রতিদিন 100টি করে SMS, আনলিমিটেড কলিং সহ Jio-র মতো অতিরিক্ত সুবিধা হিসেবে স্প্যাম অ্যালার্ট, 3 মাসের জন্য Apollo 24/7 প্ল্যাটফর্মটির মেম্বারশিপ ও 30 দিনের জন্য বিনামূল্যে হ্যালোটিউন পরিষেবা।
অবশ্যই পড়ুন: ইউনূসের বিরুদ্ধে বিদ্রোহ? পররাষ্ট্র উপদেষ্টাকে সরানো নিয়ে উথাল পাথাল বাংলাদেশ
28 দিনের প্ল্যানে এগিয়ে Jio
ভারতের দুই বৃহৎ টেলিকম নেটওয়ার্ক সংস্থার 28 দিনের প্রিপেড প্ল্যানের হিসেব থেকে বলা যায়, অন্যান্য সময়ের মতোই Airtel-র থেকে অনেকটা কমেই গ্রাহকদের প্রিপেড প্ল্যান বিক্রি করছে আম্বানি সংস্থা। বলে রাখি, দৈনিক 1.5GB ডেটার 28 দিনের প্ল্যানের হিসেবে Airtel-র থেকে তুলনামূলক 50 টাকা কম খরচে প্রায় একমাস আনলিমিটেড কলিং, ইন্টারনেট সহ অন্যান্য সুবিধা উপভোগ করতে পারেন Jio গ্রাহকরা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |