কেন প্রতিটি iPhone বিজ্ঞাপনে সময় থাকে 9:41? ফাঁস হল আসল রহস্য!

Published on:

iPhone

সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি অ্যাপল লঞ্চ করেছে iPhone 17 সিরিজ। এর মধ্যে iPhone 17, iPhone 17 Pro, iPhone 17 Pro Max এবং iPhone Air, প্রায় সব মডেলই রয়েছে চমক দেওয়া ফিচার। তবে আপনি কি খেয়াল করেছেন, প্রতিটি বিজ্ঞাপন ও মার্কেটিং ছবিতে ফোনের স্ক্রিনে সময় দেখাচ্ছে 9:41! এর পিছনে কি নির্দিষ্ট কোনও কারণ রয়েছে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

9:41-র পিছনে আসল রহস্য কী?

জানা গিয়েছে, 2007 সালে জানুয়ারি মাসে সান ফ্রান্সিসকোর ম্যাকওয়ার্ল্ড ইভেন্টে সেদিন জবস প্রথমবার মঞ্চে দাঁড়িয়ে বিশ্বের সামনে আইফোন তুলে ধরেছিলেন। পুরো প্রেসেন্টেশনটিকে পরিকল্পনা করা হয়েছিল মিনিটে মিনিটে। অ্যাপেলের ইঞ্জিনিয়ার ও ডিজাইন টিম বারবার মহড়া দিয়ে ঠিক করেছিলেন যে, ফোন উন্মোচনের সময় হবে ইভেন্ট শুরু হওয়ার ঠিক 40 মিনিট পর। অর্থাৎ, সকাল  9:41 মিনিটে। আর সেই সময়ে স্টিভ জবস বলেছিলেন, “Today, Apple is going to reinvent the phone!” ঠিক তখনই মঞ্চের পিছনের ঝলকে উঠে এসেছিল 9:41। সেদিনই তৈরি হয়েছিল ইতিহাস। তাই অ্যাপল এরপর থেকে প্রতিটি নতুন আইফোনের বিজ্ঞাপনে 9:41 মিনিটকেই সময় হিসেবে ব্যবহার করে।

তবে 2007 সালে প্রেজেন্টেশনের সময় ঘড়ির কাঁটা মিলিয়ে নেওয়ার জন্য আলাদা আলাদা কৌশল করতে হয়েছিল অ্যাপলকে। কিন্তু এখনকার দিনে তা দরকার পড়ে না। কারণ আধুনিক স্মার্টফোনগুলি সরাসরি জিপিএস স্যাটেলাইট এবং মোবাইল টাওয়ার থেকে সময়, তারিখ এমনকি ডেলাইট সেভিংস টাইম সেট করে নেয়।

আরও পড়ুনঃ হোটেলে আগুন লাগায় GenZ-রা, প্রাণ বাঁচাতে গিয়ে নেপালে মৃত্যু ভারতীয় মহিলার

সরিয়ে নেওয়া হয়েছে কিছু মডেল

প্রসঙ্গত জানিয়ে রাখি iPhone 17 সিরিজ লঞ্চের সঙ্গে সঙ্গে অ্যাপলের ওয়েবসাইট থেকে কিছু পুরনো মডেলগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল iPhone 16 Pro ও 16 Pro Max, iPhone 15 ও 15 Plus, iPhone 14 ও 14 Plus। এই মডেলগুলি এখন থেকে আর বাজারে পাওয়া যাবে না।

সঙ্গে থাকুন ➥