হাইব্রিড ইঞ্জিন, দাম মাত্র ১,৪৯ লাখ! অত্যাধুনিক ফিচার্স সহ লঞ্চ হল নতুন Yamaha FZ X

Published on:

Yamaha FZ-X Hybrid 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: বাইক প্রেমীদের জন্য বিরাট খবর! Yamaha ভারতের বাজারে এবার নিয়ে এল তাদের নতুন প্রজন্মের হাইব্রিড টু-হুইলার Yamaha FZ-X Hybrid 2025, যার দাম শুরু হচ্ছে মাত্র 1,49,999 টাকা থেকে। আধুনিক প্রযুক্তির ছোঁয়া, হাই মাইলেজ আর স্টাইলযুক্ত বাইক যারা খুঁজছেন, তাদের জন্য এটি একেবারে সেরা বিকল্প।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

নতুন হাইব্রিড প্রযুক্তির ছোঁয়ায় নজর কাড়ছে এই বাইক

প্রাপ্ত তথ্য অনুযায়ী, Yamaha-র এই নতুন FZ-X Hybrid 2025 মডেলটি প্রযুক্তির দিক থেকে সবথেকে বেশি নজর কেড়েছে Smart Motor Generator এবং Stop & Start System ফিচারের মাধ্যমে। হ্যাঁ, এই হাইব্রিড সিস্টেম স্টার্টআপে সাহায্য করছে এবং রাইডার যখন বাইক থামাবে তখন ইঞ্জিন অটোমেটিক অফ হয়ে যাবে, এমনকি পরে ক্লাচ চাপলেই স্মুথভাবে চালু হয়ে যাচ্ছে। ফলে একদিকে যেমন জ্বালানি সাশ্রয় হচ্ছে, অন্যদিকে স্টার্টিংয়ের সময় শব্দও কম হচ্ছে। ফলে শহরের ট্রাফিকে বিশাল উপকারে আসবে এই বাইক।

পাশাপাশি নতুন FZ-X Hybrid বাইকে রয়েছে 4.2 ইঞ্চি ফুল কালার TFT মিটার, যা স্মার্টফোনের সঙ্গে Y-Connect অ্যাপের মাধ্যমে কানেক্টের সুবিধা দিচ্ছে। আর এখানে আপনি পাবেন রিয়েল টাইম গুগল ম্যাপ ইন্টিগ্রেটেড টার্ন-বাই-টার্ন নেভিগেশন ফিচার, যেখানে রোডের নাম ও ইন্টারসেকশন প্রম্পট-সহ সমস্ত খুঁটিনাটি তথ্য দেখা যাবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

তবে যারা একটু কম দামে FZ-X Hybrid 2025 চেয়েছিলেন, তাদের জন্য থাকছে বিরাট সুখবর। কারণ নন-হাইব্রিড FZ-X এর দাম রাখা হয়েছে মাত্র 1,29,990 টাকা। আর এই গাড়িটি পাওয়া যাবে Dark Matte Blue ও Metallic Black রঙের ভ্যারিয়েন্টে।

আরও পড়ুনঃ পাকিস্তানি সেনার উপর ভয়াবহ হামলা BLA-র, নিহত ৩৯ জওয়ান

ইঞ্জিনও দিচ্ছে চমক

FZ-X Hybrid 2025 মডেলটিতে পুরনো FZ-X-এর রেট্রো স্টাইলই থাকছে। সঙ্গে থাকছে শক্তিশালী মেটাল বিল্ড, সিগনেচার ট্যাঙ্ক লোগো ও স্টাইলিশ ডিজাইন। এই গাড়িতে থাকছে 149cc এয়ার কুল্ড ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন, যা 12.4 bhp পাওয়ার এবং 13.3 Nm টর্ক উৎপন্ন করতে পারে। বলে রাখি, এই বাইকটি 48 kmpl মাইলেজ দিচ্ছে।

তবে ফিচারের দিক থেকেও আপস নয়। কারণ রাইডারদের সুরক্ষায় Yamaha দিয়ে রেখেছে আধুনিক সব ফিচার। থাকছে Single-Channel ABS, টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন, টু-লেভেল স্লিপ রেসিস্ট্যান্ট টাক-অ্যান্ড-রোল সিটের মতো উন্নত মানের সব ফিচার। তাই যারা প্রযুক্তিগতভাবে উন্নত কোনও বাইক খুঁজছেন এবং বাজেট কম, তাদের জন্য এটি হতে পারে একেবারে সোনায় সোহাগা অফার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group