সস্তায় আনলিমিটেড কল, SMS থেকে OTT, মধ্যবিত্তের বাজেটে সুপারহিট প্ল্যান আনল Jio

Published on:

Jio Recharge Plan

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে ইন্টারনেট ছাড়া যেন একটা দিন কাটানো কল্পনাও করা যায় না। আর সঙ্গে বিনোদন তো থাকছেই! হ্যাঁ, আর এই দুটি জিনিস যদি একটি পকেট ফ্রেন্ডলি প্ল্যানে পাওয়া যায়, তাহলে কেমন হয়? আসলে রিলায়েন্স জিও এবার এমন একটি প্ল্যান (Jio Recharge Plan) নিয়ে এসেছে, যা একসঙ্গে ডেটা, কলিং, বিনোদন, ক্লাউড স্টোরেজ সবকিছুই দিচ্ছে।

আর এই অফারটি বিশেষ করে তাদের জন্যই উপযুক্ত, যারা প্রতিদিন প্রচুর পরিমাণ ডেটা ব্যবহার করেন এবং OTT প্ল্যাটফর্মে বিনোদনমূলক সিনেমা, স্পোর্টস ইত্যাদি দেখতে পছন্দ করেন। তো চলুন দেখে নেওয়া যাক, এই প্ল্যানে কী কী সুবিধা থাকছে।

কোন প্ল্যানের কথা বলছি আমরা?

আসলে আমরা কথা বলছি জিওর 749 টাকার প্ল্যানের কথা। হ্যাঁ, এই প্ল্যানটির বৈধতা 72 দিন। আর এখানে প্রতিদিন 2GB হাই-স্পিড ডেটা মিলছে, অর্থাৎ মোট 144GB ডেটা পাওয়া যাবে। তবে এখানেই শেষ নয়। অতিরিক্ত 20GB ডেটা ফ্রিতে দেওয়া হচ্ছে এই প্ল্যানে। অর্থাৎ, গ্রাহকরা মোট 164GB ডেটা ব্যবহার করতে পারবে এই প্ল্যানটি রিচার্জ করে।

তবে শুধু ডেটা দিয়েই থেমে থাকছে না জিও। এই প্ল্যানে সমস্ত নেটওয়ার্ককে আনলিমিটেড কলিং-এর সুবিধা দেওয়া হচ্ছে। এমনকি প্রতিদিন 100 টি করে SMS-র সুবিধা পাওয়া যাচ্ছে এই প্ল্যান রিচার্জ করলে।

থাকছে বিনোদন এবং ক্লাউড স্টোরেজ

জিওর 749 টাকার এই প্ল্যানের সবথেকে আকর্ষণীয় দিক হল JioHotstar সাবস্ক্রিপশন। হ্যাঁ, এই প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা 90 দিনের জন্য JioHotstar সাবস্ক্রিপশন পাচ্ছে, যার মাধ্যমে জনপ্রিয় সিনেমা, সিরিজ, ক্রিকেট ম্যাচ, ইত্যাদি সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে।

আরও পড়ুনঃ রাফালকে টেক্কা দিতে পারে এই ফাইটার জেট! রাশিয়া থেকে ভারতে আসছে Su-57E

এছাড়াও থাকছে 50GB ফ্রি JioAICloud স্টোরেজ, যেখানে আপনি আপনার গুরুত্বপূর্ণ ফাইল, ফটো, ভিডিও, সবকিছু নিরাপদে রেখে দিতে পারবেন। এমনকি JioTV ও JioAICloud অ্যাপের সাবস্ক্রিপশনও এই প্ল্যানে অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা বিনোদনের পাশাপাশি কাজের দিক থেকেও বেশ সুবিধেজনক।

তাই যারা পকেট ফ্রেন্ডলি কোনও প্ল্যান খুঁজছেন, যেখানে মিলবে প্রচুর পরিমাণে ডেটা এবং OTT সাবস্ক্রিপশনের সুবিধা, তারা জিওর এই 749 টাকার প্ল্যানটিকে চোখ বন্ধ করে বেছে নিতে পারেন। কারণ এর থেকে সেরা বিকল্প আর হয়তো পাবেন না।

সঙ্গে থাকুন ➥