আর ফ্রি নয়! WhatsApp-এ প্রতি মেসেজ পিছু লাগবে মোটা টাকা! নিয়ম আনল মেটা

Published:

you will have to pay a fee to send messages WhatsApp has introduced rules
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফ্রির দিন শেষ! আর বিনামূল্যে ব্যবহার করা যাবে না WhatsApp! প্রতি মেসেজের জন্য গুনতে হবে মোটা অঙ্কের খরচ! হ্যাঁ, মেটা মালিকানাধীন WhatsApp এবার তাদের বিশেষ প্লাটফর্মের জন্য মূল্যহার ঘোষণা করেছে। জানা যাচ্ছে, খুব শীঘ্রই অন্যতম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ গুনতে হবে ব্যবহারকারীদের। জানানো হয়েছে নতুন নীতি কার্যকরের দিনক্ষনও।

মেসেজ প্রতি দিতে হবে চার্জ

মার্ক জাকারবার্গ সংস্থা মেটার মালিকানাধীন WhatsApp জানিয়েছে, এবার থেকে তাদের WhatsApp Business প্ল্যাটফর্মটি ব্যবহারের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ গুনতে হবে, ব্যবহারকারীদের। জানানো হয়েছে, মূলত মূল্য নির্ধারণ পদ্ধতিকে সহজ করতে এবং মেসেজিং ইন্ডাস্ট্রিজ স্ট্যান্ডার্ড অনুযায়ী সমন্বয় সাধন করতেই এই নতুন পরিবর্তন আনা হয়েছে।

চার্জ লাগবে এই ক্যাটাগরিগুলিতে

বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম WhatsApp জানিয়েছে, মূলত বিজনেস অ্যাকাউন্ট থেকে পাঠানো প্রতিটি মেসেজের জন্য চার্জ করা হবে। তবে হ্যাঁ, যদি সেই মেসেজ কাস্টমার সার্ভিস উইন্ডোর বাইরে পাঠানো হয় তবেই এই অর্থ গুনতে হবে গ্রাহকদের। অর্থাৎ, মার্কেটিং টেমপ্লেট, 2টি ইউটিলিটি টেমপ্লেট পাঠালে তার জন্য আলাদা চার্জ দিতে হবে।

তবে, ইউটিলিটি মেসেজ দুটি যদি কাস্টমার সার্ভিস উইন্ডোর মধ্যে পাঠানো হয় অর্থাৎ নির্দিষ্ট রেঞ্জের মধ্যে পাঠানো হলে তার জন্য শুধু মার্কেটিং টেমপ্লেটের চার্জ লাগবে। বলে রাখি, মূলত মার্কেটিং মেসেজ, ইউটিলিটি মেসেজ ও অথেন্টিকেশন মেসেজের এই 3 ক্যাটাগরিতে চার্জ বসাবে WhatsApp।

গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

মেটার মালিকানাধীন সংস্থাটি জানিয়েছে, এবার থেকে ব্যবহারকারী বিনামূল্যে মেসেজের প্রতিক্রিয়ায় পাঠানো ইউটিলিটি টেমপ্লেট মেসেজ ব্যবহার করতে পারবেন। তাছাড়াও, হাই ভলিউম ব্যবহারকারীদের ক্ষেত্রে ইন্সেন্টিভ হিসেবে ভলিউম টিয়ার চালু করা হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত মেসেজ পাঠানো ব্যবসাগুলিকে আরও সাশ্রয়ী মূল্যে পরিষেবা দেওয়া হবে।

অবশ্যই পড়ুন: ISL খেলতে ভারতে ফিরছন সবুজ মেরুনের ম্যাজিশিয়ন! তবে বাগান নয়, খেলবেন অন্য দলের হয়ে!

চার্জ প্রয়োগের নিয়ম

সংস্থাটি জানিয়েছে, নতুন নিয়ম কার্যকর হয়ে গেলে, ব্যবহারকারীদের ফোন নম্বরের কান্ট্রি কোড ও মেসেজের ক্যাটাগরির ওপর ভিত্তি করে প্রতিটি চার্জ প্রযোজ্য হবে। উল্লেখ্য, WhatsApp শুধুমাত্র তখনই মেসেজের ক্ষেত্রে চার্জ নেবে, যখন মেসেজটি সফলভাবে অপরপক্ষের কাছে ডেলিভার হবে। বলে রাখি, আগামী 1 জুলাই থেকে এই নতুন নিয়ম কার্যকর করতে চলেছে মেটা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join