ফ্রিতে এক বছরের জন্য Youtube প্রিমিয়াম সাবস্ক্রিপশন, বিরাট অফার নিয়ে এল Flipkart

Published on:

Flipkart Black Membership

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি ইউটিউবে ভিডিও দেখার সময় বিজ্ঞাপনের জন্য বিরক্ত বোধ করছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট এবার তাদের প্রিমিয়াম মেম্বারশিপ Flipkart Black চালু করেছে গ্রাহকদের জন্য (Flipkart Black Membership)। আর এর সঙ্গে মিলছে এক বছরের ফ্রি ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন!

নতুন প্রিমিয়াম প্ল্যান ফ্লিপকার্টের

আসলে Flipkart Black কোম্পানির পুরনো সাবস্ক্রিপশন সার্ভিস Flipkart VIP-র জায়গা আনা নতুন একটি প্ল্যান। Flipkart VIP প্ল্যানের বার্ষিক খরচ ছিল 799 টাকা। তবে সেখানে ইউটিউব প্রিমিয়ামের সুবিধা দেওয়া হত না। তবে Flipkart Black প্ল্যানে এবার ভিন্ন ধরনের অভিজ্ঞতা দেওয়া হচ্ছে।

জানা গিয়েছে, এই প্ল্যানে মিলবে এক বছরের জন্য সম্পূর্ণ ফ্রি ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন, অ্যাড ফ্রি ভিডিও এবং মিউজিকের সুবিধা, ব্যাকগ্রাউন্ডে ভিডিও চালানোর সুবিধা এবং অফলাইনে ভিডিও ডাউনলোড করার সুবিধা।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

ইউটিউব ছাড়াও থাকছে অন্যান্য সুবিধা

এদিকে Flipkart Black মেম্বার হলে শুধুমাত্র ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন নয়, বরং পাশাপাশি একগুচ্ছ বেনিফিট দেওয়া হবে। প্রথমত, Flipkart Black Deals পাওয়া যাবে, যেখানে গ্যাজেট থেকে শুরু করে বিভিন্ন প্রিমিয়াম পণ্যে দুর্দান্ত ছাড় মিলবে। দ্বিতীয়ত দেওয়া হবে Cleartrip ও Flipkart Travel, যেখানে বুকিং ক্যানসেল বা রিশিডিউল করা যাবে মাত্র 1 টাকায়।

তৃতীয়ত প্রতিটি ট্রানজেকশনে 5% পর্যন্ত সুপার কয়েন ক্যাশব্যাক দেওয়া হবে। এমনকি এক-একটি অর্ডারে সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত মিলবে। চতুর্থত, মাসে সর্বোচ্চ 800টি সুপারকয়েন উপার্জনের সুযোগ দেওয়া হবে। পঞ্চমত, ফ্লিপকার্ট সেলে আগাম ঢোকা যাবে। এমনকি 24×7 কাস্টমার সাপোর্ট দেওয়া হবে।

দাম কত এই প্যাকেজের?

ফ্লিপকার্টের তরফ থেকে জানানো হয়েছে, এই বার্ষিক সাবস্ক্রিপশনের দাম মাত্র 1499 টাকা। কিন্তু লঞ্চ অফার হিসাবে এই মাসে মাত্র 999 টাকাতেই এই মেম্বারশিপ পাওয়া যাচ্ছে। তুলনা করলে দেখা যাচ্ছে, ভারতে এক বছর ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশনের দাম আলাদা করে 1490 টাকা। অর্থাৎ শুধুমাত্র ইউটিউব প্রিমিয়ামের দামেই আপনি Flipkart Black মেম্বারশিপ নিতে এত সব সুবিধা উপভোগ করতে পারবেন।

আরও পড়ুনঃ iPhone 17 সিরিজ লঞ্চের দিনক্ষণ ঘোষণা Apple-র

আমাজন প্রাইমের সঙ্গে টক্কর?

এদিকে Flipkart Black এবার সরাসরি প্রতিদ্বন্দ্বিতা শুরু করেছে আমাজন প্রাইম সাবস্ক্রিপশনের সাথে। আমাজন প্রাইমের বার্ষিক খরচ 1499 টাকা, আর সেখানে প্রাইম ভিডিওর সুবিধা দেওয়া হয়। তবে প্রাইম ভিডিওতে বিজ্ঞাপন চালু থাকায় ফ্লিপকার্ট এবার ইউটিউব প্রিমিয়ামকে হাতিয়ার বানিয়ে বাজারে জায়গা পাকাপোক্ত করতে চাইছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥