WhatsApp-কে টেক্কা দিতে বিরাট আপডেট আনছে Zoho-র মেসেজিং অ্যাপ Arattai

Published:

Arattai
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় টেক জায়ান্ট Zoho-র তৈরি মেসেজিং অ্যাপ Arattai ইতিমধ্যেই Whatsapp-কে টেক্কা দিয়েছে। তবে এবার তারা এমন এক আপডেট আনতে চলেছে, যা শুনলে চমকে উঠবেন আপনিও। দীর্ঘদিন ধরে নিরাপত্তার সমালোচনার মুখে থাকা হোয়াটসঅ্যাপের মতো এবার Arattai অ্যাপও End-to-End Encryption ফিচার আনছে। অর্থাৎ, এটি এমন একটি সুরক্ষা ব্যবস্থা, যার মাধ্যমে ব্যবহারকারীদের পাঠানো মেসেজ শুধুমাত্র প্রেরক এবং প্রাপকই পড়তে পারবে। মাঝপথে আর কেউ নয়।

Arattai-তে আসছে End-to-End Encryption

Zoho-র সিইও শ্রীধর ভেম্বু জানিয়েছেন, আমাদের দেশে ইতিমধ্যেই সিক্রেট চ্যাট ফিচার চালু হয়েছে, যেখানে এনক্রিপশন ব্যবহার করা যায়। আর আমরা খুব শীঘ্রই এটি ডিফল্ট ফিচার হিসেবেই চালু করতে চলেছি। এতে প্রত্যেক ব্যবহারকারী সুরক্ষার সুবিধা পাবে। প্রসঙ্গত, এর আগে Arattai-তে ভয়েস কলিং এবং ভিডিও কলের জন্য End-to-End Encryption ফিচার চালু ছিল। তবে এবার টেক্সট মেসেজেও এই সুবিধা যুক্ত করা হচ্ছে। এর ফলে Arattai এখন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো সুরক্ষা প্রদান করবে।

জানিয়ে দিই, Arattai দেশীয় প্রযুক্তিতেই তৈরি হয়েছে। Zoho-র চেন্নাই অফিসে 2021 সালে লঞ্চ হয়েছিল এই অ্যাপটি। আর বর্তমানে Zoho-র পক্ষ থেকে জানানো হয়েছে, Arattai এর সমস্ত ডেটা ভারতেই হোস্ট করা হচ্ছে এবং কোনও বিদেশী সার্ভার নেই। কোম্পানি এমনটাও জানিয়েছে যে, তারা বিজ্ঞাপন ভিত্তিক আয় বা থার্ড পার্টি ট্র্যাকিংও করে না। ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকবে।

কেন্দ্রীয় মন্ত্রীদের সমর্থন

এদিকে Arattai অ্যাপের প্রশংসা করেছে কেন্দ্রীয় মন্ত্রীরা। অশ্বিনী বৈষ্ণব থেকে শুরু করে নির্মলা সীতারামন, পিযুস গোয়েলের মতো জনপ্রিয় নেতারা প্রকাশ্যে বলেছেন যে, Arattai ভারতের নিজস্ব প্রযুক্তি, যা বিদেশি টেক্সট কোম্পানিগুলোকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে।

আরও পড়ুনঃ iPhone-র মতো ডিজাইন, উন্নত ক্যামেরা! বাজেটের মধ্যে 5G ফোন আনছে Lava

কী সুবিধা দিচ্ছে Arattai?

প্রসঙ্গত, Arattai অ্যাপে এক অ্যাকাউন্টে সর্বাধিক পাঁচটি ডিভাইস কানেক্ট করা যায়। এমনকি স্মার্টফোন, ট্যাব বা ডেস্কটপে সমানভাবে কাজ করবে এই অ্যাপ। মেসেজ, কন্টাক্ট বা সেটিংস স্বয়ংক্রিয়ভাবেই সিঙ্ক করা যায়। এমনকি এখানে কোনও বিজ্ঞাপন নেই, আর ইন্টারফেসও সুরক্ষিত। বর্তমানে এই অ্যাপ অ্যাপল অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোরে শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে। এমনকি ভারতীয় ব্যবহারকারীরা এখন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির উপরেই পা বাড়াচ্ছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join