Top 10: পাকিস্তানের পিছনে ভারত, কসবা কান্ডে নয়া আপডেট, ঘাটাল নিয়ে কাঁদা ছোঁড়াছুঁড়ি! আজকের সেরা ১০ খবর

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ থেকে রাজ্য-রাজনীতি কিংবা প্রযুক্তির জগৎ, বিনোদন কিংবা অর্থনীতি, আজকের দিনে কোথায় কী ঘটেছে? আমরা India Hood-এর তরফ থেকে নিয়ে এসেছি আজকের সেরা দশ খবর, যা না পড়লে মিস করবেন অনেক কিছু। সুরক্ষায় পাকিস্তানের পিছনে ভারত থেকে শুরু করে কসবা কাণ্ডে নয়া মোড় কিংবা ডিএ মামলা, ঘাটাল মাস্টার প্ল্যান, সবই রয়েছে আজকের এই প্রতিবেদনে। চলুন একে একে শুরু করা যাক, আজকের সেরা ১০ খবর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

১০) সুরক্ষার দিক থেকে পাকিস্তানের পিছনে ভারত

নাম্বিও নিরাপত্তা সূচক ২০২৫ অনুযায়ী এবার ইউরোপের ছোট্ট দেশ আন্দোরা বিশ্বের সবথেকে সুরক্ষিত দেশের তকমা পেল। হ্যাঁ, ভারতের স্থান ৬৬ নম্বরে, যা যুক্তরাজ্য এবং আমেরিকা থেকেও ভালো। এদিকে দক্ষিণ এশিয়ার মধ্যে চীন ১৫ তম স্থানে, পাকিস্তান ৬৫ তম এবং বাংলাদেশে ১২৬ তম স্থানে রয়েছে। পাশাপাশি আফগানিস্তান 144 তম স্থানে রয়েছে। এই সূচক মূলত অপরাধের হার, পুলিশের কার্যকারিতা, নাগরিকদের নিরাপত্তা নিয়েই তৈরি করা হয়েছে। তবে বিপদজনক অবস্থায় রয়েছে ভেনিজুয়েলা, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো দেশ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) কসবা কাণ্ডে আরও বিপাকে মনোজিৎ মিশ্র

কসবা কলেজে ধর্ষণ মামলায় ধৃত তৃণমূল নেতা মনোজিৎ মিশ্র এবার আরো বিপাকে পড়ল। তার বিরুদ্ধে ১২টি মামলা করা হয়েছে বলে আদালতে জানিয়েছে কৌঁসুলি বিভাস চট্টোপাধ্যায়। আর পুরনো দুটি মামলায় মারপিট এবং শ্লীলতাহানির অভিযোগ থাকলেও সেগুলোতে মনোজিৎ জামিন পেয়ে গিয়েছে। কসবা কান্ডে তাকে ৫ আগস্ট পর্যন্ত জেলে রাখার নির্দেশ দিয়েছিল আদালত। পাশাপাশি সিসিটিভি ফুটেজ যাচাইয়ের জন্য গেট প্যাটার্ন পরীক্ষার আবেদন গ্রহণ করা হয়েছে। তবে আদালত নির্দেশ দিয়েছে, জেরা চলাকালীন দু’জন আইনজীবী উপস্থিত থাকবে, আর প্রয়োজনীয় সুবিধা দিতে হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

৮) ডিএ মামলায় নয়া মোড়

ডিএ মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে এবার জোড়া আদালত অবমাননায় মামলা দায়ের করা হয়েছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং সরকারি কর্মচারী পরিষদ এবার দুটি পৃথক মামলায় মুখ্য সচিব মনোজ পন্থকে অভিযুক্ত করেছে। সুপ্রিম কোর্টের রায় সত্বেও ডিএ পরিশোধ করা হয়নি, এ নিয়েই অভিযোগ। আগামী ৪ আগস্ট মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। আর সংগঠনগুলি মনে করছে, সরকার মডিফিকেশন অ্যাপ্লিকেশন করে সময় নষ্ট করতে চাইছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) বাংলাদেশে বিমান দুর্ঘটনায় ফের উত্তপ্ত পরিস্থিতি

ফের উত্তাল পরিস্থিতি বাংলাদেশে। ঢাকার মাইলস্টোন কলেজে বিমান বিস্ফোরণে ৩১ জনের মৃত্যুর পর এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগের দাবি জানিয়েছে। তারা ক্ষতিপূরণ, সময়সূচি পরিবর্তনের প্রতিবাদ এবং আধুনিক বিমানেরও দাবি জানায়। আর কুমিল্লা, যশোর ও রাজশাহীতে শিক্ষা বোর্ড ঘেরাও করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এতে অন্তত ৭৫ জন শিক্ষার্থী সহ পুলিশ এবং সেনারাও আহত হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবকে কটাক্ষ দিলীপ ঘোষের

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ এবার সরাসরি কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ দেবকে। তিনি অভিযোগ করেছেন, দেব ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েও কাজের কাজ কিছুই করে না। চাপের মুখে রাজনীতি করছেন। এমনকি দেবকে ইস্তফা দেওয়ার চ্যালেঞ্জও করেছেন তিনি। জবাবে দেব বলেছেন, ঘাটালের প্রথম সংসদ তিনি নন। এটি এত সহজ কাজ হলে আগেই করা যেত। তিনি কাঁদা ছোড়াছুড়ি করেন না এবং নিজের দায়িত্বে এই কাজ করেন। ভোটাররা জানেন, তিনি কি করবেন। তিনি বলেছেন, কাজ শেষ না হওয়া পর্যন্ত গালিগালাজ খেতে হবে। কিন্তু দায়িত্ব থেকে সরবেন না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) পাকিস্তানে ভেঙে পড়ল ক্ষেপণাস্ত্র শাহীন-৩

পাকিস্তানের পারমানবিক অস্ত্র বহনকারী ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র শাহীন-৩-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ ব্যর্থ হল। হ্যাঁ, ডেরা গাজি খান থেকে উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রটি বেলুচিস্থানের ডেরা বুগতিতে পারমাণবিক স্থাপনার কাছেই ভেঙে পড়ে। যদিও বিস্ফোরণ স্থলটি জনবসতি থেকে ছিল মাত্র ৫০০ মিটার দূরে। ফলে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। বিস্ফোরণের শব্দ ৫০ কিলোমিটার দূরে পর্যন্ত শোনা যায়। আর এই ব্যর্থতার পিছনে প্রযুক্তিগত ত্রুটি এবং প্রস্তুতির অভাবকে দায়ী করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) পাসপোর্ট সূচকে এগিয়ে গেল ভারত

হেনলি পাসপোর্ট সূচকে এবার আরো ৮ ধাপ এগিয়ে ৭৭ তম স্থানে উঠে আসলে ভারত। ২০২৩ সালে ভারতের স্থান ছিল ৮৫ নম্বরে। নতুন সুযোগ অনুযায়ী ভারতীয় পাসপোর্টধারীরা এখন মোট ৫৯টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবে। এর মধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, থাইল্যান্ড, নেপাল, ভুটানের মতো দেশগুলি রয়েছে। এর পাশাপাশি শ্রীলংকা, কাতার, মায়ানমার সহ আরো বেশ কয়েকটি দেশে ভিসা অন অ্যারাইভালের সুবিধা মিলবে। আর এই তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, যার পাসপোর্টধারীরা ১৯৩টি দেশে সম্পূর্ণ ভিসা ছাড়া ঘুরতে পারবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) হাওড়ায় বস্ত্র ব্যবসায়ীদের আন্দোলন

পূজার মরসুমে হাওড়ার মঙ্গলাহাটের বস্ত্র ব্যবসায়ীরা নবান্ন অভিযানের কারণে বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছেন। প্রতি সোমবার এবং মঙ্গলবার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নবান্ন অভিযানে তাঁরা হাট বন্ধ রাখতে বাধ্য হয়। এতে তাদের বিক্রি অনেকটাই কমেছে। পাশাপাশি ব্যবসায় ক্ষতির পরিমাণ চলতি মাসে প্রায় ৫ কোটি টাকা ছাড়িয়েছে বলে রিপোর্ট দাবি করছে। এর প্রতিবাদের ব্যবসায়ীরা হাওড়া থানার সামনে বিক্ষোভ দেখিয়েছে এবং হাইকোর্টে যাওয়ারও হুশিয়ারি দেন। তাদের দাবি, সোমবার এবং মঙ্গলবার হাট চালু রাখতে হবে এবং অভিযানে নিষেধাজ্ঞা জারি করতে হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) ৫ বছর পর চীনের জন্য ভারতের দরজা খুলল

সম্প্রতি চীনে অবস্থিত ভারতীয় দূতাবাস ঘোষণা করেছে যে, ২৪ জুলাই, ২০২৫ থেকে চীনা নাগরিকরা আবারও ভারতীয় পর্যটন ভিসার জন্য আবেদন করতে পারবে। গুয়াংডং প্রদেশের বাসিন্দারা বেজিং, সাংহাই ও গুয়াংজুর ভারতীয় ভিসা কেন্দ্রগুলিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। পাশাপাশি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট ও প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে পারবে। প্রসঙ্গত জানিয়ে রাখি, ২০২০ সালে করোনা মহামারীর সময় থেকেই এই পরিষেবা স্থগিত ছিল। দীর্ঘ পাঁচ বছর পর তা চালু হওয়ায় চীন থেকে এবার ভারত সফরের দরজা খুলেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) সরকারি প্রকল্প নিয়ে কেন্দ্রকে কটাক্ষ রাজ্যের

তৃণমূল কংগ্রেস কেন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে সম্প্রতি জানিয়েছে, রাজ্যের ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে তারা আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছে। কেন্দ্র সরকার দুর্নীতির অভিযোগ দেখিয়ে প্রকল্পের টাকা বন্ধ রাখছে বলে দাবি করা হচ্ছে। তৃণমূল জানিয়েছে, আবাস যোজনায় রাজ্য সরকার ইতিমধ্যেই ১২ লক্ষ উপভোক্তাকে টাকা দিয়েছে এবং আরো ১৬ লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি “০” টাকা দেখিয়ে তৃণমূল পোস্ট করেছে, কেন্দ্র কত টাকা দিয়েছে, তার হিসাব “০”। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group