Top 10: সাইয়ারা দেখে মৃত্যু, মহারাষ্ট্রে বাঙালি শ্রমিক খুন, ভারত-ব্রিটেন বাণিজ্য চুক্তি! আজকের সেরা ১০ খবর

Published on:

india hood top 10

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ, রাজ্য-রাজনীতি কিংবা প্রযুক্তির জগৎ বা বিনোদন, আজকের দিনে কোথায় কী ঘটেছে? আমরা India Hood-এর তরফ থেকে নিয়ে এসেছি আজকের সেরা ১০ খবর, যা না জানলে মিস করবেন অনেক কিছু। বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা থেকে শুরু করে সাইয়ারা মুভি দেখে উত্তরপ্রদেশের যুবকের রহস্য মৃত্যু কিংবা যৌন সম্পর্কে জড়াতে ন্যূনতম বয়স, আবার তৃণমূল নেতার বিরুদ্ধে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ, সবই হয়েছে আজ। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক আজকের সেরা ১০ খবর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

১০) বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা তৈরির পথে রানাঘাট কামালপুর অভিযান সংঘ

নদীয়ার রানাঘাট কামালপুর অভিযান সংঘ এবার দুর্গা পূজোয় চমক দিল। হ্যাঁ, তারা এবার বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা তৈরি করছে। গতবার তারা ১১২ ফুট প্রতিমা গড়লেও প্রশাসনিক জটিলতায় পূজা বন্ধ হয়ে যায়। কিন্তু এবার প্রশাসনের অনুমতি নিয়েই ৫৫ তম বর্ষে ফের বড় দুর্গা নির্মাণের পথে হাঁটছে তারা। মাটি এবং ফাইবার দিয়ে ৫ বিঘা জায়গা জুড়ে এই তৈরি করা হচ্ছে মণ্ডপ। ইতিমধ্যে খুঁটি পূজার মাধ্যমে কাজ শুরু হয়ে গিয়েছে। ক্লাবের সদস্যরা জানিয়েছেন, বাংলার গ্রামাঞ্চলকে বিশ্ব মানচিত্রে তুলে ধরার জন্যই তাদের এই পদক্ষেপ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) সাইয়ারা দেখে রহস্য মৃত্যু উত্তরপ্রদেশের যুবকের

উত্তরপ্রদেশের কানপুরে ২৪ বছরের লক্ষণ শুক্লার রহস্য মৃত্যু নিয়ে চাঞ্চল্য। ডিভোর্সি প্রেমিকা গুঞ্জনের সঙ্গে সাইয়ারা সিনেমা দেখার পরেই শুরু হয় দুজনের মধ্যে বিতর্ক। পরদিন লক্ষণের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় তার নিজের ঘর থেকে। প্রতিবেশীরা গুঞ্জনের উপরে সন্দেহ করছে। লক্ষণের পরিবার অভিযোগ করেছে যে, গুঞ্জন প্রেমের ফাঁদে ফেলে তার কাছ থেকে কাড়ি কাড়ি টাকা এবং সোনা হাতিয়ে নিয়েছে। আর তাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলেই মেনে নিচ্ছে। এখন পরিবারের অভিযোগে বিষয়টি ক্রিমিনাল ইনভেস্টিগেশন পর্যায়ে রয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

৮) যৌন সম্পর্কে জড়াতে বয়স লাগবে ১৮ বছর

কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে, যৌন সম্পর্কে সম্মতি থাকলেও তাদের বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে। সম্প্রতি একটি জনস্বার্থ মামলায় এই বয়স কমানোর আবেদন জানানো হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার এতে আপত্তি জানায় এবং পকসো আইনের নিরাপত্তা দিক তুলে ধরে বলা হয়, এই নিয়ম শিশুদের যৌন অপরাধ থেকে রক্ষা করতেই নেওয়া হয়েছে। ইতিহাস বলছে, ১৮৬০ সালে এই বয়স ছিল ১০ বছর। আর তা ধাপে ধাপে বাড়িয়ে ১৯৮৭ সালে ১৮ বছর করা হয়। কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে সমবয়সী কিশোর কিশোরীর প্রেমের সম্পর্ক আইনি জটিলতা সৃষ্টি করতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) সফল ভাবে লঞ্চ হল ক্ষেপণাস্ত্র ULPGM-V3

ডিআরডিও শুক্রবার অন্ধ্রপ্রদেশের কুর্নুলে সফল ভাবে নতুন ড্রোন-লঞ্চড ক্ষেপণাস্ত্র ULPGM-V3 পরীক্ষা করল। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নিজেই এক্স স্যান্ডেলে এই খবর জানিয়েছেন। জানা যাচ্ছে, এই Unmanned Aerial Vehicle-Launched Precision Guided Missile তৈরি হয়েছে আদানি ও ভারত ডায়নামিক্স লিমিটেডের সহায়তায়, যা ডিআরডিও’র পরীক্ষার উত্তীর্ণ হয়েছে। আর এটি দিন এবং রাত, উভয় সময়েই লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারবে। ফলে শত্রু পক্ষের আক্রমণ অনেকটাই প্রতিহত করা যাবে। আর এই প্রযুক্তি ভারতীয় প্রতিরক্ষা শক্তিকে আরো একধাপ এগিয়ে নিয়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) বাংলায় আবিষ্কৃত হল বিরাট তৈল ভাণ্ডার

পশ্চিমবঙ্গে এবার আবিষ্কৃত হল বিশাল তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার, যার আনুমানিক মূল্য দাঁড়াচ্ছে প্রায় ৪১,০৭০ কোটি টাকা। রাজ্যসভার প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, উত্তর ২৪ পরগনার কাঁকপুল এবং নদীয়ার রানাঘাটে দুটি জ্বালানি ব্লক থেকে ০.৯৮ মিলিয়ন মেট্রিক টন তেলের হদিশ মিলেছে। আর এই আবিষ্কার রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের বিরাট ভূমিকা রাখবে, তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে যে খনিজ তেলের সন্ধান মিলেছে, সেখানেও ওএনজিসি খনন শুরু করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) স্বাক্ষরিত হল ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি

ভারত এবং ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত হল বহু প্রতিক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি, যা দুই দেশের বার্ষিক বাণিজ্যকে প্রতিবছরের ৩৪ বিলিয়ন ডলার পর্যন্ত বাড়াতে পারে। আর এই চুক্তির ফলে ভারতীয় ক্ষুদ্র, মাঝারি এবং কুটির শিল্প আন্তর্জাতিক বাজারে স্বীকৃতি পাবে। বিশেষ করে সামুদ্রিক মাছ, বস্ত্র, গয়না, চামড়াজাত পণ্য এবং যন্ত্রাংশ রপ্তানির সুযোগ বাড়বে। অন্যদিকে ব্রিটেন থেকে ভারতে হুইস্কি, প্রিমিয়াম গাড়ি, চিকিৎসা ও মহাকাশ প্রযুক্তির যন্ত্রাংশ অনেকটাই কম শুল্কে আমদানি করা যাবে। ফলে দেশের বাজারে যে এই পণ্যগুলির দাম কমবে, তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) মহারাষ্ট্রে নির্মমভাবে খুন বাদুড়িয়ার পরিযায়ী শ্রমিক

মহারাষ্ট্রে নির্মমভাবে খুন হয়েছে পশ্চিমবঙ্গের বাদুড়িয়ার ৩৩ বছরের পরিযায়ী শ্রমিক আবু বক্কর মণ্ডল। রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন তিনি মহারাষ্ট্রে। আর সেখানে ভাসি থানার ওয়াসিগাঁও এলাকায় স্ত্রীর সঙ্গেই বসবাস করছিলেন তিনি। তবে ২০ জুলাই সন্ধ্যের পর হঠাৎ করেই তিনি নিখোঁজ হয়ে যান, আর মোবাইলও বন্ধ হয়ে যায়। পরে পুলিশ একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় তাঁর দেহের টুকরো উদ্ধার করে। এরপর তাঁর দেহ সনাক্ত করেছিল পরিবার। বৃহস্পতিবার রাতে আবু বক্কর মণ্ডলের দেহ বাদুড়িয়ায় পৌঁছলে এলাকায় নেমে পড়ে শোক। বর্তমানে মহারাষ্ট্র পুলিশ এই খুনের তদন্ত শুরু করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) ঘোষবাবুর কুকীর্তির ভাইরাল ভিডিও

বিধানসভা নির্বাচনের আগেই রাজ্য রাজনীতিতে এক ভাইরাল ভিডিও ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি ও এক নারীর আপত্তিকর দৃশ্য। তাকে অনেকেই ঘোষ বাবুবলেই এক জনপ্রিয় রাজনৈতিক নেতাকে দাবি করছেন। যদিও ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। ভিডিওটি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। কেউ বলছে, এটি প্রযুক্তির অপব্যবহার। একই সঙ্গে মধ্যপ্রদেশে এক বিজেপি নেতার সঙ্গমের ভিডিও ভাইরাল করে তাকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) বাবা-মায়ের দেখাশোনার জন্য মিলবে ৩০ দিন ছুটি

কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ব্যক্তিগত কারণে যে ৩০ দিনের ছুটি পান, তা এবার থেকে বৃদ্ধ বাবা-মায়ের দেখাশোনার জন্য ব্যবহার করতে পারবে। হ্যাঁ, রাজ্যসভায় এই তথ্য জানিয়েছিল কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রী জিতেন্দ্র সিংহ। তিনি জানিয়েছেন, ১৯৭২ সালের সেন্ট্রাল সিভিল সার্ভিস অনুযায়ী, সরকারি কর্মীরা বছরে ৩০ দিন আর্নড লিভ, ২০ দিন হাফ পে লিভ, ৮ দিন ক্যাজুয়াল লিভ ও ২ দিন রেস্ট্রিক্টেড ছুটি পায়। এর পাশাপাশি মাতৃত্বকালীন, পিতৃত্বকালীন এবং আরো অন্যান্য ছুটি রয়েছে। যদিও এই নিয়ম রেল কর্মী এবং অল ইন্ডিয়া সার্ভিসের জন্য কিছুটা আলাদা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) নিজের মেয়েকেই ধর্ষণ তৃণমূল নেতার

আর জি কর, কসবা কাণ্ডের পর এবার এক তৃণমূল নেতার বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ, তাও আবার নিজের মেয়েকে। হ্যাঁ, ১৩ বছরের বাচ্চা মেয়েটি তার মাকে সম্পূর্ণ ঘটনা জানিয়েছে। তবে তিনি প্রথমে কোনো গুরুত্ব দেননি। এদিকে নির্যাতিতার সঙ্গে দিনের পর দিন একই ঘটনা ঘটতে থাকায় স্কুলে এসে সে অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি স্কুলের পক্ষ থেকে তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়। আর সেখানেই সামনে আসে পুরো ঘটনা। পাশাপাশি বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাকে চরম কটাক্ষ করেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group