সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ থেকে শুরু করে রাজ্য-রাজনীতি ও অর্থনীতি, আজকের দিনে কোথায় কী ঘটেছে? 58 বছর বয়সে মহিলার বাসে কন্ডাক্টরি করা থেকে শুরু করে হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন, পাশাপাশি জীবন্ত মেয়ের শ্রাদ্ধ এবং রাজ্য সরকারের অনুদান কমানো, সবই ঘটেছে আজ। হ্যাঁ, আমরা India Hood-র তরফ থেকে নিয়ে এসেছি আজকের সেরা 10 খবর, যা না পড়লে এক্কেবারে নয়। তো চলুন শুরু করা যাক একে একে!
10) বাবার স্বপ্নকে বাঁচাতে 58 বছর বয়সে বাসে কন্ডাক্টরি করছেন ডলি রানা
বাবার স্বপ্নকে ধরে রাখতে 58 বছর বয়সে বাসে কন্ডাক্টরি করছেন হাওড়ার ডলি রানা। হ্যাঁ, পরনে শাড়ি, কাঁধে কন্ডাক্টরের ব্যাগ, আর হাতের টিকিট নিয়েই চলছে তার জীবন। আসলে ডলির বাবা চাইতেন যে, তার নিজের একটি বাস থাকবে। তবে সেই শখ পূরণের আগেই তিনি পৃথিবী ছেড়ে চলে যান। আর ডলি আর ইচ্ছা পূরণ করার জন্যই বর্তমানে এই পেশা কাঁধে তুলে নিয়েছেন। তবে সবথেকে বড় ব্যাপার, বর্তমানে তার রোজগার কিছুটা কমে গেলেও পরিবহন দপ্তর তাকে নতুন রুটে বাস চালানোর অনুমতি দিয়েছে। এর ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ডলি দি। বিস্তারিত পড়তে- ক্লিক করুন
9) হোয়াটসঅ্যাপ খুললেই এবার দেখতে হবে বিজ্ঞাপন
এবার থেকে হোয়াটসঅ্যাপ খুললেই দেখতে হবে বিজ্ঞাপন! তবে হ্যাঁ, কোনো মেসেজ করা বা কল করার সময় বিজ্ঞাপন দেখাবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপের আপডেটস সেকশনে ক্লিক করলেই বিজ্ঞাপন দেখাবে। অর্থাৎ, আমরা প্রতিদিন যে স্ট্যাটাস দেখি, সেই স্ট্যাটাস সেকশনে গেলেই এবার শো হবে অ্যাড। জানা যাচ্ছে, মেটা তাদের ব্যবসাকে বাড়ানোর জন্যই এই পদক্ষেপ গ্রহণ করেছে। আর ঠিক তখনই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যখন তাদের বিজ্ঞাপন থেকেই বার্ষিক আয় 160 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। আর খুব শীঘ্রই এই ফিচার চালু হবে বলে জানা যাচ্ছে। বিস্তারিত পড়তে- ক্লিক করুন
8) তাইওয়ান থেকে বঙ্গোপসাগর জুড়ে ক্ষমতা বাড়াচ্ছে চিন
চিন ক্রমশই সামরিকভাবে তাদের প্রভাব বাড়াচ্ছে তাইওয়ান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত। হ্যাঁ, সামুদ্রিক মহড়ার নামে তাইওয়ানকে এবার তারা ঘিরে রেখেছে। আর বঙ্গোপসাগরে গবেষণার ছুঁতয় সন্দেহজনক কার্যকলাপও করে বেড়াচ্ছে। এক চিনা জাহাজ সম্প্রতি এআইএস সিস্টেম বন্ধ রেখে সামরিক তথ্য সংগ্রহ করছে বলে খবর পাওয়া যাচ্ছিল। একই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ করে চট্টগ্রাম এবং মংলা বন্দরে প্রভাব বাড়াচ্ছে, আর লজিস্টিক ঘাঁটি তৈরি করছে। বিস্তারিত পড়তে- ক্লিক করুন
7) পরিবারের অমতে বিয়ে করায় জীবন্ত মেয়ের শ্রাদ্ধ করল পরিবার
জলপাইগুড়ি রাজগঞ্জে ঘটে গেল এক হাড়হিম করা ঘটনা। 26 বছরের এক যুবতী, নেহা দে, পরিবারের অমতে ভিন্ন ধর্মের ছেলেকে বিয়ে করেছিল। আর তার বিরুদ্ধেই চরম পদক্ষেপ নিল তার পরিবার। মেয়ের সিদ্ধান্তে রেগে হয়ে জীবিত অবস্থাতেই তাকে মৃত বলে ঘোষণা করা হয় এবং শ্রাদ্ধ অনুষ্ঠানে করে ফেলে। হ্যাঁ, তার ছবি, জামা কাপড় এবং সমস্ত ডকুমেন্ট পুড়িয়ে দেয়। আর আনুষ্ঠানিকভাবে শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন হয়। নেহার বাবা জানিয়েছে, মেয়েকে তারা মেনে নিতে পারছে না, তাই এই পদক্ষেপ। বিস্তারিত পড়তে- ক্লিক করুন
6) রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পে অনুদান কমাল
2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গ সরকার এবার বিভিন্ন প্রকল্পের খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নবান্ন থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে, বিভিন্ন দপ্তরের প্রকল্প অনুমোদনের ঊর্ধ্বসীমা কমানো হচ্ছে। সেচ থেকে শুরু করে স্বাস্থ্য, পঞ্চায়েত, ইত্যাদি দপ্তরে 5 কোটি টাকার পরিবর্তে এখন মাত্র 3 কোটি টাকা অনুমোদন দেওয়া হবে। আর উত্তরবঙ্গ ও সুন্দরবনের উন্নয়ন দপ্তরের সীমায় এখন 1 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। পাশাপাশি আবাসন ও ক্ষুদ্র শিল্প দপ্তরে 75 লক্ষ ও অন্যান্য দপ্তরে 50 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। বিস্তারিত পড়তে- ক্লিক করুন
5) IIM জোকায় কোনও ধর্ষণই হয়নি!
আইআইএম জোকা ধর্ষণ কাণ্ডে এবার নয়া মোড়। নির্যাতিতার বাবা দাবি করছে যে, আদৌ কোনোরকম ধর্ষণ হয়নি এবং মেয়েকে জোর করে FIR করতে বলা হয়েছিল। তিনি বলছেন, মেয়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল এবং পুলিশ হরিদেবপুর থানায় গিয়ে অভিযোগ লিখিয়ে নেয়। অন্যদিকে তরুণী অভিযোগ করছে যে, আইআইএম এর ছাত্র মাদক মিশিয়ে তাকে অজ্ঞান করে, আর তাকে মারধর এবং শৌচালয়ে যেতেও বাঁধা দেওয়া হয় বলে অভিযোগ। আর এই অভিযোগে পুলিশ অভিযুক্ত ছাত্রকে গ্রেফতারও করেছে। বিস্তারিত পড়তে- ক্লিক করুন
4) জোকো-মাঝেরহাট মেট্রো নিয়ে বিরাট সুখবর
জোকো-মাঝেরহাট মেট্রো রুট নিয়ে এবার বিরাট সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। আগামী সোমবার থেকে এই রুটে ট্রেনের সংখ্যা 62 থেকে বাড়িয়ে 72 করা হচ্ছে। আপ এবং ডাউন লাইনে মোট 36টি করে 72টি মেট্রো চলবে বলে খবর। পাশাপাশি পরিষেবার সময়ও বাড়ানো হয়েছে। আগে দিনের শেষ মেট্রো রাত 8:00 ছাড়তো। আর এখন তা ছাড়বে 8:15 মিনিটে। এতে নিত্যযাত্রীরা স্বস্তি পেয়েছেন। কারণ, দীর্ঘদিন ধরে এই রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি উঠছিল। বিস্তারিত পড়তে- ক্লিক করুন
3) 15 জুলাই থেকে বদলে যাচ্ছে ইউটিউবের নিয়ম
15 জুলাই থেকে ইউটিউবের বিরাট নিয়ম। হ্যাঁ, এবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে ইউটিউবের Trending সেকশন। আগে এই ফিচারের মাধ্যমে দেখা যেত, কোন ভিডিও বর্তমানে ভাইরাল হচ্ছে এবং সেই অনুযায়ী কন্টেন্ট ক্রিকেটাররা ভিডিও বানাত এবং প্রচুর পরিমাণে ভিউ গেইন করত। তবে এবার সেই ফিচার বন্ধ করে দেওয়া হচ্ছে। পাশাপাশি এবার মনিটাইজেশনের ক্ষেত্রেও নতুন নিয়মা আনা হচ্ছে। এবার থেকে নিজের ফেস বা ভয়েস ছাড়া ভিডিও বানালে আর কোনোরকম মনিটাইজেশন পাওয়া যাবে না বলেই জানানো হয়েছে। বিস্তারিত পড়তে- ক্লিক করুন
2) রোহিত শর্মা ওয়ানডে অধিনায়কত্ব হারাতে পারেন
রোহিত শর্মা বর্তমানে ওয়ানডে ক্রিকেট চালিয়ে গেলেও অধিনায়কত্ব করতে হারাতে পারেন বলে জল্পনা চলছে। কারণ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন খবর ছড়াচ্ছে যে, শুভমন গিল হতে পারে ভারতীয় ওয়ানডে দলের নতুন অধিনায়ক। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভালো পারফরম্যান্স করছেন শুভমন গিল। এমনকি অধিনায়কত্ব হিসেবেও নজর কেড়েছে। যদিও বিসিসিআই এখনো কোনোরকম আনুষ্ঠানিক ঘোষণা করেনি। তবে রহিত এবং বিরাটের ওয়ানডে দলের কামব্যাক নিয়েও সংশয় তৈরি হচ্ছে। এখন দেখার ভবিষ্যতে কি হয়। বিস্তারিত পড়তে- ক্লিক করুন
1) বাংলায় এবার তৈরি হবে রেয়ার আর্থ ম্যাগনেট
পশ্চিমবাংলার মাটিতেই এবার উৎপন্ন হবে রেয়ার আর্থ ম্যাগনেট। পুরুলিয়ায় এবার বিরাট খনির সন্ধান পেলে ভূতাত্ত্বিক জরিপ। জানা যাচ্ছে, এখানে খনিজের মজুদ খুব একটা বেশি না থাকলেও এটিকে গেম চেঞ্জার হিসেবেই দেখছে সবাই। তাই G2 স্তরে বর্তমানে অনুসন্ধান চলছ। প্রসঙ্গত, চিন ভারতের উপর রেয়ার আর্থ ম্যাগনেট রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল। তাই ভারত এখন বিকল্প রাস্তা খুঁজছে। যদিও কেন্দ্র সরকার 1345 কোটি টাকার একটি বিরাট প্রকল্প সামনে নিয়ে আসছে। কিন্তু পুরুলিয়ায় যদি সত্যিই এই রেয়ার আর্থ ম্যাগনেটের হদিশ মেলে, তাহলে তা হবে ভারতের জন্য ইতিবাচক পদক্ষেপ। বিস্তারিত পড়তে- ক্লিক করুন
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |