Top 10: অযোগ্যদের তালিকা, বাংলায় বন্যা, যৌন হেনস্থায় আত্মহত্যা! আজকের সেরা ১০ খবর

Published on:

india hood top 10

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ থেকে শুরু করে রাজ্য-রাজনীতি, অর্থনীতি বা প্রযুক্তির জগৎ, আজ কোথায় কী ঘটেছে? আমরা India Hood-র তরফ থেকে নিয়ে এসেছি আজকে সেরা দশ খবর, যা না পড়লে মিস করবেন অনেক কিছু। এসএসসি ইস্যুতে অযোগ্যদের তালিকা থেকে শুরু করে বাংলায় বন্যা পরিস্থিতি, পাশাপাশি ছয় দিন পর যমুনা নদীতে ছাত্রের মৃতদেহ, কিংবা ভারতীয় রেলে আমূল পরিবর্তন, সবকিছুই হয়েছে আজ। চলুন একে একে শুরু করা যাক!

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

10) আজ রাতের মধ্যেই প্রকাশ করতে হবে অযোগ্যদের তালিকা

2016 সালের এসএসসি নিয়োগ দুর্নীতি কেলেঙ্কারিতে 26 হাজার শিক্ষক শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। আর রাজ্য সরকারের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে অযোগ্যদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়। কিন্তু তার বিরুদ্ধে সরব হয় যোগ্য চাকরিহারারা। তাদের দাবি, আজ রাতের মধ্যেই যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। নাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবে। এমনকি মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেও কোনোরকম সুরহা মেলেনি। বিস্তারিত পড়তে- ক্লিক করুন

9) বাংলাকে না জানিয়েই জল ছাড়ছে DVC

দক্ষিণবঙ্গে ফের সৃষ্টি হয়েছে বন্যার আশঙ্কা। রাজ্য সরকারকে না জানিয়েই ডিভিসি 11 জুলাই পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে নাকি 55 হাজার কিউসেক জল ছেড়ে দিয়েছে। আর এ নিয়ে সরব হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। জল ছাড়ার কোনোরকম আগাম বার্তা না দেওয়ায় হাওড়া, হুগলি, এবং পূর্ব বর্ধমান সহ একাধিক জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাজ্যের সেচ দপ্তর ইমেইলে ডিভিসির কাছে ব্যাখ্যাও চেয়েছে। এমনকি রাজ্য সরকার পূর্বেও ডিভিসের বিরুদ্ধে ম্যান মেড বন্যা সৃষ্টির অভিযোগ তুলেছিল। ইতিমধ্যে নিচু এলাকাগুলিকে সতর্ক করা হয়েছে। বিস্তারিত পড়তে- ক্লিক করুন

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

8) ছয়দিন পর যমুনা নদীতে মিলল ছাত্রীর মৃতদেহ

দীর্ঘ ছয় দিন নিখোঁজ থাকার পর দিল্লির যমুনা নদীতে উদ্ধার হয়েছে ত্রিপুরার ছাত্রী স্নেহা দেবনাথের মৃতদেহ। 19 বছরের স্নেহা দিল্লি ইউনিভার্সিটির ছাত্রী ছিলেন এবং আইআইটি মাদ্রাজ থেকে কোর্স করছিলেন বলে খবর পাওয়া গিয়েছে। 27 জুলাই সিগনেচারের ব্রিজে তাকে শেষবার দেখা গিয়েছিল। পরে তার লেখা একটি চিরকুটে আত্মহত্যার রিইঙ্গিত মেলে। 13 জুলাই গীতা কলোনির ফ্লাইওভারের নিচে তার দেহ পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। এমনকি প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে উঠছে। বিস্তারিত পড়তে- ক্লিক করুন

7) 16 জুলাই রাজপথে নামছে মমতা

ভিন রাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে আগামী 16 জুলাই রাজপথে নামছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উড়িষ্যা, দিল্লি সহ বিভিন্ন রাজ্যের বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার থেকে শুরু করে বাংলা ভাষায় কথা বলা নিয়ে হেনস্থা, বিদ্যুৎ-জল সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে কেন্দ্র এবং বিজেপি শাসিত রাজ্যগুলির নীরবতায় ক্ষুব্ধ হয়েছে তৃণমূল কংগ্রেস। চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, দুপুর 1 টায় কলেজ স্কয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আগামী 16 জুলাই মিছিল হবে। এই সময় রাজ্যের বিভিন্ন জেলায় এবং দিল্লিতে প্রতিবাদ কর্মসূচিও অনুষ্ঠিত হবে। বিস্তারিত পড়তে- ক্লিক করুন

6) যৌন নিগ্রহের শিকার হয়ে নিজেকে পুড়িয়ে দিলেন কলেজ ছাত্রী

উড়িষ্যার ফকির মোহন কলেজে যৌন নিগ্রহের শিকার হয়ে আত্মহত্যার চেষ্টা করেছে এক বিএড ছাত্রী। অধ্যাপক শারীরিক সম্পর্কের প্রস্তাব দিলে ওই ছাত্রী কলেজে কেরোসিন তেল ঢেলে গায়ে আগুন লাগিয়ে দেন। বর্তমানে ওই ছাত্রী AIIMS ভুবনেশ্বরে ভর্তি, এমনকি 95 শতাংশ দগ্ধ অবস্থায় লাইফ সাপোর্টে রয়েছেন। কিডনির ক্ষতি হওয়ায় চলছে ডায়ালাইসিস। 10 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তার জন্য। আর কলেজ কর্তৃপক্ষ প্রথমে কোনোরকম পদক্ষেপ না নেওয়ায় প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। এমনকি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উড়িষ্যা সফরে যাচ্ছেন এই বিষয়টি খতিয়ে দেখতে। বিস্তারিত পড়তে- ক্লিক করুন

5) বাংলায় 123.63 কোটি টাকা দিয়ে 40 একর জমি নিল রেল

টিটাগড় রেল সিস্টেমস লিমিটেডে বন্দে ভারত এবং মেট্রো কোচ নির্মাণের জন্য বিরাট পদক্ষেপ নিচ্ছে ভারতীয় রেল। 126.63 কোটি টাকায় রাজ্য সরকার 99 বছরের পুরনো একটি 40 একর জমি লিজ নিয়েছে, যা তাদের বর্তমান কারখানার পাশেই অবস্থিত। জানা যাচ্ছে, নতুন জমিতে কোচ তৈরি ছাড়াও ট্রেনের ফার্মিং, টেস্টিং, কমিশনিং ও নিজস্ব টেস্ট ট্র্যাক নির্মাণ করা হবে। আর এই প্রকল্পের জন্য 200 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে। এমনকি এই সংস্থার অর্ডার বুক 11,200 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। বিস্তারিত পড়তে- ক্লিক করুন

4) 74 হাজার কোচে এবার সিসিটিভি বসবে

ভারতীয় রেল যাত্রীদের সুরক্ষার জন্য বিরাট পদক্ষেপ নিয়েছে। হ্যাঁ, 74,000 কোচ এবং 15,000 লোকোমোটিভে এবার উন্নতমানের সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ চলছে। প্রতিটি কোচে চারটি করে এবং ইঞ্জিনে ছয়টি করে ক্যামেরা থাকবে বলে জানানো হয়েছে। আর সঙ্গে থাকবে ডোম ক্যামেরা ও ডেস্ক মাউন্টেড মাইক্রোফোন। এই সিসিটিভি ক্যামেরাগুলি একেবারে চলন্ত ট্রেনে পরিষ্কার ভিডিও দেবে। ফলে যাত্রীদের গোপনীয়তা বজায় থাকবে। এখনো পর্যন্ত শুধুমাত্র বন্দে ভারত ও অমৃত ভারত ট্রেনে এই সুবিধা ছিল। তবে এবার থেকে প্রত্যেকটি ট্রেনেই এই সিস্টেম চালু করা হবে। বিস্তারিত পড়তে- ক্লিক করুন

3) ইন্টারনেট স্পিডে বিশ্বরেকর্ড করল জাপান

জুন মাসে জাপান ইন্টারনেট গতিতে বিশ্বরেকর্ড ছুঁয়েছে। হ্যাঁ, প্রতি সেকেন্ডে 10 লক্ষ 20 হাজার গিগাবাইট ট্রান্সফারের ক্ষমতা অর্জন করেছে তারা। আর এই অবিশ্বাস্য সাফল্যের পেছনে রয়েছে NICT-র গবেষণা, যারা সাধারণ ফাইবার অপটিক কেবল ব্যবহার করেই 50টির বেশি আলোক তরঙ্গ এবং চারটি কোরের মাধ্যমে এই বিরাট নেটওয়ার্কের গতি অর্জন করতে পেরেছে। আর এই গতি দিয়ে 8K ভিডিও স্ট্রিমিং থেকে শুরু করে যেকোনো ভারী কাজ সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। বিস্তারিত পড়তে- ক্লিক করুন

2) মোদিকে 1000 কেজি আম পাঠাল ইউনূস

ওপার বাংলার প্রধান উপদেষ্টা নোবেল জয়ী মহম্মদ ইউনূস ভারতকে হঠাৎ 1000 কেজি হাড়িভাঙা আম পাঠালেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার হিসেবেই তিনি পাঠিয়েছেন এই আম। সোমবার এই আম দিল্লিতে পৌঁছে প্রধানমন্ত্রীর দপ্তর এবং অন্যান্য রাজনৈতিক মহলে বিতরণ হবে বলে খবর। পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য রাজ্যের বিশিষ্ট মানুষজনের জন্যও 300 কেজি আম পাঠানো হয়েছে। তবে এই আম পাঠানোর নেপথ্যে কী কারণ রয়েছে, তা এখনো পর্যন্ত অনুমান করা যাচ্ছে না। বিস্তারিত পড়তে- ক্লিক করুন

1) 150 মিনিটে 1200 কিমি যাবে চিনের এই ট্রেন

বিমানের চেয়েও দ্রুত গতিতে ছুটবে এবার ট্রেন। হ্যাঁ, রেল ব্যবস্থার আমূল বদলে দিচ্ছে চিন। জানা গিয়েছে, তারা 600 কিলোমিটার প্রতি ঘণ্টা গতির ম্যাগলেভ ট্রেন নিয়ে এসে গোটা বিশ্বকে এবার তাক লাগিয়ে দেবে। আর এই ট্রেনের মাধ্যমে মাত্র 150 মিনিটেই 1200 কিলোমিটার পথ পাড়ি দেওয়া যাবে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, 2025 সালের শেষ নাগাদ এই উচ্চগতির ট্র্যাক নির্মাণ সম্পন্ন হবে। ফলে খুব শীঘ্রই এই সুপারফাস্ট ট্রেনের চাকা গড়াবে জিনপিং-এর দেশে। বিস্তারিত পড়তে- ক্লিক করুন

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group