Top 10: সাংবাদিককে হামলা, রাজ্যে বন্যা, সঞ্জয়ের বেকসুর খালাস! এক ঝলকে আজকের সেরা ১০ খবর

Published on:

india hood top 10

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ থেকে রাজ্য-রাজনীতি, পাশাপাশি অর্থনৈতিক কিংবা প্রযুক্তির জগৎ, আজকের দিনে কোথায় কী ঘটেছে? আমরা India Hood-র তরফ থেকে নিয়ে এসেছি আজকের সেরা দশ খবর, যা না জানলেই মিস করবেন অনেক কিছু। রিপাবলিক বাংলার সাংবাদিককে হামলা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বন্যা, পাশাপাশি ট্রেনে পাথর ছোড়াছুড়ি কিংবা আরজিকর কাণ্ডে সঞ্জয়ের বেকসুর খালাস, সবই ঘটেছে আজ। চলুন একে একে শুরু করি আজকের সেরা দশ খবর!

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

10) বিজেপিকে কটাক্ষ মমতার

আজ ধর্মতলার প্রতিবাদ মিছিল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে তীব্র আক্রমণ করে বসেন। তিনি অভিযোগ করেন যে, বাংলা ভাষায় কথা বললেই বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশি বলে জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর মোদিকে হুশিয়ারি দিয়ে বলেন যে, অত্যাচার বন্ধ না হলে কীভাবে থামাতে হয়, তা আমরা ভালোভাবে জানি। তিনি জানিয়েছেন, 26-এ বাংলার পর দিল্লিতেও ইন্ডিয়া জোট সরকার গড়া হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

9) দক্ষিণবঙ্গের চার জেলায় বন্যা

দক্ষিণবঙ্গের চার জেলায় তৈরি হয়েছে বন্যার আশঙ্খা। এ নিয়ে নবান্নের জরুরী বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসি মঙ্গলবার 48 হাজার কিউসেক জল ছাড়ার ফলে নদীর জল বেড়ে গ্রাম এবং চাষের জমিতে ঢুকে গিয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, হুগলি জেলায় পরিস্থিতি খুবই সংকটজনক। আর প্রতিটি জেলায় আধিকারিকদের দায়িত্ব দিয়ে 24 ঘন্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। এমনকি মমতা ডিভিসি’র এই জল ছাড়াকে ম্যানমেড বন্যা বলেও কটাক্ষ করেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

8) SSC-র বিজ্ঞপ্তির মামলা খারিজ করল হাইকোর্ট

এসএসসি’র নয়া পরীক্ষার বিজ্ঞপ্তির বিরুদ্ধে সমস্ত মামলা খারিজ করে ফেলল হাইকোর্ট। দীর্ঘ জটিলতা কাটিয়ে বুধবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল যে, এসএসসি’র নতুন বিজ্ঞপ্তিতে আর কোনোরকম হস্তক্ষেপ করা যাবে না। কমিশন যেভাবে পরীক্ষার আয়োজন করবে, ঠিক সেভাবেই পরীক্ষা হবে। যোগ্যতার মান বদল, নম্বর বিভাজনের পরিবর্তন, বয়সসীমা, সবকিছুই কমিশন নির্ধারণ করবে। কারণ সুপ্রিম কোর্ট কোনো জায়গায় বলে দেয়নি যে, 2016 সালের পুরনো নিয়ম মেনে নিয়োগ করতে হবে। কমিশন যেমনটা মনে করছে, ঠিক তেমনটাই হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

7) ট্রেনে উঠে মারাধোর, পাথর ছোড়াছুড়ি! গ্রেপ্তার দশ যুবক

উত্তরপ্রদেশে চলন্ত ট্রেন থামিয়ে যাত্রীদের উপর চড়াও হয়েছে একদল যুবক। যাত্রীদের উপর মারাধোর, পাথর ছোড়াছুড়ি, সবই হয়েছে। ঘটনাটি উত্তরপ্রদেশে জৌনপুর জেলার কাটওয়ার হল্ট স্টেশনের কাছে। জানা গিয়েছে, জৌনপুর-রায়বরেলি ইন্টারসিটি এক্সপ্রেস 9 জুলাই হঠাৎ করেই কাটওয়ার হল্টের কাছাকাছি আসতেই থামানো হয়। তারপর একদল যুবক ট্রেনে উঠে মারাধোর শুরু করে। সূত্রের খবর, ট্রেনের কিছু যাত্রীদের সঙ্গে তাদের পূর্বে ঝামেলা ছিল। আর সেই বিবাদ থেকেই এই হামলা। ইতিমধ্যেই দশজনকে গ্রেফতার করেছে পুলিশ। আর তাদেরকে হেফাজতে রাখা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

6) ভারতকে কাঁদিয়ে তিস্তা মাস্টার প্ল্যান চূড়ান্তের পথে বাংলাদেশ?

বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মহম্মদ ইউনূস তিস্তা নদী দিয়ে মহা পরিকল্পনার ডিজাইন চূড়ান্ত করতে চলেছে আগামী অক্টোবর মাসের মধ্যে। আর এই পরিকল্পনায় বিরাট ভূমিকা নিচ্ছে চিন। হাসিনা সরকারের পতনের পর থেকে চিনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা বেড়েছে। বিশেষজ্ঞরা মনে করছে, চিন-ভারত উত্তেজনার আগুনে তিস্তা প্রকল্প ভারতকে চাপে ফেলতে পারে। আর চিন এবং বাংলাদেশের একাধিক যৌথ বৈঠকে তিস্তার জল বন্টন এবং নদী বাঁধ প্রকল্প নিয়েও ইতিমধ্যে আলোচনা হয়েছে। ফলে এই বিষয়টিতে কড়া নজরদারি করছে ভারতীয় কূটনৈতিক মহল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

5) আরজিকর কাণ্ডে সঞ্জয়ের বেকসুর খালাস করল কলকাতা হাইকোর্ট

আরজিকর মেডিকেল কলেজে 2014 সালের আগস্ট মাসে ঘটে এক ছাত্রীর নৃশংস ধর্ষণ এবং খুনের ঘটনা। আর সেই ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে শিয়ালদা আদালতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় চলতি বছরের জানুয়ারি মাসে। যদিও সিবিআই ফাঁসির দাবি করেছিল। কিন্তু শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসা সঞ্জয় কলকাতা হাইকোর্টে বেকসুর খালাসের আবেদন জানিয়েছিল। অবশেষে 16 জুলাই বিচারপতি দেবাংশু বসাক ও মহম্মদ শব্বর রশিদির বেঞ্চ সেই আবেদন গ্রহণ করেছে। আর মামলার পরবর্তী শুনানি হবে আগামী সেপ্টেম্বর মাসে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

4) ধর্মতলার মহাসভায় যোগ দিতে নদীয়া থেকে হাঁটা শুরু করলেন শাহিদ

21 জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলার মহাসভায় যোগ দিতে নদীয়ার তৃণমূল কর্মী শাহিদ মণ্ডল এবার পায়ে হেঁটে যাত্রা শুরু করলেন, যে ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আর এই ঘটনায় তৃণমূল কর্মীদের দলের প্রতি তার ভালোবাসা যেন ফুটে উঠছে। ধর্মতলায় শহীদ দিবসের মঞ্চ তৈরীর খুঁটিপুজো ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আর সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের শীর্ষ নেতারা। সামনে বিধানসভা নির্বাচন থাকায় রাজনৈতিক মহল ধারণা করছে যে, এই 21 জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়সড় কোনও চমক আনতে পারে। এখন দেখার এদিন ঠিক কী হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

3) জোকা-IIM মেট্রো নিয়ে সুখবর

জোকা থেকে IIM পর্যন্ত 1.2 কিলোমিটার মেট্রো রুট সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা মেট্রো। মেট্রো রেলওয়ে আইনের 21(1) ধারায় বলা হয়েছে যে, এই রুটের পাশে 10 থেকে 20 মিটার পর্যন্ত নতুন নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ। আর সম্প্রসারণের আওতায় একটি নতুন স্টেশনে তৈরি করা হবে IIM সংলগ্ন এলাকায়। এর পাশাপাশি মোহনবাগান মাঠের পাশেও একটি নতুন স্টেশন পরিকল্পনা রয়েছে। কেন্দ্র সরকার এই প্রকল্পের জন্য ইতিমধ্যে 1000 কোটি টাকা বরাদ্দ করেছে বলে খবর পাওয়া গিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

2) পেট্রোলের বদলে মিলছে জল, বিকল হচ্ছে গাড়ি

পূর্ব বর্ধমানে ঘটে গেল এক অবাক করা ঘটনা। পেট্রোল পাম্প থেকে পেট্রোল কিনে বাইক গাড়ি অচল হয়ে যাওয়ায় অভিযোগ উঠল এবার ভাতারে। হ্যাঁ, বাইকের ট্যাংক খুললেই দেখা যাচ্ছে, পেট্রোলের সঙ্গে জলের মিশ্রণ। এমনকি ইঞ্জিন বিকল হয়ে বহু গাড়ির ক্ষতি হচ্ছে। এক স্থানীয় মেকানিক জানাচ্ছে, ইথানল মিশ্রিত পেট্রোল জলে পরিণত হয়েই যন্ত্রাংশগুলিকে নষ্ট করে দিচ্ছে। ঘটনাটি জানাজানি হতেই পাম্প ঘিরে বিক্ষোভ শুরু হয়েছে। অভিযোগ উঠছে, আগেও এই পাম্পে ভেজাল পেট্রোল বিক্রি হয়েছিল। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

1) পার্ক সার্কাসে সাংবাদিকের উপর হামলা

সাংবাদিকের মুখ বন্ধ করার জন্য তার উপরেই হামলা! হ্যাঁ, রিপাবলিক বাংলার জনপ্রিয় অ্যাঙ্কার কিশলয় মুখার্জীর উপর কলকাতার পার্ক সার্কাস স্টেশনে গতকাল রাতে দুষ্কৃতীরা হামলা করেছে। তিনি লাইভে এসে বলেছেন, পার্ক সার্কাস স্টেশনের কাছে আমার উপর ছুরি চালানো হয়েছে। আমি যদি মরে যাই, তাই লাইভে আসলাম। তবে এই ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কোনোরকম গ্রেফতারের ঘটনা সামনে আসেনি। পুলিশ এই নিয়ে তদন্ত চালাচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group