Top 10: মমতার ফ্ল্যাট বানানো, পাকিস্তানে হামলা, রাসেলের অবসর! এক ঝলকে আজকের সেরা ১০ খবর

Published on:

india hood top 10

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ থেকে শুরু করে রাজ্য-রাজনীতি, অর্থনীতি কিংবা প্রযুক্তির জগৎ, আজকের দিনে কোথায় কী ঘটেছে? আমরা India Hood-র তরফ থেকে নিয়ে এসেছি আজকের সেরা দশ খবর, যা না পড়লে মিস করবেন অনেক কিছু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 290 কোটি টাকার বিনিময়ে ফ্ল্যাট বানানো থেকে শুরু করে পাকিস্তানি আর্মির উপর বিএলএ’র হামলা, পাশাপাশি ভারতের বস্ত্রখাতে জাপানের বিনিয়োগ কিংবা সাহেব চট্টোপাধ্যায়ের নগ্ন ভিডিও ভাইরাল, সবই রয়েছে আজকের সেরা দশে। তো চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক আজকের সেরা দশ খবর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

10) নিম্নবিত্তদের জন্য নিউটাউনে 290 কোটি টাকার ফ্ল্যাট বানাল মমতা

নিম্নবিত্তদের মাথার উপর ছাদ তুলে দেওয়ার জন্য বিরাট উদ্যোগ দিলে মমতা ব্যানার্জি। এবার 290 কোটি টাকা খরচ করে কলকাতার নিউ টাউনের বুকে নির্মাণ করল ‘নিজন্ন ও সুজন্ন’ নামের দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। আর এখানে মোট 1210টি ফ্ল্যাট থাকছে, যা বাজারের তুলনায় অনেকটাই সস্তায় মিলবে। জানা গিয়েছে, লটারির মাধ্যমে বরাদ্দ করা হবে এই ফ্ল্যাট। পাশাপাশি এখানে ফুড কোর্ট, ক্যাফেটেরিয়া, পার্ক, মর্নিং ওয়াক জোন, সবকিছুই থাকবে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী বাচ্চাদের জন্য তৈরি করেছে আলাদা পার্ক তরন্ন এবং বিশাল মাল্টিলেভেল পার্কিং লট সুসম্পন্ন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

9) ভারত থেকে 2004 জনকে পুশ-ইন বাংলাদেশে

সম্প্রতি বাংলাদেশের সংবাদমাধ্যম দাবি করছে যে, ভারত গত 4 মে 2004 জন সন্দেহজনক ব্যক্তিকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের পুশ-ইন করেছে। সিলেট বিভাগের চারটি সীমান্ত দিয়ে বুধবার 55 জনকে পাঠানোর অভিযোগে উঠেছে। আর বর্ডার গার্ড বাংলাদেশের মতে, এদের মধ্যে অনেক নারী এবং শিশু রয়েছে। বাংলাদেশ পুলিশ দাবি করছে, বিভিন্ন সীমান্ত দিয়ে একাধিক পরিবারকে জোর করে ঠেলে এদেশে পাঠানো হচ্ছে। যদি ভুলবশত ভারতীয় কেউ থাকে, তাহলে তাকে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ প্রশাসন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

8) পাকিস্তানি আর্মির উপর BLA-র হামলা, নিহত 39

পাকিস্তানি সেনাদের উপর ভয়াবহ হামলা করল বালোচ লিবারেশন আর্মি (BLA)। হ্যাঁ, একধাক্কায় 39 জন পাকিস্তানি সেনা মারা গিয়েছে। সূত্রের খবর, 16 জুলাই বুধবার বালুচিস্তানের কালাত জেলার নিমরাগ ক্রস এলাকায় বিএলএ’র হামলায় 29 জন পাকিস্তানি সেনা প্রাণ হারিয়েছে। পাশাপাশি 15 এবং 16 জুলাই বিএলএ দুটি হামলা করেছে পাকিস্তানি সেনাদের উপর। পাশাপাশি 15 জুলাই কোয়েটা-করাচি রোডে BLF-র হামলায় 6 জন প্রাণ হারিয়েছে এবং 16 জুলাই আরও 4 জন। অর্থাৎ, মোট 39 জনের প্রাণহানি হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

7) পার্থের জামিন মামলা থেকে সরে এলেন বিচারপতি

নিয়োগ দুর্নীতি মামলার জামিন চেয়ে সুপ্রিম কোর্টের কাছে গিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু বৃহস্পতিবার তার জামিন মামলার শুনানি ঝুলে গেল। কারণ বিচারপতি জয়মাল্য বাগচী সেদিন নিজেই মামলাটিকে সরিয়ে নিয়েছেন। আর বিচারপতির সূর্যকান্ত এবং বাগচীর বেঞ্চে মামলাটি উঠলেও বিচারপতি বাগচী জানিয়ে দেন যে, তিনি শুনানি করবেন না। ধারণা করা হচ্ছে যে, কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন পার্থের মামলায় যুক্ত থাকার অভিযোগ এড়াতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

6) ভারতীয় বস্ত্রখাতে বিনিয়োগ করছে জাপান!

ভারতীয় বস্ত্র খাতে এবার জাপান বিনিয়োগ করতে চলেছে। কারণ, বাংলাদেশ থেকে বস্ত্র আমদানি নিষিদ্ধ হওয়ার পর ভারত নিজস্ব বস্ত্র শিল্পকে শক্তিশালী করতে উদ্যোগী হয়েছে। 15 জুলাই টোকিওতে অনুষ্ঠিত 16 তম ইন্ডিয়া ট্রেড ফেয়ারে ভারতীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং এবং জাপানি সংস্থাগুলির মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে বলে খবর পাওয়া গেল। সেখানে ইউনিক্লো, অ্যাডাস্ট্রিয়া সহ বিভিন্ন জাপানি সংস্থা ভারতের উপর বিনিয়োগের আশ্বাস দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছে, এর ফলে জাপানে ভারতের পোশাকের রপ্তানি দিনের পর দিন বাড়বে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

5) ভাইরাল হল সাহেব চট্টোপাধ্যায়ের নগ্ন ভিডিও

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল সাহেব চট্টোপাধ্যায়ের নগ্ন ভিডিও। হ্যাঁ, ছোট পর্দার বেশ পরিচিত মুখ সাহেব চট্টোপাধ্যায়। সারেগামাপা থেকে তার যাত্রা শুরু। বর্তমানে স্টার জলসার কথা ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন তিনি। তবে সম্প্রতিক ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে অজ্ঞাত এক নারীর সঙ্গে ভিডিও কলে আপত্তিকর পরিস্থিতিতে দেখা গিয়েছে। আর এ নিয়েই প্রশ্ন তুলছে নেটিজেনদের একাংশ। কেউ কেউ বলছে, একজন অভিনেতা হয়ে কীভাবে তিনি এরকম ভিডিও প্রকাশ্যে আনতে পারে? আবার কেউ কেউ বলছে, প্রযুক্তি অর্থাৎ AI দিয়ে ভিডিওটি বানানো। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

4) মহাকাশ থেকে ফিরে এসে পরিবারের সাথে দেখা করলেন শুভাংশু শুক্লা

15 জুলাই মহাকাশ থেকে সফলভাবে ফিরে এসেছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। দুই মাস পর স্ত্রী এবং ছেলেকে দেখে আবেগে জড়িয়ে ধরেছেন তিনি। ISRO-র এই আবেগঘন মুহূর্তের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। শুভাংশু নিজেও ইনস্টাগ্রামে লিখেছেন, এটা মানুষের তৈরি ম্যাজিক। তার স্ত্রী জানিয়েছেন, এখন শুভাংশুর রিহ্যাবিলিটেশনেই গুরুত্ব দেওয়া হবে। প্রসঙ্গত, 14 জুলাই তিনি পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর 15 জুলাই নির্ধারিত সময়ের মধ্যেই তিনি পৃথিবীর বুকে পা দিয়েছেন। পরে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরিবারের সঙ্গে দেখা করেছেন শুভাংশু। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

3) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন আন্দ্রে রাসেল

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। 21 জুলাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম দুটি ম্যাচ খেলেই 23 জুলাই তিনি বিদায় নেবেন বলে জানিয়েছেন। রাসেল জানান, জাতীয় দলের হয়ে খেলা তার জীবনের সবথেকে গর্বের মুহূর্ত। 2010 সালে অভিষেকের পর রাসেল 84টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, তাতে মোট 1078 রান করেছেন এবং 71টি উইকেটও নিয়েছেন। তিনি 2022 এবং 2016 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। পাশাপাশি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে 2014 এবং 2024 সালে শিরোপা জিতেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

2) ভারতের থেকে অস্ত্র কিনছে আর্মেনিয়া

আর্মেনিয়া ভারত থেকে 80টি অ্যাডভান্সড টাওড আর্টিলারি গান সিস্টেম কেনার কথা ভাবছে। 2023 সালে 12টি ATAGS সফলভাবে ব্যবহার করার পর এবার বিপুল পরিমাণে কেনার সিদ্ধান্ত নিয়েছে তুরস্কের প্রতিদ্বন্দ্বী এই দেশ। ভারতের কল্যাণী স্ট্র্যাটেজিক সিস্টেম লিমিটেড বর্তমানে এই অস্ত্র তৈরি করছে ডিআরডিও’র সঙ্গে সহযোগিতায়। আর ইতিমধ্যে ভারতীয় সেনার জন্য 370টি ইউনিট উৎপাদন চলছে। তবে এই যৌথ চুক্তিতে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরো মজবুত হবে এবং উৎপাদন খরচ কমবে বলে মনে করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

1) টাকায় মন্দিরের ছবি থাকায় নিতে নাকোজ বাংলাদেশী রিকশাওয়ালা

বাংলাদেশের 20 টাকার নোটে কান্তাজিউ মন্দিরের ছবি থাকায় তা নিতে অস্বীকার করেছে রিকশাচালকরা। সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক যাত্রী মন্দিরের ছবি যুক্ত একটি নোট রিকশাওয়ালাকে দিতে চাইলে তা নিতে অস্বীকার করছে। এমনকি একজন নোটটি ছিঁড়েও ফেলে দেন। অভিযোগ উঠছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কেন মন্দিরের ছবি থাকা নোট চলবে? যদিও অনেকেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। সরকারের তরফ থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ঐতিহাসিক স্থাপত্যের ছবি বসানো হলেও এই সিদ্ধান্ত নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group