Top 10: বন্যায় পাকিস্তানে মৃত্যু, বাংলাদেশে হামলা, তৃণমূল নেতার মৃত্যু! এক ঝলকে আজকের সেরা ১০ খবর

Published on:

india hood top 10

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্য-রাজনীতি থেকে দেশ-বিদেশ, অর্থনীতি কিংবা প্রযুক্তির জগৎ, আজকের দিনে কোথায় কী ঘটেছে? আমরা India Hood-র তরফ থেকে নিয়ে এসেছি আজকের সেরা দশ খবর, যা না জানলে নয়। পাকিস্তানে মৃত্যু থেকে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীর গুলিতে সাধারণ মানুষের মৃত্যু, আবার স্কুলে গীতা পাঠ কিংবা 21 জুলাইয়ের পদক্ষেপ, সবকিছুই রয়েছে আজকের সেরা দশে। তো চলুন একে একে দেখে নেওয়া যাক, আজকের সেরা দশ খবর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

10) পাকিস্তানের বন্যার জেরে মৃত্যু 203

পাকিস্তানে একটানা বৃষ্টিপাতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত 203 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 97 জন শিশু। আর সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাঞ্জাব প্রদেশে। সেখানে 123 জন প্রাণ হারিয়েছে। পাশাপাশি খাইবার পাখতুনখোয়ায় 40 জন এবং সিন্ধু, বালুচিস্থান ও ইসলামাবাদে আরও 40 জন প্রাণ হারিয়েছে। শুধু তাই নয়, 560 জন আহত হয়েছে, যাদের মধ্যে 182 জন শিশু। এমনকি বহু এলাকায় বন্যার জল বাড়ির ছাদ পর্যন্ত উঠে গিয়েছে। আর ছাদ ধসেই প্রায় 118 জনের প্রাণ হারিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

9) বাংলাদেশ সেনাবাহিনীর গুলিতে নিহত 5 সাধারণ নাগরিক

বাংলাদেশের গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলিতে 5 জনের মৃত্যু হয়েছে। আর এই নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে 16 জুলাই, যখন এনসিপি বঙ্গবন্ধুর কবর সরানোর দাবি তোলা হয়। এর ফলে প্রতিবাদে সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের জনগোষ্ঠী পথে নামলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। সেনা পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করলে তাঁরা গুলি চালায় বলে অভিযোগ। যদিও সেনা কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। এমনকি সবথেকে বড় ব্যাপার, নিহতদের মধ্যে একজন হিন্দু যুবক ছিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

8) চিন শুরু করল বৃহত্তম নদী বাঁধ নির্মাণের কাজ

চিন ব্রহ্মপুত্র নদীতে বিশ্বের বৃহত্তম নদী বাঁধ নির্মাণের কাজ শুরু করে দিয়েছে। আর এটি ভারতের সীমান্তঘেঁষা তিব্বতের ইয়ার্লুং সাংপো নদী। ভারতের বারবার আপত্তি সত্ত্বেও চিন 2025 সাল থেকেই এই প্রকল্প শুরু করেছে। চিনের প্রধানমন্ত্রী সম্প্রতি এক অনুষ্ঠানে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 1.2 ট্রিলিয়ন ইউয়ান টাকা ব্যয় করে নির্মিত এই বাঁধ ভারতের অরুণাচল প্রদেশ, অসম ও উত্তর-পূর্ব ভারতের রাজ্য ও বাংলাদেশের জল সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে। এখন দেখার, ভবিষ্যতে কী হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

7) হরিয়ানার স্কুলে বাধ্যতামূলক শ্রীমদ্ভাগবত গীতা পাঠ

হরিয়ানা সরকার রাজ্যের সমস্ত স্কুলে শ্রীমদ্ভাগবত গীতা শ্লোক পাঠ বাধ্যতামূলক করল। এখন থেকে প্রতিদিন স্কুলের প্রার্থনা সভায় গীতার একটি করে শ্লোক পাঠ করা হবে, যার অর্থ এবং ব্যাখ্যা শিক্ষার্থীদেরকে ভালোভাবে বোঝানো হবে। শিক্ষকদের প্রতি সপ্তাহে একটি করে শ্লোক নির্বাচনে করে নোটিশ বোর্ডে ব্যাখ্যা সহ প্রদর্শনের নির্দেশও দেওয়া হয়েছে। আর শিক্ষার্থীদের উৎসাহিত করা হবে গীতা আবৃত্তি এবং আলোচনায় অংশ নিতে। তবে এই সিদ্ধান্তকে ঘিরে বিভিন্ন মহলে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

6) উত্তরপ্রদেশের সিআরপিএফ জওয়ানকে মারধর কানওয়ারগামী ভক্তদের

উত্তরপ্রদেশের মির্জাপুর স্টেশনে এক সিআরপিএফ জওয়ানকে উদুম মারধর কানওয়ারগামী কিছু ভক্ত। জানা যাচ্ছে, ঘটনার দিন ওই সিআরপিএফ জওয়ান ব্রহ্মপুত্র এক্সপ্রেসের টিকিট কাটতে মির্জাপুর স্টেশনে পৌঁছেছিল। তবে সেখানে কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে বিতর্ক শুরু হয়। আর বিষয়টি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, কিছু কানওয়ার ভক্তরা ওই জওয়ানকে হঠাৎ করে আক্রমণ করে বসে। এমনকি স্টেশনের মেঝেতে ফেলে মারধর করা হয় ও লাথিও মারা হয়। বর্তমানে পুলিশ সাতজন যুবককে গ্রেফতার করেছে এবং তল্লাশি চলছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

5) 20 বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদির ঘুমন্ত রাজপুত্র

দীর্ঘ 20 বছর কোমায় থাকার পর চিরনিদ্রায় পাড়ি দিলেন সৌদির ঘুমন্ত রাজপুত্র। হ্যাঁ, গোটা দুনিয়া থেকে ঘুমন্ত রাজপুত্র হিসেবেই চেনে। মাঝে মাঝে তার আঙ্গুল নড়াচড়া এবং চোখের পাতা কাঁপা দেখে তার পরিবারের সদস্যরা আসার আলো দেখতো। জানা গিয়েছে, 2005 সালে এক সড়ক দুর্ঘটনায় তার মস্তিষ্কে গুরুতর আঘাত লাগে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। আর এরপর থেকেই তিনি কোমায় চলে যান। প্রথমে তাকে লন্ডনে চিকিৎসা করা হয়। তারপর এক মেডিকেল সিটিতে লাইফ সাপোর্টে ছিলেন দীর্ঘ 20 বছর। অবশেষে চির ঘুমের দেশে পাড়ি দিলেন সেই রাজপুত্র। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

4) জামিন পেল জোকা IIM-এ ধর্ষণের অভিযুক্ত

জোকা IIM-এ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দ্বিতীয় বর্ষের এক পড়ুয়া শর্তসাপেক্ষে জামিন পেয়েছে। সাত দিনের পুলিশি হেফাজতে থাকার পর আলিপুর আদালত তাকে 50 হাজার টাকার বিনিময়ে জামিন দেয়, যার মধ্যে 25 হাজার টাকা নগদ এবং বাকি ব্যক্তিগত বন্ড। জামিনের শর্ত অনুযায়ী, অভিযুক্তকে পাসপোর্ট জমা দিতে হয়েছে। আর রাজ্য ছাড়ার আগে আদালতের অনুমতিও নিতে হবে। পাশাপাশি তদন্তে সহযোগিতা করতে হবে এবং নির্যাতিতার উপরে প্রভাব বিস্তার করাও চলবে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

3) 21 জুলাইয়ের আগেই বীরভূমে খুন তৃণমূল নেতা

21 জুলাই তৃণমূলের মহা সমাবেশের আগে বীরভূমের মল্লারপুরে খুন হয়েছে তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখ। হ্যাঁ, শনিবার রাতে বিষিয়াগ্রামে তাকে লক্ষ্য করে পরপর তিনটি বোমা ছোড়া হয়েছে। মাথা এবং ঘাড়ে আঘাত লাগায় ঘটনাস্থলাই তিনি লুটিয়ে পড়েন। এরপর হাসপাতালে তার মৃত্যু ঘটে। বাইতুল্লাহ ছিলেন পঞ্চায়েত সমিতির একজন প্রাক্তন কর্মদক্ষ এবং দলের প্রভাবশালী মুখ। ঘটনায় গোষ্ঠী সংঘর্ষেরও আশঙ্কা করা হচ্ছে। আর এই গোটা ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং এবং পুলিশ তদন্ত শুরু করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

2) 21 জুলাইয়ের জন্য রাজ্যের স্কুলে বন্ধ হচ্ছে মিড-ডে মিল

21 জুলাই তৃণমূল সমাবেশকে ঘিরে বন্ধ থাকবে স্বনির্ভর গোষ্ঠীর কিচেন ক্যান্টিন। এর ফলে সমস্যায় পড়েছে কলকাতা ও জেলার অনেক স্কুলের মিড-ডে মিল ব্যবস্থা। সমাবেশে যোগ দিতে রান্নার কর্মীরাও ছুটি নিয়েছেন। তাই কিছু কিছু স্কুলের শিক্ষকরাই মিড-ডে রাঁধবে বলে খবর। অন্যদিকে কিছু স্কুলে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। আর নারায়ন দাস বাঙ্গুর ইনস্টিটিউশনের শিক্ষকরা নিজেরাই রান্না করবে। পাশাপাশি রাজ্যের মিড-ডে মিল প্রজেক্ট ডিরেক্টর জানিয়েছে, অভিযোগ পেলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

1) লোকাল ট্রেনের ভাড়ায় যাওয়া যাবে এসি ট্রেনে

একেবারে মেট্রোর মতো পরিষেবা। লাগবে না কোনও অতিরিক্ত খরচ। প্রত্যেকটি কোচেই বসবে বসবে এসি। হ্যাঁ, মহারাষ্ট্র সরকার এবার বিরাট পদক্ষেপ নিল। মুম্বাইবাসীর যাতায়াতের সুবিধার্থে এবার প্রতিটি লোকালে এসি বসাচ্ছে সরকার। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বলেছেন যে, লোকাল ট্রেনে আমরা মূলত দুই ধরনের যাত্রার অভিজ্ঞতা তৈরি করব। একদিকে পুরোপুরি এসি মেট্রো হবে, যেখানে দরজা বন্ধ থাকবে। আর অন্যদিকে লোকাল ট্রেনগুলির দরজা বন্ধ থাকায় দুর্ঘটনার আশঙ্কা অনেকটাই কমবে। তিনি আরো জানিয়েছেন, কোনোরকম অতিরিক্ত ভাড়া লাগবে না। লোকাল ট্রেনের ভাড়াতেই যাত্রা করা যাবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group