সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। প্রেমিকের সামনে প্রেমিকাকে গণধর্ষণ, সন্তোষপুর স্টেশনে অগ্নিকাণ্ড, ওয়ার্ড গার্লকে ধর্ষণ, সব কিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন
১০) ১ অক্টোবর থেকে বদলাচ্ছে ট্রেনের টিকিট বুকিং-এর নিয়ম
১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে ট্রেন টিকিট বুকিং-এর নিয়ম। রেল বোর্ড জানিয়েছে, টিকিট বুকিং শুরু হওয়ার প্রথম ১৫ মিনিট শুধুমাত্র আধার ভেরিফাইড যাত্রীরাই IRCTC ওয়েবসাইট থেকে টিকিট বুকিং করতে পারবে। আগে এই নিয়ম শুধুমাত্র তৎকাল টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। তবে নতুন পদক্ষেপে টিকিট বুকিং-এর স্বচ্ছতা আনার জন্যই এই নিয়ম চালু করা হচ্ছে। এতে সাধারণ যাত্রীরা অগ্রাধিকার পাবে। CRIS ও IRCTC-কে প্রযুক্তিগত পরিবর্তনের নির্দেশে দেওয়া হয়েছে রেল মন্ত্রকের তরফ থেকে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) কলকাতার সন্তোষপুর স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড
সাত-সকালে কলকাতার সন্তোষপুর রেলওয়ে স্টেশনে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড, যাতে একাধিক দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে। আজ সকাল ৭টা নাগাদ বজবজ লাইনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকেই এই আগুন ছড়িয়ে পড়ে। লেলিহান শিখা এবং কালো ধোঁয়ায় আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় যাত্রীরা। নিরাপত্তার কারণে সকাল থেকে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। পূজোর মুখে দোকানদারদের সর্বস্ব পুড়ে যাওয়ায় তাঁদের মাথায় হাত পড়েছে। প্রায় ৪৫ মিনিট পর দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। দমকলের অনুমান, কোনও শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) পাঁশকুড়া হাসপাতালের ওয়ার্ড গার্লকে ধর্ষণ
পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের এক ওয়ার্ড গার্লকে সহকর্মী ফেসিলিটি ম্যানেজার শেখ জাইর আব্বাস খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলা হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর স্টোর রুমে চাকরি খোওয়ানোর ভয় দেখিয়ে নির্যাতনের শিকার হয়েছিলেন ওই তরুণী। তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এরপর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে পাশকুড়া থানায় নিয়ে গিয়েছে। জানা গিয়েছে যে, দীর্ঘদিন ধরেই ওই অভিযুক্ত মহিলা সহকর্মীদের উপর শারীরিক নির্যাতন চালাত। ঘটনায় হাসপাতাল কর্মীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে ক্ষোভ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) পশ্চিমবঙ্গে ২৩০৮ শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ
পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ এবার প্রাথমিক স্তরে স্পেশাল এডুকেশন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে মোট ২৩০৮ শূন্যপদ রয়েছে। প্রার্থীদের এখানে আবেদন করতে হলে ভারতীয় নাগরিক হতে হবে, আরসিআই স্বীকৃত প্রতিষ্ঠানের স্পেশাল এডুকেশনের ডিএড ডিগ্রি থাকতে হবে এবং ন্যূনতম ছয় মাসের প্রশিক্ষণ থাকতে হবে। পাশাপাশি বয়স হতে হবে ২০ থেকে ৪০ বছর। তবে টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। নির্বাচন হবে ১০০ নম্বরের উপর। টেটের জন্য ৮০ এবং ইন্টারভিউ এর জন্য ২০ নম্বর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) দেরাদুনে মেঘফাটা বৃষ্টিপাত, ভেসে গেছে ১২ জন, নিগত ৩
উত্তরাখণ্ডের দেরাদুনে ভয়ংকর মেঘ ফাটা বৃষ্টিপাতে আসান নদী ফুলেফেঁপে ওঠে। এতে ১০ থেকে ১২ জন ভেসে গিয়েছে। পাঁচজনকে কোনওক্রমে উদ্ধার করা গেলেও বাকি ৩ জনের মৃতদেহ মিলেছে এবং ৪ জনের কোনও হদিশ মেলেনি। কার্ডিগর এলাকায়ও চলেছে ভয়ংকর ধ্বংসযজ্ঞ। সেখানে দুই তিনটি হোটেল এবং একাধিক দোকানপাট তলিয়ে গিয়েছে। পাশাপাশি শতাধিক মানুষজন আটকে পড়েছিল, তবে স্থানীয়রা তাদের উদ্ধার করে। জানা যাচ্ছে তপকেশ্বরের মন্দিরের শিবলিঙ্গ জলের তলায় তলিয়ে গিয়েছে। মুসৌরীর ঝাড়িপানিতে এক শ্রমিকের প্রাণহানি ঘটেছে এবং আরেকজন গুরুতর আহত। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) পুজোর আগেই জামিন পাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়
পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার আলিপুর সিবিআই এর বিশেষ আদালত থেকে ৯০ হাজার টাকার বন্ডে জামিন পেয়েছেন। তবে এখনই তার জেলমুক্তি হচ্ছে না। কারণ তার বিরুদ্ধে এখনও প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলার বিচার চলমান। ২০২২ সালে ইডি তাকে এবং অর্পিত মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করে গ্রেপ্তার করেছিল। এরপর থেকেই গ্রুপ ডি ও শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তিনি তার নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে ফেলেন। আড়াই বছর জেলে থাকলেও সাম্প্রতিক কয়েকটি মামলায় তিনি জামিন পেয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত ৫ পাকিস্তানি সেনা
পাকিস্তানের বেলুচিস্তানে কেচ জেলায় শেরবন্দি এলাকায় সোমবার ক্লিয়ারেন্স অভিযানের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটে নিহত হয়েছে ৫ সেনা জওয়ান। আইএসপিআর জানিয়েছে যে, ওই অঞ্চলে সন্ত্রাসীদের কার্যকলাপ দীর্ঘদিন ধরেই চলে আসছিল। তাই সেনারা অভিযান চালাতে বাধ্য হয়। বিস্ফোরণে সেনাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি প্রাণ হারিয়েছে ক্যাপ্টেন ওয়াকার আহমদ, নায়েক আসমাতুল্লাহ, নায়েক জুনায়েদ আহমদ, ল্যান্স নায়েক খান মহম্মদ ও সিপাহী মহম্মদ জাহুর। অভিযানে ৫ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে খবর। আর এই ঘটনার জন্য ভারতকে দোষারোপ করছে তারা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) পুরীতে প্রেমিকের সামনেই প্রেমিকাকে গণধর্ষণ
উড়িষ্যার পুরীতে ফের গণধর্ষণ। শনিবার বলিহারচণ্ডী মন্দিরের কাছে প্রেমিক-প্রেমিকা বসে থাকাকালীন কয়েক জন যুবক তাদের ছবি তুলছিল। ছবি ডিলিট করতে বলায় তারা টাকার দাবি করে। অস্বীকার করায় প্রেমিককে গাছে বেঁধে তাঁর সামনেই প্রেমিকাকে ধর্ষণ করা হয়। অভিযুক্তরা হুমকি দেয় যে, জানালে মেরে ফেলবে। পরে আতঙ্ক কাটিয়ে যুগল অভিযোগ করলে পুলিশ তিন যুবককে গ্রেফতার করেছে, একজন পলাতক। নির্যাতিতার মেডিকেল পরীক্ষাও করা হয়েছে। ঘটনার পর পুলিশের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। কারণ জুন মাসে গোপালপুর সৈকত এলাকায় একই রকম ধর্ষণের ঘটনা ঘটেছিক। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) অপারেশন সিঁদুরে শেষ হয়েছে মাসুদ আজহারের গোটা পরিবার
অপারেশন সিঁদুরে মাসুদ আজহারের গোটা পরিবার নিকেশ হওয়ার কথা স্বীকার করেছে জয়েশ ই মহম্মদ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে সংগঠনের কমান্ডের মাসুদ ইলিয়াস কাশ্মীরি জানিয়েছেন, ৭ মে ভারতীয় বায়ু সেনার হামলায় পাকিস্তানের বাহাওয়ালপুর ডেরায় আজহারের পরিবারের অধিকাংশ সদস্য ছিন্ন ভিন্ন হয়ে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে, পাকিস্তানের সেনাদের ঘিরে বক্তব্য রাখছেন তিনি। উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁও হামলায় নিহত সেনাদের প্রতিশোধ নিতেই ভারতীয় সেনা অপারেশন সিঁদুর চালিয়েছিল। আর সেখানে শতাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়ে যায় এবং বহু সন্ত্রাসীর মৃত্যু ঘটে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) পুজোর আগে দাম কমলো মাদার ডেয়ারির
দুর্গাপুজোর আগেই বিরাট সুখবর দিল মাদার ডেয়ারি। সংস্থাটি জানিয়েছে, জিএসটি হ্রাসের ফলে ২২ সেপ্টেম্বর থেকে দুধ, ঘি, মাখন, পনিরসহ একাধিক দুগ্ধ ও প্রক্রিয়াজাত পণ্যের দাম কমছে। উদাহরণস্বরূপ ১ লিটার দুধ এবার ৭৭ টাকা থেকে ৭৫ টাকা, ৫০০ গ্রাম মাখন ৩০৫ টাকা থেকে ৮২৫ টাকায় নামিয়ে আনা হচ্ছে। আইসক্রিম, ফ্রোজেন ফুড ও নারকেল জলের দামও ৫ থেকে ১৫ টাকা করে কমছে। কিন্তু পাউচ মিল্কের দাম অপরিবর্তিত থাকছে। মাদার ডেয়ারির এমডি জানিয়েছে, গ্রাহকরা ১০০% করের সুবিধা পাবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন