Top 10: অসমে ভূমিকম্প, SSC-র দ্বিতীয় দফার পরীক্ষা, তারকেশ্বরে সিলেন্ডার বিস্ফোরণ! আজকের সেরা ১০ খবর

Published on:

india hood top 10

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। অসমে ভূমিকম্প, SSC-র দ্বিতীয় দফার পরীক্ষা, তারকেশ্বরে সিলেন্ডার বিস্ফোরণ, সব কিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন

১০) ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল অসম

আজ বিকেল ৪:৪৫ মিনিট নাগাদ হঠাৎ করে অসমের ঢেকুয়াজুলীকে কেন্দ্র করে ৫.৯ রিখটার স্কেল মাত্রার ভূমিকম্প হয়েছে। এমনকি গোটা এলাকা কেঁপে উঠেছে। এর প্রভাব পড়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার সহ বেশ কিছু জেলায় পথ চলতি মানুষ হঠাৎ করে কম্পন টের পায়। বাংলাদেশ, নেপাল, মায়ানমার এবং চিনের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে। তবে এখনো পর্যন্ত বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। ঘটনাটি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সফরের পরেই হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) নেপালে নিহতদের ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে সুশিলা কার্কি

নেপালে চলা ছাত্র আন্দোলনের সহিংসতায় এখনো পর্যন্ত মোট ৭২ জনের মৃত্যু হয়েছে। অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী সুশিলা কার্কি ঘোষণা করেছেন যে, নিহতদের পরিবারকে মাথাপিছু ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে। তাদের শহীদ হিসেবেই এই স্বীকৃতি। রিপোর্ট অনুযায়ী, ৫৯ জন আন্দোলনকারী, ১০ জন পালানো বন্দী এবং ৩ জন পুলিশের প্রাণ গিয়েছে। ১৯১ জন হাসপাতালে ভর্তি অবস্থায় রয়েছে, যাদেরকে সম্পূর্ণ সরকার চিকিৎসা করাবে। উল্লেখ্য, সরকার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) বন্যার ত্রাণের টাকা দিয়ে জঙ্গি ঘাঁটি পুনর্নির্মাণ করছে পাকিস্তান

অপারেশন সিঁদুরে ভারতীয় বায়ুসানার হামলায় গুঁড়িয়ে গিয়েছিল লস্কর-ই-তইবার সদর দপ্তর মরকাজ তইবা। আর সেটি ফের তৈরি করা হচ্ছে পাকিস্তানে। মূলত বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ ত্রানের টাকা ব্যবহার করেই ওই জঙ্গি ঘাটি নির্মাণ করা হচ্ছে। ইন্ডিয়া টুডের একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে যে, অস্ত্র মজুদ, জঙ্গিদের প্রশিক্ষণ এবং হামলার ছক কষার জন্য ব্যবহৃত এই ভবনের পুনর্গঠন প্রায় শেষ পর্যায়ে। সোশ্যাল মিডিয়ায় এর ছবিও ভাইরাল হয়েছে। সমালোচকরা বলছে, পাকিস্তান সরকার প্রত্যক্ষভাবে সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) স্বচ্ছতার সাথে শেষ হয়েছে SSC-র দ্বিতীয় দফা, দাবি ব্রাত্যের

স্কুল সার্ভিস কমিশনের দ্বিতীয় পরীক্ষা অর্থাৎ একাদশ দ্বাদশ স্তরের পরীক্ষা নির্বিঘ্ন এবং স্বচ্ছতার সাথেই শেষ হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছেন, মডেল উত্তরপত্র খুব শীঘ্রই এসএসসি’র ওয়েবসাইটে প্রকাশিত হবে এবং পরীক্ষার্থীরা আপত্তিও জানাতে পারবে। ফলাফল প্রকাশের পর যোগ্যদের নাম জানিয়ে দেওয়া হবে। এসএসসি’র চেয়ারম্যান জানিয়েছে যে, নভেম্বর থেকে ইন্টারভিউ শুরু হবে এবং ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যেই নিয়োগ করা হবে। উল্লেখ্য, আজ ২.৪৬ লক্ষের বেশি প্রার্থী পরীক্ষা দিয়েছে, যার মধ্যে ৯৩ শতাংশ উপস্থিত ছিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) অসম সফরে কংগ্রেসকে কটাক্ষ করল মোদী

অসম সফরে গিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অভিযোগ করেছেন, কংগ্রেস চিনের পাশে না দাঁড়িয়ে পাকিস্তানি জঙ্গিদের সমর্থন করছে এবং অনুপ্রবেশকারীদের দিনের পর দিন রক্ষা করছে। অন্যদিকে বিজেপি অনুপ্রবেশ এবং অবৈধ জমি রুখছে বলে দাবি করছেন তিনি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পদক্ষেপের প্রশংসাও করেছেন তিনি। তিনি বলেছেন, কংগ্রেস দশক ধরে মাত্র তিনটি ব্রিজ বানালেও বিজেপি দশ বছরে ৬ টি ব্রিজ তৈরি করে ফেলেছে। মোদী জানিয়েছে, অসম ভারতের উন্নয়নে বড় অবদান রাখছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) আরজি করের ছাত্রী মৃত্যুতে প্রেমিককে আটক করল পুলিশ

আরজি কর মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী অনিন্দিতা সোরেনের রহস্য মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা অনিন্দিতা শনিবার মালদহ মেডিকেল কলেজে শেষ নিশ্বাস ত্যাগ করেছে। পরিবার সরাসরি তাঁর প্রেমিক উজ্জ্বল সোরেনের বিরুদ্ধে অভিযোগ তুলছে, যিনি একই কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র। জানা যাচ্ছে যে, সোশ্যাল মিডিয়ায় পরিচয় থেকে শুরু হয় প্রেম, তারপর গোপনে বিয়েও সেরে নেন তিনি। তবে অন্তঃসত্ত্বা হওয়াকে কেন্দ্র করেই তাদের মধ্যে ঝামেলা হলে তার প্রেমিক বিষ খাইয়ে দেয়। এমনটাই অভিযোগ করছে তার পরিবার। এমনকি পুলিশ তাকে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ করছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) সিংহাসনে বসেই নেপালের ভোট ঘোষণা করলেন সুশীলা কারকি

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মোহম্মদ ইউনুস যেখানে ব্যর্থ হয়েছে, সেখানে দৃষ্টান্ত স্থাপন করে ফেলল নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কারকি। প্রাক্তন প্রধান বিচারপতি শপথ নেওয়ার একদিনের মধ্যেই ঘোষণা করলেন, নেপালে আগামী বছরের ৫ মার্চ ভোট হবে। ভারতের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশংসা করেছেন। মোদী তাকে নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে অভিনন্দন জানিয়েছেন। এমনকি শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যুব সমাজের সমর্থন এবং হাজারো সাক্ষীর ভিত্তিতে অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে সুশীলাকে বেছে নেওয়া হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) সিলেন্ডার বিস্ফোরণে তারকেশ্বরে পুড়ে ছাই একাধিক দোকান

তারকেশ্বরে চাপাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় সকালবেলা একের পর এক সিলেন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। একটি চপের দোকান থেকেই মূলত এই তিনটে সিলিন্ডার ফেটে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে স্থানীয় ৬টি দোকানে এবং সেগুলি নিমেষের মধ্যে ভস্মিভূত হয়ে যায়। আতঙ্কে স্থানীয় মানুষজন আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে দমকল এসে কয়েক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সৌভাগ্যবশত, কোনওরকম প্রাণহানির ঘটনা ঘটেনি। কিন্তু দোকান পুড়ে ব্যাপক পরিমাণে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে ব্যবসায়ীরা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) বিনা প্রতিদ্বন্দ্বিতায় CAB-র সভাপতি হচ্ছেন সৌরভ গাঙ্গুলী

সৌরভ গাঙ্গুলী দ্বিতীয়বারের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রিকেট এসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি পদে বসতে চলেছেন। রবিবার মনোনয়ন জমা দেবেন তিনি এবং তাঁর প্যানেল। মূলত বিরোধী পক্ষের মনোনয়ন না থাকায় তাঁর সভাপতি হওয়া প্রায় এখন নিশ্চিত। ২২ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবেই এই ঘোষণা করা হবে। কিন্তু সচিব পদ নিয়ে ধোঁয়াশা থেকে যাচ্ছে। প্রার্থী হিসেবে সঞ্জয় দাস এবং বাবলু কোলের নাম ঘোরাফেরা করছে। সহ-সভাপতি এবং অন্যান্য পদে কয়েকজন প্রাক্তন ক্রিকেটার ও প্রশাসকের নামও উঠে আসছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) যাদবপুরের ছাত্রী মৃত্যু নিয়ে উপাচার্য এবং সিপিকে চিঠি পাঠাল মহিলা কমিশন

যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃতীয় বর্ষের ছাত্রীর রহস্যজনকভাবে ক্যাম্পাসের জলাশয়ের পাশে মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনায় জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে উপাচার্য এবং কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি পাঠিয়ে দিয়েছে। কমিশন ফরেনসিক এবং নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তথ্য চেয়েছে। পাশাপাশি পরিবারের কাছে নিয়মিত আপডেট পৌঁছনোর নির্দেশ দিয়েছে। পুলিশ দাবি করছে, ঘটনার রাতে ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মদের আসর বসেছিল। প্রাথমিক তফন্তে জানা গিয়েছে, জলে ডুবি মৃত্যু হয়েছে। এমনকি দেহে বাহ্যিক কোনও আঘাতের চিহ্ন মেলেনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥