Top 10: স্ত্রী ও পুত্রকে খুন, ঘূর্ণিঝড় মন্থা, কেন্দ্রকে মমতার কটাক্ষ! আজকের সেরা ১০ খবর

Published:

india hood top 10
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৯ অক্টোবর। দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। স্ত্রী ও পুত্রকে খুন, ঘূর্ণিঝড় মন্থা, কেন্দ্রকে মমতার কটাক্ষ, সব কিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) ধুপগুড়িতে বন্যাত্রাণের বদলে শুধু জল খেয়ে দিন কাটাচ্ছে মানুষজন

উত্তরবঙ্গের ধূপগুড়িতে বন্যাত্রান সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় স্থানীয় মানুষজন ক্ষুব্ধ হয়ে উঠেছে। বগরিবাড়ি এবং নলডোবার মানুষজন নাকি শুধুমাত্র জল খেয়ে দিন কাটাচ্ছে। সেখানে ত্রাণসামগ্রী পৌঁছয়নি বলে খবর। গত বুধবার প্রশাসনের ত্রাণ সামগ্রীর গাড়ি আসলেও গোটা এলাকায় তা পৌঁছয়নি। ২০০ টি পরিবারে মাত্র কয়েকজনকে তা দেওয়া হয়েছে। এই অবস্থার পর্যবেক্ষণ করতে সেখানে হাজির হয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। মূলত মমতা প্রতিশ্রুতি দেওয়ার পর ত্রাণসামগ্রী না পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েছে তারা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) উত্তরপ্রদেশে ভেঙে পড়ল প্রাইভেট জেট

উত্তরপ্রদেশের ফারুখাবাদে এক প্রাইভেট জেট টেক অফের পরেই নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়েছে। মূলত পাইলট যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি কন্ট্রোল করতে পারেনি বলে অভিযোগ উঠছে। বিমানটিতে দুজন পাইলট এবং অন্যান্য যাত্রীরা ছিলেন বলে খবর। তবে সৌভাগ্যের বিষয় তারা কেউ হতাহত হননি, সবাই ঠিকঠাক আছেন। জানা গিয়েছে, ওই বিমানটি VT-DEZ রেজিস্ট্রেশনের। যাত্রীরা নাকি একটি নির্মীয়মান বিয়ার ফ্যাক্টরীর ইন্সপেকশন এর জন্য যাচ্ছিলেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) পার্শ্ব শিক্ষকদের নবান্ন অভিযানে বাধা দিল পুলিশ

রাজ্যের পার্শ্ব শিক্ষকরা এবার বেতন বৃদ্ধি এবং অন্যান্য দাবি নিয়ে নবান্ন অভিযানের পথে হেটেছে। জানা যাচ্ছে, সমগ্র শিক্ষা বাচাও মঞ্চের ১১টি সংগঠন শিয়ালদহ থেকে মিছিল করে নবান্নতে স্মারকলিপি জমা দিতে চেয়েছিল। তবে ধর্মতলায় পুলিশ তাদেরকে আটকায়। আন্দোলনকারীরা রাস্তার মাঝেই বসে প্রতিবাদ শুরু করে দেয়। আর পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়। শিক্ষকরা দাবি করেন যে, বেতন বৃদ্ধি দ্রুত কার্যকর করা এবং সমস্ত শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্যই আমাদের আন্দোলন। পাশাপাশি সমস্ত শূন্যপদে অবিলম্বে নিয়োগ করতে হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে আবারও মামলা হাইকোর্টে

রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আবারও হাইকোর্টে চ্যালেঞ্জের মুখোমুখি। ২০১৭ এবং ২০২২ সালের টেট উত্তীর্ণ না হওয়া প্রার্থীরা অভিযোগ করছে, প্রশ্ন ভুল সংক্রান্ত মামলার নিষ্পত্তি হওয়ার আগে ১৩,৪২১ শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এমনকি হাইকোর্টের বিচারপতি ওম নারায়ণ রায় নতুন বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করারও অনুমতি দিয়েছেন। মামলাকারীরা দাবি করছে, ভুল প্রশ্নের কারণে পুনরায় পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, যা নিয়োগ প্রক্রিয়ার সাথে সম্পূর্ণ অনৈতিক। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) রাজ্যকে ৬৮০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র সরকার

দুই বছর আটকে থাকার পর অবশেষে কেন্দ্র সরকার রাজ্যকে ৬৮০ টাকা কোটি টাকা বরাদ্দ করেছে। চলতি অর্থবর্ষের টাকা রাজ্যের যোগ্যতা অর্জন না করার জন্য আটকে রাখা হয়েছিল। রাজ্যকে বরাদ্দ পেতে হলে কেন্দ্রের কাছে বারবার আবেদন করতে হয়েছে। এতে রাজ্য সরকারের প্রজেক্ট এবং স্কুলের পরিকাঠামোগত উন্নয়নের কাজে বাধা পড়ছিল বলে খবর। বরাদ্দ পাওয়ার জন্য রাজ্যকে মোট ১ কোটি টাকা জরিমানা দিতে হয়েছে। আর কেন্দ্রী থেকে মিলেছে পঞ্চায়েতের পরিকাঠামোগত উন্নয়নে ব্যবহারযোগ্য এই অর্থ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) খগেন মুর্ম হামলাকান্ডে গ্রেপ্তার চারজন

উত্তরবঙ্গের নাগরাঘাটা এলাকায় বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষের উপর হামলার ঘটনায় পুলিশ ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করে ফেলেছে। ধৃতদের মধ্যে শাহানুর আলম এবং তোফায়েল হোসেন রয়েছে। আর এই ঘটনায় খগেন মুর্মু গুরুতর আহত হয়েছেন। তার চোখের নিচের হাড় ভেঙে গিয়েছে বলে খবর। ছয় সপ্তাহ তিনি হাসপাতালে থাকবেন। শংকর ঘোষ অল্প চোটে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন। তবে এই হামলায় রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) স্ত্রী ও পুত্রকে কড়াত দিয়ে খুন করে আত্মহত্যা মুর্শিদাবাদের স্বামীর

মুর্শিদাবাদের বেলডাঙায় এক দাম্পত্য কলহের ঘটনায় স্ত্রী এবং পুত্রকে খুন করে আত্মহত্যা করেছেন ৪২ বছর বয়সী সঞ্জীব হালদার। বুধবার সকালবেলা তার মা শৌচাগারে গেলে জানলা দিয়ে দেখেন, সিলিং ফ্যান থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছেন তিনি। স্থানীয়দের সহায়তার দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে দেখা যায় যে, স্ত্রী মৌসুমী হালদার এবং পুত্র রায়ান হালদারের গলায় কড়াত দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তাদের নিথর দেহ মিলেছে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) টেট দুর্নীতি মামলায় মানসিক চাপে মৃত্যু বীরভূমের শিক্ষকের

সুপ্রিম কোর্টের টেট নির্দেশের পর মানসিক চাপের মধ্যে পড়েছিল বীরভূমের প্রাথমিক শিক্ষক গিয়াসউদ্দিন শেখ। অবশেষে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। আদালত নির্দেশ দিয়েছিল যে, প্রাথমিকের শিক্ষকদের চাকরি এবং পদোন্নতির জন্য টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। আর এই রায়ের পরেই রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ জেলায় জেলায় শিক্ষকদের তথ্য সংগ্রহ শুরু করার ফলে অনেকের মধ্যে চাকরি হারানোর আতঙ্ক সৃষ্টি হয়। গিয়াসউদ্দিন দীর্ঘদিন ধরেই স্কুলে দায়িত্ব পালন করছিলেন এবং পরিবারের একমাত্র রোজগারের মাথা ছিলেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) ঘূর্ণিঝড় শক্তির পর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে মন্থা

ঘূর্ণিঝড় শক্তির পর আবারও দক্ষিণবঙ্গ এবং বঙ্গোপসাগরে মন্থা নিয়ে জোর সতর্কবার্তা জারি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী অক্টোবরের শেষ সপ্তাহে উত্তর-মধ্য বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। থাইল্যান্ড নামকরণ করা মন্থা বর্ষা বিদায় নেওয়ার পরপরই এবং শীতের আগমনের সময় আঘাত হানার সম্ভাবনা দেখা যাচ্ছে। চলতি বছরের জুন মাসে শক্তি এবং মন্থা নামক দুটি ঘূর্ণিঝড় সৃষ্টি হলেও তা সম্পূর্ণ ঘূর্ণিঝড়ে রূপ নেয়নি। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের ঘূর্ণিঝড়ের মৌসুম। তাই সেখানেই এরকম বিপর্যয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) এসআইআর নিয়ে কেন্দ্রকে চরম কটাক্ষ ক্ষমতার

বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ায় হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে তিনি বলেছেন, আগুন নিয়ে মোটেও খেলবেন না। কারণ রাজ্য এখন বন্যা এবং দুর্যোগে বিপর্যস্ত অবস্থায়। অনেকের ডকুমেন্ট নষ্ট হয়ে গিয়েছে। তাই এখন এই প্রক্রিয়া সম্পূর্ণ অমানবিক। তিনি অভিযোগ করেছেন, এসআইআর এর আড়ালে এনআরসি চলছে। শান্তনু ঠাকুরের মন্তব্য নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি কীভাবে তিনি আগে থেকে জানলেন কার নাম বাদ পড়বে, বলে কটাক্ষ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join