সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১ নভেম্বর। দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। মন্দিরে পদদলিত হয়ে মৃত্যু, সাংবাদিককে মারধর, বন্ধুর হাতে বন্ধু খুন, সবকিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) মাসের শুরুতেই দরপতন এলপিজি সিলিন্ডারের
মাসের শুরুতেই দাম কমল এলপিজি সিলিন্ডারের। ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৫ টাকা কমেছে। আর নতুন দাম আজ থেকেই কার্যকর হয়েছে। বলে রাখি, আগের মাস অর্থাৎ অক্টোবর মাসে ১৫.৫০ টাকা দাম বেড়েছিল গ্যাসের। দিল্লিতে এখন ১৯ কেজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১৫৯০.৫০ টাকা। আগে দাম ছিল ১৫৯৫.৫০ টাকা। কলকাতায় এখন এই বাণিজ্যিক সিলিন্ডার পাওয়া যাবে ১৬৯৪ টাকায়। বলাবাহুল্য, গৃহস্থ এলপিজি সিলিন্ডারের দাম এখনও পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) আবারও উলুবেড়িয়ায় সিভিকের দাদাগিরি
ফের সিভিকের দাদাগিরি। এবারের ঘটনা উলুবেড়িয়ায়। জানা যাচ্ছে, হুগলির উলুবেড়িয়ার শ্যামপুর এলাকায় সাঁইবানিয়া গ্রামের বাসিন্দা আসফাকউদ্দিন খানের সঙ্গে শ্যামপুর থানার সিভিক ভলেন্টিয়ার শেখ মইদুলের টাকা নিয়ে ঝামেলা বেধেছিল। জানা যায়, আসফাকউদ্দিনের থেকে যে টাকা ধার নিয়েছিল মইদুল, তা বারবার চাইলেও তা দেননি। এই ঝামেলার সমস্যা মেটাতে গত সোমবার গ্রামে বসেছিল সভা। তবে আলোচনায় আরও বিষয়টি জটিল হয়ে ওঠে। এরপর আসফাকউদ্দিন বাড়ি ফেরার সময় সিভিক ভলেন্টিয়ার মইদুল দুষ্কৃতী ভাড়া করে তার উপর হামলা করার ছক করে। এমনকি অন্ধকার রাস্তা দিয়ে কিছু লোক রড, লাঠি দিয়ে চড়াও হয় তার উপর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) অন্ধ্রপ্রদেশে কাজ করতে গিয়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের
অন্ধ্রপ্রদেশে কাজে গিয়ে মৃত্যু হল বীরভূমের পরিযায়ী শ্রমিকের। গত ২৮ অক্টোবর বীরভূমের নানুর থানার বরা-সাওতা গ্রাম পঞ্চায়েতের বরা গ্রামের বাসিন্দা দুধকুমার বাগদি অন্ধ্রপ্রদেশের একটি কারখানায় কাজ করতে যাচ্ছিল। তার বয়স মাত্র ১৮ বছর। পরিবারে বাবা-মা, এক বোন এবং ঠাকুমা ছিল। তবে ৩০ অক্টোবর অক্টোবর দুধকুমারের দেহ উদ্ধার করে আরপিএফ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং জানায় যে, ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। মুহূর্তের মধ্যে গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদদলিত হয়ে মৃত্যু ৯ জনের
অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। সাত সকালেই পদদলিত হয়ে মৃত্যু হল ৯ জন ভক্তর। এমনকি আহত হয়েছে বহু। একাদশীর দিন এই মন্দিরে প্রচুর ভক্ত ভিড় জমিয়েছিল। মন্দির প্রাঙ্গনে কার্যত ভিড়ের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আচমকাই পদদলনের ঘটনায় ৯ জন প্রাণ হারাণ। এ বিষয়ে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি বলেছেন, মন্দিরে পদদলিত হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। মর্মান্তিক ঘটনায় ভক্তদের মৃত্যু বেদনাদায়ক। সরকার তাদের পাশে আছে। আমি তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) আগামীকাল ৮ ঘন্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু
আগামীকাল টানা ৮ ঘণ্টা ধরে বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। সূত্রের খবর, স্টে এবং হোল্ডিং ডাউন কেবল প্রতিস্থাপন সহ মেরামত এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্যই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিদ্যাসাগর সেতু। কলকাতা পুলিশের তরফ থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে জারি করা হয়েছে। এমনকি জানানো হয়েছে, সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত সেতু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। আর এই সময়ের মধ্যে সেতু বা র্যাম্প দিয়ে কোনওরকম যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। এজেসি বোস রোড, কেপি রোড, সিজিআর রোড, খিদিরপুর এবং সংলগ্ন এলাকা থেকে আসা যানবাহনের উপর ডাইভারশন রোডগুলি ইতিমধ্যেই রোডম্যাপ করে জানিয়ে দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) ডিম খাওয়া নিয়ে শুরু অশান্তি, বন্ধুর হাতে আরেক বন্ধু খুন
ডিম খেয়ে শুরু হয় অশান্তি। গোঘাটে জগদ্ধাত্রী পুজোর নিরঞ্জনের রাতেই বন্ধুর হাতে খুন হয়েছে আরেক বন্ধু। জানা যাচ্ছে, গতকাল অর্থাৎ শুক্রবার দশমী উপলক্ষে গোঘাটে জগদ্ধাত্রী পূজার ভাসানের আয়োজন করা হয়েছিল। আর সেখানে ধুমধাম করে গান বাজিয়ে ভাসান হয়। তারপর খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করা হয়েছিল। তবে বন্ধুর পাতের ডিম আরেক বন্ধু খেয়ে ফেলা নিয়েই শুরু হয় ঝামেলা। আর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে বন্ধুটিকে লাঠিপেটা করা হয়। তাতেই অচৈতন্য হয়ে পড়ে যুবক। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে ডাক্তাররা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে ঝলসে গেল কলকাতা পুলিশের এএসআই সহ ৩
সিলিন্ডার বদলানোর সময় গ্যাস লিক করে অগ্নিকাণ্ডে ঝলসে গেল কলকাতা পুলিশের এক এএসআই সহ তাঁর দুই আত্মীয়। জানা যাচ্ছে, বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের আকুঞ্জিডাঙা এলাকার সিলিন্ডার বদলাতে গিয়ে লিক করে রান্নার গ্যাস। শুক্রবার রাতেই এই ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্রই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। তবে ততক্ষণে সবকিছু পুড়ে ছারখার। জানা যায়, সবিতা পাল নামের ওই মহিলা রান্না করছিল। রান্না করার সময় সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে যাওয়াতে তিনি অন্য সিলিন্ডার লাগাতে যান। তবে অসুবিধা বোধ হতেই তাঁর ভাসুর সেনা কর্মী জগন্নাথ পাল ও জামাই সঞ্জয় কুণ্ডু সাহায্য করেন। তবে এতেই বাঁধে বিপত্তি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) নামিদামি ব্রান্ডের তেলে মিশছে ভেজাল
রানীগঞ্জের নামিদামি কোম্পানির লেভেল দিয়ে বিক্রি হচ্ছে ভেজাল তেল। বিগত বেশ কয়েকদিন ধরেই রানীগঞ্জের মোদি ওয়েল মিলে নকল রান্নার তেলের ব্যবসা চলছে। নামি ব্র্যান্ড ফরচুনের স্টিকার লাগিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে তেল মেশানো হচ্ছিল ভেজাল। আর এবার সেই চক্রই ফাঁস করলে পুলিশ। গতকাল অর্থাৎ শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে আইপি ইনভেস্টিগেশন এবং রানীগঞ্জ থানার পুলিশের যৌথ অভিযানে এক চাঞ্চল্যকর কারবার ধরা পড়েছে। কারখানায় ঢুকে তেলের ড্রামগুলোর সিল খুলে দেওয়া হয়। সেখান থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ নকল রান্নার তেল এবং ভেজাল মিশ্রিত সরিষার তেল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) ডোমকলে পুলিশের গাড়িতে যুবককে অপহরণ করায় গ্রেফতার তৃণমূল নেতা
নকল পুলিশ সেজে পুলিশের গাড়িতে করে ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল মুর্শিদাবাদের ডোমকলে। জানা যাচ্ছে, গত ১৫ অক্টোবর রাতে ডোমকল থানার বাজিতপুর এলাকায় যুবক লালচাঁদ মন্ডল তার স্টেশনারি দোকানে বসেছিল। আর সেসময় পুলিশের স্টিকার লাগানো একটি গাড়ি হঠাৎ করেই তার দোকানের সামনে দাঁড়ায়। তারপর গাড়ি থেকে নেমে কয়েকজন যুবক তাকে বলে যে, থানায় ডাকা হয়েছে। এই বলেই জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। তবে রাত বাড়তে লালচাঁদ বাড়ি না ফিরলে পরিবার বিষয়টি থানায় জানায়। এরপর ৫ ঘন্টার মধ্যে অপহরণকারীর হদিশ খুঁজে ফেলে পুলিশ। তারপর লালচাঁদ মন্ডলকে উদ্ধার করা হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) সাংবাদিককে মারধর পঞ্চায়েত প্রধানের
বিধানসভা ভোটের আগেই রাজনৈতিক দলগুলি শুরু করেছে প্রচার অভিযান। এমতাবস্থায় মুর্শিদাবাদের হেরামপুর গ্রাম পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধেই সাংবাদিকের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে। জানা যাচ্ছে, শুক্রবার রাতে মুর্শিদাবাদ জেলার রাণীনগর ১ নম্বর ব্লকের হেরামপুর গ্রাম পঞ্চায়েতে এই ধুন্ধুমার কান্ড ঘটেছে। সরকারি শৌচালয় নির্মাণের জন্য অনেকদিন ধরেই চলছিল আলোচনা। তবে নির্মাণের টাকা প্রশাসনের তরফ থেকে মিললেও টাকা নয়ছয়ের অভিযোগ ওঠে। আর এতেই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে বাসিন্দারা। তবে জানা যায়, ওই পঞ্চায়েত প্রধানের সঙ্গে দেখা করতে গিয়েছিল বশির আহমেদ নামের এক সাংবাদিক। তবে তাঁকে ধাক্কাধাক্কি করার পাশাপাশি মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এমনকি কোনওক্রমে সে বেঁচে ফিরে আসে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন












