সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ, রাজ্যে-রাজনীতি, প্রযুক্তির জগৎ কিংবা বিনোদন, আজ অর্থাৎ ১৫ আগস্ট কোথায় কী ঘটল? আমরা India Hood-এর তরফ থেকে নিয়ে এসেছি আজকের সেরা দশ খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছু। চিকিৎসকের গাফিলতিতে শিশু মৃত্যু, রেড রোডের কুচকাওয়াজে ৩৫ জন পড়ুয়া অসুস্থ, উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন, সিঙ্গুরে নার্সিং পড়ুয়া হত্যাকাণ্ড, সবই রয়েছে আজকের প্রতিবেদনে। চলুন একে একে শুরু করা যাক।
১০) বিকশিত ভারত রোজগার যোজনায় দেওয়া হবে ১৫,০০০ টাকা
স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার ঘোষণা করল। হ্যাঁ, প্রথমবার চাকরিতে যোগ দেওয়া এবং ইপিএফও-তে অন্তর্ভুক্ত প্রার্থীদের ১৫,০০০ টাকা করে দেওয়া হবে। ছয় মাস পর প্রথম কিস্তি এবং বারো মাস পর দ্বিতীয় কিস্তি দেওয়া হবে। শুধু চাকরিপ্রার্থী নয়, বরং ইপিএফও-তে নিবন্ধিত নির্দিষ্ট সংখ্যক নতুন কর্মীরাও এই কোম্পানিগুলিতে সুযোগ পাবে। ৫০ জনের নীচে কর্মী থাকলে অন্তত ২ জন, আর বেশি হলে ৫ জনকে নিয়োগ করতে হবে বলে জানানো হয়েছে। বিস্তারিত জানতে- এখানে ক্লিক করুন
৯) জিএসটি স্ল্যাবে বড় পরিবর্তন আনছে মোদি সরকার
৭৯ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করল যে, জিএসটি ব্যবস্থায় এবার বড়সড় সংস্কার আসছে, যা দীপাবলির মধ্যেই কার্যকর করা হবে। কেন্দ্র সরকার মূলত দুটি স্ল্যাব অর্থাৎ স্ট্যান্ডার্ড ও মেরিট স্ল্যাবসহ সরলীকৃত জিএসটি কাঠামোর প্রস্তাব নিয়ে আসছে, যেখানে কিছু নির্বাচিত পণ্যের জন্য বিশেষ ছাড় থাকবে। হ্যাঁ, লক্ষ্য একটাই—সাধারণ মানুষের উপর থেকে করের বোঝা কমানো, আর এমএসএমই খাতে সুবিধা আরো বাড়ানো। ইতিমধ্যেই প্রস্তাবটি জিএসটি কাউন্সিলের মন্ত্রী গোষ্ঠীর কাছে পাঠানো হয়ে গিয়েছে। অর্থ মন্ত্রণালয় এই বিষয়ে খতিয়ে দেখছে। বিস্তারিত জানতে- এখানে ক্লিক করুন
৮) চিকিৎসকের গাফিলতিতে পশ্চিম বর্ধমানের মৃত চার বছরের খুদের
পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে চিকিৎসার গাফেলতির কারণেই এক চার বছরের খুদে শিশু ঋক বাগদির মৃত্যুর অভিযোগ উঠেছে। জ্বর ও পেটের ব্যথায় আক্রান্ত হয়ে শিশুটিকে উইলিয়াম কেরি স্বাস্থ্য কেন্দ্র থেকে রেফার করা হয়েছিল দুর্গাপুর মহকুমা হাসপাতালে। তবে অভিযোগ উঠছে, সেখানে ভর্তি না নিয়ে আউটডোরে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে বাড়ি নিয়ে জেতে গেলে মাঝরাস্তায় মৃত্যু হয় তাঁর। পরিবার এবং স্থানীয়রা হাসপাতালে গিয়ে বিক্ষোভ দেখিয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে তদন্তের আশ্বাস দিয়েছে। ঘটনাটি ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। বিস্তারিত জানতে- এখানে ক্লিক করুন
৭) রেড রোডে কুচকওয়াজের সময় অসুস্থ ৩৫ জন পড়ুয়া
৭৯ তম স্বাধীনতা দিবসে রেড রোডে কুচকাওয়াজের সময় অংশ নিতে গিয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে ৩৫ জন স্কুল পড়ুয়া। অনুষ্ঠান চলাকালীন তাদের তড়িঘড়ি এম্বুলেন্সে করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান যে, গরম, দীর্ঘযাত্রা এবং ডিহাইড্রেশন বা সান স্ট্রোকের কারণেই এই দুর্ঘটনা। বৃষ্টি হলেও তাতে সাময়িক স্বস্তি মিলেছিল। পরিস্থিতি নিয়ে শোরগোল শুরু হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতার নগরপাল মনোজ বর্মা হাসপাতালে গিয়ে অসুস্থদের খোঁজ নিয়েছে। বিস্তারিত জানতে- এখানে ক্লিক করুন
৬) প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন
চলতি শিক্ষা ব্যবস্থায় সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারের দিনক্ষণ ঘোষণা হল। হ্যাঁ, ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং ২২ সেপ্টেম্বর শেষ হবে পরীক্ষা। প্রতিদিন সকাল ১০ টা থেকে ১১ঃ১৫ মিনিট পর্যন্ত এই পরীক্ষা হবে। সূচি অনুযায়ী, ৮ সেপ্টেম্বর ভাষা পরীক্ষা, ৯ সেপ্টেম্বর ভোকেশনাল বিষয়, ১০ সেপ্টেম্বর ইংরেজি, ১১ সেপ্টেম্বর অর্থনীতি ও এএসআই সহ অন্যান্য বিষয় পরীক্ষা হবে। পাশাপাশি ১২ থেকে ২০ সেপ্টেম্বর বিজ্ঞান, কলা, বাণিজ্য ও ভোকেশনাল বিষয়গুলির পরীক্ষা হবে। বিস্তারিত জানতে- এখানে ক্লিক করুন
৫) এসএসসি মামলায় চাকরি হারিয়ে ব্রেন স্টোক সুবল সোরেনের
সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিল হওয়ার পর চাকরি হারিয়েছে ২৬ হাজার শিক্ষক। আর তারই মধ্যে একজন হলেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার আদিবাসী শিক্ষক সুবল সোরেন। হ্যাঁ, আন্দোলনে সক্রিয় থেকে নিয়মিত প্রতিবাদে যোগ দিয়েছিলেন তিনি। তবে চাকরি হারানোর দুশ্চিন্তা এবং মানসিক চাপে ১১ আগস্ট তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। আর সেখানে ১৬ আগস্ট সকালে তার মৃত্যু হয়েছে। ঘটনায় পরিবার এবং তার সহকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। বিস্তারিত জানতে- এখানে ক্লিক করুন
৪) বিজেপি জিতলে ৫০০০ টাকা ভাতা দেবে শুভেন্দু
ঘনিয়ে আসছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে লক্ষ্য করে উত্তর ২৪ পরগনার বীরপুরে কন্যা বাঁচাও মিছিলে অংশ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন, বিজেপি ক্ষমতায় আসলে তৃণমূল সরকারের মিথ্যা মামলায় জেল খাটা ব্যক্তিদেরকে ৫০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। তিনি শাসক দলকে সতর্ক করে বলেছেন যে, অন্যায়কারীদের সুদে-আসলে সব ফেরত দিতে হবে। আর শহীদ পরিবারের পাশে দাঁড়ানোই তাদের নৈতিক দায়িত্ব। এর আগেও ২০২৪ লোকসভা নির্বাচনের আগে এরকমই প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তবে সেবার বিজেপি ভালো ফল লাভ করতে পারেনি। বিস্তারিত জানতে- এখানে ক্লিক করুন
৩) মোদি চালু করল ভিশন ডেমোগ্রাফি মিশন
স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এবার সতর্ক করে বলেছেন, ষড়যন্ত্র করে সীমান্তবর্তী অঞ্চলে অনুপ্রবেশের মাধ্যমে ভারতের জনবিন্যাস বণ্টনের চেষ্টা করা হচ্ছে। অনুপ্রবেশকারীরা বেআইনিভাবে জমি, এমনকি সংরক্ষিত বনাঞ্চল, সবকিছু দখল করে ফেলছে। পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর উপর আক্রমণ করছে। অসম, ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে এরকম সমস্যা এখন প্রকট। ভোটার তালিকায় বিদেশি অনুপ্রবেশকারীদের নাম থাকার অভিযোগ করেছেন তিনি। আর এই পরিস্থিতি মোকাবেলা করতে তিনি ভিশন ডেমোগ্রাফি মিশন চালু করবেন বলে জানিয়েছেন, যা অনুপ্রবেশকারীদের সনাক্ত করতে এবং বেআইনি দখল রোধ করতে সাহায্য করবে। বিস্তারিত জানতে- এখানে ক্লিক করুন
২) সিঙ্গুরে নার্সিং পড়ুয়া হত্যাকাণ্ডে নয়া মোড়
হুগলির সিঙ্গুরে ২৪ বছরের নার্সিং পড়ুয়া দিপালী জানার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। আর এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে তার প্রেমিক রাধাগোবিন্দ ঘটন ও শিবম সেবাসদন নার্সিংহোমের মালিক। হ্যাঁ, নন্দীগ্রামের বাসিন্দা দিপালী ব্যাঙ্গালুরু থেকেই পড়াশোনা শেষে ওই নার্সিংহোমে কাজ শুরু করেছিলেন বলে খবর। ১৩ আগস্ট রাত্রিবেলা তার মৃত্যুর খবর পেয়েছিল তার পরিবার। এমনকি তারা খুনের অভিযোগই তুলছে। স্থানীয়রা বিক্ষোভ করলে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু করেছে। মূলত প্রেমের প্রতিশ্রুতি ভঙ্গজনিত মানসিক আঘাতে আত্মহত্যাকে কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে। বিস্তারিত জানতে- এখানে ক্লিক করুন
১) বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দা দিয়ে কোপ সিভিক ভলেন্টিয়ারের
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানা এলাকায় নার্সিং পরিবার সুস্মিতা মন্ডলের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠল। হ্যাঁ, তাও এক সিভিক ভলেন্টিয়ার বিশ্বজিৎ খাঁয়ের বিরুদ্ধে। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য ক্ষুব্ধ বিশ্বজিৎ শুক্রবার সকালে সুস্মিতার পথ আটকে দা দিয়ে মাথা, গলা এবং হাতসহ একাধিক অঙ্গে কোপ মারেন। তার ভাইয়ের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করেছে। এরপর গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। গলাতে আঘাত খুব গভীর বলে জানা যাচ্ছে। হামলার পর বিশ্বজিৎ বিষ পান করেও হাসপাতালে ভর্তি বলে খবর ছড়িয়ে পড়েছে। বর্তমানে এ নিয়ে চলছে তদন্ত। বিস্তারিত জানতে- এখানে ক্লিক করুন
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |