Top 10: আফগানিস্তানের এয়ারস্ট্রাইক, ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, কালীপুজোয় অতিরিক্ত মেট্রো! আজকের সেরা ১০ খবর

Published:

india hood top 10
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৮ অক্টোবর। দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। আফগানিস্তানের এয়ারস্ট্রাইক, ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, কালীপুজোয় অতিরিক্ত মেট্রো, সব কিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) ফের আফগানিস্তানের এয়ারস্ট্রাইক পাকিস্তানের, মৃত ক্রিকেটাররা

ফের আফগানিস্তানের উপর এয়ারস্ট্রাইক করল পাকিস্তান। সবথেকে বড় ব্যাপার, এতে তিনজন ক্রিকেটার সহ মোট আটজন আফগান নাগরিক নিহত হয়েছে। জানা যাচ্ছে, শুক্রবার গভীর রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে তারা বিমান হামলা চালিয়েছে। আর এতেই প্রাণ গিয়েছে ক্রিকেটারদের। উল্লেখ্য, নভেম্বর মাসে পাকিস্তান, আফগানিস্তান আর শ্রীলঙ্কার মধ্যে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ হওয়ার কথা ছিল। আর এই হামলার ঘটনাতেই আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাদের নাম তুলে নিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) মাধ্যমিকের টেস্ট পেপার দেওয়ার দিনক্ষণ ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

মাধ্যমিক পরীক্ষার আর খুব বেশি দেরি নেই। তবে তার আগেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর যেখানে জানানো হয়েছে, এবার ক্যাম্পের মাধ্যমে টেস্ট পেপার বিতরণ করা হবে। হ্যাঁ, প্রতিবার স্কুলের টেস্ট পরীক্ষার পর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে টেস্ট পেপার দেওয়া হয়। তবে এবার আগেভাগেই দেওয়া হবে টেস্ট পেপার। এমনকি ৪৯টি ক্যাম্পের মাধ্যমে তা বিতরণ করা হবে। প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষক সেখান থেকে স্কুলের জন্য টেস্ট পেপার সংগ্রহ করতে পারবে। জানা আছে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই টেস্ট পেপার দিয়ে দেওয়া হতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) লুধিয়ানা-দিল্লি গরিব রথ এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড

সাত সকালেই লুধিয়ানা-দিল্লি গরিব রথ এক্সপ্রেসে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। জানা যাচ্ছে, ট্রেন নম্বর ১২২০৪ অমৃতসর-সহরসা ট্রেনটি পাঞ্জাবের সিরহিন্দ স্টেশনের কাছে পৌঁছনো মাত্রই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে চালকের সতর্কতাই ট্রেনটিকে থামানো হয়েছে এবং কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে তাড়াহুড়ো করে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে। এমনকি আগুন নিয়ন্ত্রণে আনতে মোটামুটি এক ঘন্টা সময় লাগে। ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে সাতটা নাগাদ। উল্লেখ্য, যাত্রীদের অন্য কোচে স্থানান্তরিত করে আবার ট্রেনটিকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) মুর্শিদাবাদে নাবালিকাকে ধর্ষণ করে হত্যার অভিযোগ

এবার মুর্শিদাবাদে নাবালিকার বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ উঠল। জানা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের সম্পর্কের জেরে নবম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করা হয়েছে। তারপর কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ উঠেছে। ওই তরুনীর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গরে। বয়স মাত্র ১৫। নারায়ণপুর হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী সে। গত ৯ অক্টোবর মুর্শিদাবাদের বাসিন্দার রেখসোনা খাতুন নামে এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। আর তাকে প্রলোভন দেখানো হয়। পরে ১১ অক্টোবর নির্যাতিতার পরিবার খবর পায় যে তাদের মেয়ে অসুস্থ অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি। পরে কলকাতায় রেফার করা হলে মৃত্যু হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) দিল্লির সাংসদের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লির সাংসদের আবাসনে। জানা যাচ্ছে, আজ দুপুর নাগাদ দিল্লির বিডি মার্গের কাবেরী অ্যাপার্টমেন্টে আগুন লেগেছে। আর ওখানে অনেক সাংসদের ফ্ল্যাট ছিল। দিল্লির ফায়ার সার্ভিস মনে করছে, কোনও শর্ট সার্কিটের মাধ্যমেই এই আগুনের সূত্রপাত। এমনকি অগ্নিকাণ্ডে কোনওরকম হাতাহাতের খবর মেলেনি। তবে এক স্থানীয় বাসিন্দা বলছে, তার স্ত্রী এবং সন্তান পুড়ে গিয়েছে। তারা হাসপাতালে ভর্তি। উল্লেখ্য, এ বিষয়ে তৃণমূল কংগ্রেস বিজেপিকে কটাক্ষ করেছে। কারণ তারা দাবি করছে যে, সময়মতো দমকল পৌঁছায়নি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) ভারতের উপর পারমাণবিক যুদ্ধের হুমকি দিল আসিম মুনির

গতকাল রাতে আবারও আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তান। আর এবার তা নিয়েই ভারতকে পারমাণবিক যুদ্ধের হুমকি দিল আসিম মুনির। পাকিস্তানের সেনার আনুষ্ঠানিক বিবৃতিতে আসিম মুনির বলেছেন, আমি ভারতের সামরিক নেতৃত্বকে সতর্ক করে বলছি যে, আমরা আপনাদের লাফালাফিতে কোনও ভয় পাব না। এর দৃষ্টান্তমূলক জবাব দেব। শত্রুদের সংখ্যা বৃদ্ধি পেলে প্রত্যাশার থেকেও ভয়ানক প্রতিক্রিয়া দেখাব। আর আমাদের অস্ত্র ব্যবহার, নাগাল ও যুদ্ধ সক্ষমতা ভারতের ভাবনাচিন্তাকে সম্পূর্ণরূপে বদলে দেবে। যে কোনও লড়াইয়ে মারাত্মক রকম ক্ষতি হতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) ফালাকাটায় খাঁচা ভেঙেই পালাল চিতাবাঘ

খাঁচা ভেঙ্গেই পালাল চিতাবাঘ। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে ফালাকাটার খাউচাঁদপাড়া গ্রামে। জানা যাচ্ছে, স্থানীয় এক চা বাগানে একমাস আগে চিতাবাঘের দাপটে আতঙ্ক দেখা গিয়েছিল গোটা এলাকায়। দুর্গাপুজোর আগে স্থানীয় একজন জখমও হন। শেষমেষ তারা জলদাপাড়া বন দপ্তরের খবর পাঠায়। আর গত ২ অক্টোবর বনদপ্তর বাঘ ধরতে খাঁচা পেতেছিল। তবে টানা ১৬ দিন ধরে খাঁচায় না ঢুকে আশেপাশ দিয়ে চলে গিয়েছিল সে। তবে শেষমেষ শুক্রবার গভীর রাতে খাঁচার মধ্যে ঢোকে ওই চিতাবাঘ। তবে বন্দি হয়ে খাঁচার একাংশ ভেঙেই আবার দৌড়ে পালিয়ে যায় ওই জন্তু। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) উত্তরপ্রদেশে উদ্বোধন হতে চলেছে ব্রহ্মসের প্রথম ব্যাচ

এবার রপ্তানিতে নতুন বাজার ধরতে মরিয়া হয়ে পড়ল যোগী সরকার। হ্যাঁ, রিপোর্ট অনুযায়ী ১৮ অক্টোবর, শনিবার ধনতেরাসের শুভদিনে যোগী রাজ্যের সরোজিনী নগরী অবস্থিত ব্রহ্মস অ্যারোস্পেস ইউনিট ৩০০ কোটি টাকা খরচ করে তৈরি এই বিশেষ কারখানা থেকে রপ্তানি হতে চলেছে সুপারসনিক মিসাইলের প্রথম ব্যাচ। জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের এই কারখানায় যেমন একদিকে মিসাইল তৈরি করা হবে, ঠিক তেমনই ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং তার চূড়ান্ত মান নির্ণয় করা হবে। ফলে ভারতের সামরিক খাত যে আরও শক্তিশালী হবে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) কালীপুজো উপলক্ষে অতিরিক্ত মেট্রো ব্লু লাইনে

কালীপুজোর আর হাতে গোনা মাত্র দু’দিন বাকি। কলকাতা মেট্রো এবার কালীপুজো উপলক্ষে যাত্রীদের জন্য বিরাট সুখবর দিল। হ্যাঁ, আগামী ২০ অক্টোবর দীপাবলি উপলক্ষে ব্লু লাইনে রাতের বিশেষ পরিষেবার কথা ঘোষণা করেছে মেট্রো কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামের শেষ ট্রেন ৯:২৮ এর পরিবর্তে ১০:৫১ মিনিটে ছাড়বে। শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের ট্রেন রাত ৯:৩৩ এর পরিবর্তে ১১:০০ টায় ছাড়বে। ফলে গভীর রাত পর্যন্ত যে যাত্রীরা মেট্রো পরিষেবা পাবে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) ঢাকা বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড

ঢাকা বিমানবন্দরে ঘটে গেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহূর্তের মধ্যে পুড়ে ছাই সবকিছু। জানা যাচ্ছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিকেলের দিকে ছড়িয়ে পড়ে এই আগুন। তবে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে এখনও কিছু আঁচ করা যায়নি। তবে জানা যাচ্ছে, কার্গো বিভাগেই এই আগুন লেগেছে। এমনকি ধোয়ার কুন্ডলী মুহূর্তের মধ্যে কয়েক কিলোমিটারের মধ্যে ছড়িয়ে পড়ে। ফায়ার ব্রিগেডের কর্মীরা বলছে যে, আগুন নেভানোর জন্য ২৮টি ইউনিটও কাজ করেছে। তবে অগ্নিকাণ্ডে কোনওরকম হতাহতের খবর মেলেনি। বিমান কর্মীরা নিরাপদে রয়েছে বলেই খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join