Top 10: নতুন এসি লোকাল, সুদানে ভূমিধসে ১০০০ জনের মৃত্যু, রেললাইনের ধারে মৃতদেহ! আজকের সেরা ১০ খবর

Published on:

india hood top 10

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ, রাজ্যে-রাজনীতি, প্রযুক্তির জগৎ কিংবা বিনোদন, আজ অর্থাৎ ২ সেপ্টেম্বর কোথায় কী ঘটল? আমরা India Hood-এর তরফ থেকে নিয়ে এসেছি আজকের সেরা দশ খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছু। নতুন এসি লোকাল, সুদানে ভূমিধসে ১০০০ জনের মৃত্যু, রেললাইনের ধারে মৃতদেহ, সবই রয়েছে আজকের প্রতিবেদনে। চলুন একে একে দেখে নেওয়া যাক।

১০) পুজোর আগেই চলবে শিয়ালদা-বনগাঁ এবং শিয়ালদা-কৃষ্ণনগর এসি লোকাল

দুর্গাপুজোর আগেই বিরাট সুখবর। হ্যাঁ, পূর্ব রেল শিয়ালদা ডিভিশনে দুটি নতুন এসি লোকাল চালু করেছে। যথা শিয়ালদা-বনগাঁ এবং শিয়ালদা-কৃষ্ণনগর সিটি জংশন এসি লোকাল। আগে চালু হওয়া শিয়ালদা-রানাঘাট এসি লোকালের জনপ্রিয়তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। বনগাঁ রুটে ভাড়া ৩৫ টাকা থেকে ১২০ টাকা পর্যন্ত রাখা হয়েছে আর কৃষ্ণনগর রুটে ৪০ টাকা থেকে ১৪০ টাকা পর্যন্ত ভাড়া রাখা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) শুল্ক নিয়ে ভারতকে তোপ ট্রাম্পের

শুল্ক নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, ভারত আমেরিকার পণ্যের উপর শুল্ক শূন্য করার প্রস্তাব দিয়েছে। তবে তা অনেক দেরি হয়ে গিয়েছে। তিনি অভিযোগ করছেন, ভারত বিপুল পরিমাণে পণ্য রপ্তানি করলেও আমেরিকার রপ্তানি অনেকটাই কম। ফলে একপাক্ষিক বাণিজ্য তা বলা চলে। এর আগে আমেরিকা ভারতের উপর ৫০% শুল্ক আরোপ করেছে। হ্যাঁ, আগস্ট মাসে ২৫% এবং পরে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার জন্য আরও ২৫% যুক্ত করা হয়। বিশেষজ্ঞরা মনে করছে, শুল্ক শূন্য হলে মার্কিন কোম্পানিগুলি ভারতীয় বাজারে প্রভাব বিস্তার করতে পারবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) শিলিগুড়িতে নাবালিকা ছাত্রীদের অপহরণের অভিযোগ

শিলিগুড়ির বাগডোগরার গান্ধী মেমোরিয়াল হাইস্কুলের সামনে রবিবার নাবালিকা ছাত্রীদের জমায়েতকে ঘিরে সন্দেহর জন্ম হয়। জানা গিয়েছে, এআইডিএসও কর্মীরা অনুমতি ছাড়াই তাদেরকে কলকাতার সমাবেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকরা ক্ষোভ জানিয়ে চরম উত্তেজনা ছড়ায়। এমনকি অপহরণের অভিযোগও ওঠে। পরে গ্রেপ্তার করা হয় এআইডিএসও জেলা সভাপতি কল্লোল বাগচী, নমিতা দাস, দীপা বর্মন ও প্রণয় মন্ডলকে। তাঁদের শিলিগুড়ি মহাকুমা আদালতে তোলা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

৭) শৌচালয়ে ছাত্রদের ধূমপান ধরে ফেলায় শিক্ষকদের মারধর পড়ুয়ার পরিবারের

দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দু হাইস্কুলের টয়লেটে ধূমপান করতে গিয়ে ধরা পড়েছে কয়েকজন পড়ুয়া। শিক্ষকরা বিষয়টি অভিভাবকদের জানিয়েছে। এক পরিবারের পক্ষ থেকে ভুল স্বীকার করলেও আরেক পড়ুয়ার বাবা-কাকা অভিযোগ মানতে নারাজ। এমনকি তাঁরা স্কুলেই তাণ্ডব চালান। স্কুলে ঢুকে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে ধাক্কাধাক্কি এবং হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে। প্রধান শিক্ষক জানিয়েছেন, দুই-তিন ঘন্টা অশান্তি চলে এবং শিক্ষক-শিক্ষিকাদের প্রাণহানির হুমকি দেওয়া হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) রূপনারায়নপুরে রেললাইনের পাশে উদ্ধার নিরাপত্তা রক্ষীর মৃতদেহ

রূপনারায়নপুর রেললাইনের পাশে উদ্ধার হয়েছে নিরাপত্তা রক্ষীর উত্তম দের মৃতদেহ। তাঁর বয়স ৪৮। আসানসোলে কর্মরত আছড়া গ্রামের এই বাসিন্দা স্ত্রী এবং দুই সন্তানকে রেখে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠছে। তাঁর পরিবার জানিয়েছে, শারীরিক অসুস্থতা এবং চিকিৎসার খরচে আর্থিক টানাপোড়েনের জন্যই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সোমবার গভীর রাতে বাড়ি থেকে বেরোনোর পর মঙ্গলবার সকাল বেলা রেল লাইনের নীচে তাঁর মৃতদেহ মেলে। স্থানীয়রা খবর দিলে রেল পুলিশ এবং আরপিএফ তাঁর দেহ উদ্ধার করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) বাংলা পক্ষকে হুমকি দিল কংগ্রেস নেতা নীলাভ ব্যানার্জী

বারাসাতে বাংলা পক্ষের নেতা গর্গ চট্টোপাধ্যায় এবং কৌশিক মাইতিকে প্রকাশ্যে হুমকি দিয়েছে কংগ্রেস নেতা নীলাভ ব্যানার্জি। তিনি সতর্ক করে বলেছেন, বারাসাতে আসলে এমন মার দেবো, যে বাবার নাম ভুলে যাবে। আসলে ঘটনাটি শুরু হয়েছিল কলকাতায় কংগ্রেস কার্যালয়ে বিজেপির হামলার পর। সেখানে সমবেদনা জানাতে গেলে বাংলা পক্ষ নেতাদের ওপর কংগ্রেস কর্মীরা হামলা চালিয়েছে। এরপর নীলাভ অন ক্যামেরায় সরাসরি বাংলা পক্ষকে চ্যালেঞ্জ ছাড়েন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) সুদানে ভয়াবহ ভূমিধসে মৃত ১০০০

সুদানের দারফুরে মারা পাহাড়ে ভয়াবহ ভূমিধস ঘটেছে, যেখানে অন্তত ১০০০ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার হয়েছে একটি গ্রামের মাত্র একজন। গৃহযুদ্ধের কারণে আশ্রয় নিতে গ্রামে থাকা মানুষজন ধসের চাপে মারা যায়। সুদানের লিবারেশন আর্মির মৃতদেহ উদ্ধারে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে। পাশাপাশি খার্তুমের সার্বভৌম পরিষদ শোক প্রকাশ করেছে। ওই অঞ্চলে ত্রাণ পাঠানোও বর্তমানে কঠিন হয়ে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের নীচে বহু নারী ও শিশুর দেহও চাপা পড়েছে বলে খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) SSC দুর্নীতি নিয়ে কান ধরে ওঠবস করল তৃণমূল কাউন্সিলর

এসএসসি দুর্নীতি নিয়ে তৃণমূল কাউন্সিলর পার্থসারথি মাইতির কান ধরে উঠবসের একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিবেক দংশনে তিনি জনগণের কাছে ক্ষমা চেয়েছেন এবং অভিযোগ করছেন, জেলার বহু নেতা টাকা নেওয়ার পরও চুপ রয়েছে। এর আগে তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ২০১৬ সালের এসএসসি জন্য দুর্নীতির মাস্টারমাইন্ড বলে আক্রমণ করেছিল, যাকে ঘিরে শাসকদল বিক্ষোভ ছড়ায়। বিজেপি পাল্টা দাবি করেছিল, শুভেন্দু নির্দোষ, আসল চোর তৃণমূল নেতারা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) দাগি অযোগ্যদের মামলা খারিজ করে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট

কলকাতা হাইকোর্ট দাগি অযোগ্য চাকরিপ্রার্থীদের মামলা খারিজ করে কঠোর ভর্ৎসনা করল। হ্যাঁ, বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তুলছেন যে, এতদিন তারা কোথায় ছিল? তালিকা প্রকাশের পর কেন আজ হাজিরা দিচ্ছে? আদালত জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি ১৮০৬ জন অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে। তাই তারা আর কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবে না। তবে মামলাকারীদের দাবি, তাঁরা দাগিদের তালিকায় পড়ে না। তবে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বিরুদ্ধে ওএমআর কারচুপির অভিযোগ রয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) আসানসোলে চাকরি না পেয়ে আত্মহত্যা B.Sc পাশ যুবকের

আসানসোলের পোখরতল্লায় রেললাইন থেকে উদ্ধার হয়েছে বিএসসি পাস যুবক পঙ্কজ কুমারের দেহ, যার বয়স ২৭। তিনি মিহিজাম নিউ কলোনির বাসিন্দা। জানা গিয়েছে, ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। গত তিন বছর ধরে চাকরি না মেলায় মানসিক সমস্যায় জর্জরিত হয়ে পড়েছিলেন তিনি। তবে এটি আত্মহত্যা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, এর আগে রূপনারায়নপুরে এক নিরাপত্তা রক্ষীর দেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে চরম চাঞ্চল্য। একের পর এক মৃত্যুতে আরো আতঙ্ক বাড়ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥